বিক্ষোভের মোড় ঘুরিয়ে দিয়েছে স্বার্থান্বেষী গোষ্ঠী – ইউ এস বাংলা নিউজ




বিক্ষোভের মোড় ঘুরিয়ে দিয়েছে স্বার্থান্বেষী গোষ্ঠী

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ সেপ্টেম্বর, ২০২৫ | ১১:২৮ 33 ভিউ
নেপালের মাইতিঘরে হাজার হাজার বিক্ষোভকারীদের মধ্যে একজন ছিলেন ইচ্ছা থাপা। সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের স্নাতক করছেন তিনি। সোমবার সামাজিক যোগাযোগ বন্ধ ও দুর্র্নীতি বিষয়ে সরকারবিরোধী আন্দোলনে যোগ দিয়েছিল থাপা-ও। কিন্তু পরিস্থিতি ঘোলাটে হলে বিক্ষোভ ছেড়ে চলে আসেন তিনি। তার মতে- আন্দোলনের প্রকৃত রেশ আর নেই, কোথাও গণ্ডগোল আছে। মূলত পুরো বিক্ষোভের মোড় ঘুরিয়ে দিয়েছে কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী। কাঠমান্ডু পোস্ট। থাপা বলেন, ‘এটি একটি শান্তিপূর্ণ প্রতিবাদ হওয়ার কথা ছিল। সেই কারণেই আমরা সেখানে ছিলাম। কিন্তু এখন এটি শুধু একটি খারাপ স্বপ্ন যা থেকে আমি চোখ খুলে দেখছি।’ তিনি আরও বলেন, ‘আজকে প্রত্যাশা বনাম বাস্তবতায় ব্যাপক ফারাক। যদি স্পষ্ট নেতৃত্ব থাকত, তাহলে আরও

ভালো হতো। আন্দোলনের মূল এজেন্ডা ছিল দুর্নীতির বিরুদ্ধে। কিন্তু এখন মনে হচ্ছে বাইরের শক্তিগুলো তাদের নিজস্ব স্বার্থকে এগিয়ে নিয়ে যাচ্ছে।’ তবে আন্দোলনের পক্ষেও কথা বলেছেন অনেকে। পূর্ববর্তী এমন আরও আন্দোলনে অংশ নেওয়া এমনই একজন ৫৭ বছর বয়সি বিনয় কার্কি। তিনি বলেন, ‘গণতন্ত্রের জন্য লড়াই করার সময় আমরা আগেও একই রকম প্রতিবাদে অংশ নিয়েছিলাম। আজ তরুণরাও একই কাজ করছে। আমরা যে ব্যবস্থার জন্য লড়াই করেছি তার অপব্যবহার হচ্ছে। তাই যুবসমাজকে সচেতন এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে দেখা ভালো।’ তিনি আরও বলেন, ‘এই প্রজন্ম আমাদের চেয়ে বেশি শিক্ষিত এবং অবগত। আমি মনে করি তারা আরও ভালো করতে পারে এবং দুর্নীতিগ্রস্ত ব্যবস্থা পরিবর্তন

করতে পারে।’ সামাজিক উদ্যোক্তা এবং হাট্টি হাট্টি নেপালের সহ-প্রতিষ্ঠাতা প্রিয়া সিগডেল বলেন, ‘সরকারের পদক্ষেপের অভাব এবং গুরুত্বের অভাবের কারণেই এটি ঘটেছে। তারা দাবি করেছিল যে তারা রাবার বুলেট ছুড়েছে, কিন্তু হাসপাতালে আমরা আসল ধাতব বুলেট দেখেছি। এটি যুবসমাজকে চুপ করে দেওয়ার এবং দুর্নীতির বিরুদ্ধে কণ্ঠস্বর দমন করার বিষয়টি তুলে ধরে।’ তিনি আরও বলেন, ‘আমরা এখন থামতে পারি না। অনেক নিরীহ তরুণ মারা গেছে। আমরা যদি চুপ করে থাকি, তাহলে এই নেতারা এবং তাদের সন্তানরা একই দুর্নীতিগ্রস্ত ব্যবস্থা চালিয়ে যাবে। এখন যেহেতু সরকার আমাদের দেখিয়ে দিয়েছে যে তাদের কথা শোনার জন্য আমাদের মরতে হবে, তাহলে আমরা মরব। কিন্তু আমরা থামব না।

দায়ীদের জবাবদিহি করতে হবে এবং এই সরকারের পদত্যাগ করা উচিত।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনার ১৬ বছরের তিলে তিলে গড়ে উঠা শেয়ার বাজারের ২৫% এক বছরে ধ্বংস করেছে ইউনূস ঢাবি ভিসি’র নেতৃত্বের প্রশাসন ‘আনুষ্ঠানিকভাবে জামায়াতি’ বলে ঘোষণা ছাত্রদলের শিবিরবান্ধব শেহরীন মনামীকে ‘রাজাকার’ ট্যাগ: ফেসবুকে পিতার মুক্তিযুদ্ধ সার্টিফিকেট দিয়ে জানালেন, “আমিও মুক্তিযোদ্ধার সন্তান, কিন্তু…” বাংলাদেশ ‘মবতন্ত্র’, সহিংসতা শুধু মব নয় – রাজনৈতিক ও ধর্মীয় উদ্দেশ্যপ্রণোদিত কাতারে হামাস নেতৃত্বের উপর ইসরায়েলের ‘সুনির্দিষ্ট হামলা’: মধ্যপ্রাচ্যে আবার উত্তেজনা বৃদ্ধি এটর্নি জানারেলের আত্মতুষ্টি আর একটি লাশের জনপদের গল্প জুলাই অনেকের জন্য রঙিন হলেও, নিম্ন আয়ের মানুষের জন্য নিকষ কালো অন্ধকারে যাত্রা মন্ত্রীদের জন্য ৬০ পাজেরো কিনছে সরকার: বিশ্লেষক ও বিশেষজ্ঞদের চোখে ‘লুটপাটের উৎসব’ শেভরনের বকেয়া ও জরিমানার দাবি পূরণে ইউনুস সরকারের নতজানু নীতি: ৩৬৬ কোটি টাকা পরিশোধ সরকারের প্রশ্রয়ে উগ্রপন্থীরা মাজার ও খানকা টার্গেট করেছে: অভিযোগ সুফি নেতাদের ফেনীর পরশুরামে পুলিশ সদস্যকে পি/টি/য়ে/ছে ছাত্রদল নেতা ভিত্তিহীন অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে প্রাক্তন সচিবদের আটক: অন্তর্বর্তী সরকারের নতুন লক্ষ্য প্রশাসনিক কর্মকর্তারা? এক নজরে ডাকসুর ফলাফল ট্রিপল ৫০ মেগাপিক্সেল ক্যামেরার ভিভো ভি৬০ ঢাবির সব ক্লাস-পরীক্ষা বন্ধ বুধবার কাতারে হামলা চালিয়েছে ইসরায়েল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাঠমান্ডুগামী ফ্লাইট স্থগিত বিএফআইইউ প্রধান শাহীনুলের নিয়োগের চুক্তি বাতিল আগামী সরকারের মন্ত্রীদের জন্য গাড়ি কেনার প্রস্তাব বাতিল নেপালে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা