ভালোবাসার টানে রাজবাড়ীতে এসে বিয়ে করলেন চীনা যুবক – ইউ এস বাংলা নিউজ




ভালোবাসার টানে রাজবাড়ীতে এসে বিয়ে করলেন চীনা যুবক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ সেপ্টেম্বর, ২০২৫ | ৬:৪৮ 24 ভিউ
রাজবাড়ীতে প্রেমের টানে সুদূর চীন থেকে এসে তরুণীকে বিয়ে করেছেন এক যুবক। ঘটনাটি জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রতিদিন অসংখ্য মানুষ নবদম্পতিকে একনজর দেখতে মেয়ের বাড়িতে ভিড় করছেন। স্থানীয়রা জানান, চীনের এক যুবক এসে বিয়ে করে সংসার করছেন এবং বাংলাদেশের রান্না করা সব কিছুই খাচ্ছেন। প্রতিদিনই মানুষ দেখতে আসছে মেয়ে রুমার বাড়িতে। এখনো এলাকায় সেভাবে মানুষ জানে না। তবে দিন দিন ওই বাড়িতে লোকজনের ভিড় বাড়ছেই। সরেজমিন বুধবার দুপুরে রুমার বাড়িতে গিয়ে জানা যায়- এক বছর আগে চীনের জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ও ই-কমার্স প্ল্যাটফর্ম লিটল রেড বুকে রাজবাড়ীর তরুণী মোছা. রুমা খাতুনের (২১) সঙ্গে পরিচয় হয় চীনের নাগরিক ঝং

কেজুনের (৪৬)। পরে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কে নতুন মাত্রা দিতে চীন থেকে বাংলাদেশে আসেন ঝং কেজুন। রাজবাড়ীতে এসেই পরিবারের সবাইকে রাজি করে বিয়ে করেছেন। গত ২ সেপ্টেম্বর রাজবাড়ী নোটারি পাবলিকের কার্যালয় থেকে বিয়ে করে রুমা খাতুনের বাড়িতে অবস্থান করছেন ঝং কেজুন। বুধবার নোটারি পাবলিক সূত্রে জানা যায়- চীনের গুয়াংসি প্রদেশের লিউঝো শহরের বাসিন্দা ঝং কেজুন। পেশায় তিনি চাকরিজীবী। গত ২ সেপ্টেম্বর রাজবাড়ী নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ে করেন রাজবাড়ী পৌরসভার বিনোদপুর গ্রামের অটোচালক বাবু খানের মেয়ে মোছা. রুমা খাতুনকে। পরে মসজিদের ইমামের মাধ্যমে বিয়ে সম্পন্ন হয় তাদের। স্থানীয় প্রতিবেশী মনি জানান, আমি চীন থেকে আসা ওই যুবকের আসার কথা শুনেছি। তাই

আজকে দেখতে আসলাম। আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে হেসে দিয়ে কুশল বিনিময় করলেন। তাকে দেখে মনে হয়েছে ওই চীনা যুবক বেশ সভ্য শান্ত প্রকৃতির। বাংলাদেশের ভাত সবজিসহ সবকিছুই সে খাচ্ছে। রুমা খাতুনের বাবা অটোচালক বাবু খান বলেন, আমি এ বিয়েতে রাজি ছিলাম না। পরে জামাইদের ও পরিবারের লোকদের ওপর ছেড়ে দেই। মেয়ে রাজি থাকায় বিয়ে হয়েছে। এখন আমার বাড়িতেই রয়েছে। আমাকে জানিয়েছে মেয়েকে চীনে নিয়ে যাবে। তিনি আরও বলেন, আমি মেয়েকে বলেছি- ‘জীবন তোমার, তুমি ভালো বুঝবে পরে আমাদের কোনো দোষ দিতে পারবে না’। রুমা খাতুন বলেন, আমি এসএসসি পাশ করার পর আর পড়ালেখা করা হয়নি। এক বছর আগে লিটল রেড বুকে ঝং

কেজুনের সঙ্গে পরিচয় হয়। পরিচয়ের পর তার সঙ্গে চেনাজানা ও বিয়ের জন্য দুজন রাজি হই। পরে ঝং কেজুন বাংলাদেশে আসে। আমার বাড়িতে আসার পর পরিবার রাজি না হওয়ায় ফরিদপুরে চলে যাই। পরে সবাই রাজি হলে সে আবার ২ সেপ্টেম্বর আমাদের বাড়িতে আসে। পরে কোর্টে বিয়ে করি। এরপর আমরা সংসার করছি। সে আমাকে চীনে নিয়ে যাবে। আজকেও কোর্ট থেকে কাগজপত্র তৈরি করে বাড়িতে আসলাম, আপনাদের কাছে আমি দোয়া চাই। এ বিষয়ে ঝং কেজুনের সঙ্গে কথা বলতে চাইলে তিনি কথা না বলে শুধু হাসতে থাকেন এবং কথা না বলে মোবাইলে লিখে জানান, তিনি কথা বলবেন না। পরে তার স্ত্রী বাড়িতে এলে তিনি তার

সঙ্গে কথা বলেন ও সাংবাদিকদের চীনা ভাষায় একটি গান গেয়ে শোনান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফের হেনস্তার শিকার উরফি কাতারে ইসরাইলি হামলার নিন্দা জানাল বাংলাদেশ নেপালে কারফিউ, আতঙ্কিত জনগণ নেপালজুড়ে কারফিউ জারি এবার পরিষ্কার-পরিচ্ছন্নতায় নেমেছে নেপালের জেনজি আধিপত্য বিস্তার নিয়ে যুবককে কুপিয়ে হত্যা ভালোবাসার টানে রাজবাড়ীতে এসে বিয়ে করলেন চীনা যুবক ইসরাইল বয়কটের ঘোষণা ১২০০ শিল্পীর নেপালে কারফিউ, আতঙ্কিত জনগণ সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের যোগদান নিয়ে কড়া নির্দেশনা দিল এনটিআরসিএ শেখ হাসিনার ১৬ বছরের তিলে তিলে গড়ে উঠা শেয়ার বাজারের ২৫% এক বছরে ধ্বংস করেছে ইউনূস ঢাবি ভিসি’র নেতৃত্বের প্রশাসন ‘আনুষ্ঠানিকভাবে জামায়াতি’ বলে ঘোষণা ছাত্রদলের শিবিরবান্ধব শেহরীন মনামীকে ‘রাজাকার’ ট্যাগ: ফেসবুকে পিতার মুক্তিযুদ্ধ সার্টিফিকেট দিয়ে জানালেন, “আমিও মুক্তিযোদ্ধার সন্তান, কিন্তু…” বাংলাদেশ ‘মবতন্ত্র’, সহিংসতা শুধু মব নয় – রাজনৈতিক ও ধর্মীয় উদ্দেশ্যপ্রণোদিত কাতারে হামাস নেতৃত্বের উপর ইসরায়েলের ‘সুনির্দিষ্ট হামলা’: মধ্যপ্রাচ্যে আবার উত্তেজনা বৃদ্ধি এটর্নি জানারেলের আত্মতুষ্টি আর একটি লাশের জনপদের গল্প জুলাই অনেকের জন্য রঙিন হলেও, নিম্ন আয়ের মানুষের জন্য নিকষ কালো অন্ধকারে যাত্রা মন্ত্রীদের জন্য ৬০ পাজেরো কিনছে সরকার: বিশ্লেষক ও বিশেষজ্ঞদের চোখে ‘লুটপাটের উৎসব’ শেভরনের বকেয়া ও জরিমানার দাবি পূরণে ইউনুস সরকারের নতজানু নীতি: ৩৬৬ কোটি টাকা পরিশোধ সরকারের প্রশ্রয়ে উগ্রপন্থীরা মাজার ও খানকা টার্গেট করেছে: অভিযোগ সুফি নেতাদের