জেন-জিকে সামনে রেখে বিক্ষোভের নেপথ্যে কারা – ইউ এস বাংলা নিউজ




জেন-জিকে সামনে রেখে বিক্ষোভের নেপথ্যে কারা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ সেপ্টেম্বর, ২০২৫ | ১১:২৭ 32 ভিউ
দ্বিতীয় দিনে গড়িয়েছে নেপালের বিক্ষোভ। মঙ্গলবার আরও উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এদিন বিক্ষোভের মুখে পদত্যাগ করেন দেশটির প্রধানমন্ত্রী কে পি শর্মা অলিসহ তিন মন্ত্রী। প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণার আগেই সকালে ভক্তপুরের বালকোট এলাকায় অলির ব্যক্তিগত বাসভবনে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা। শুধু অলির বাড়িতে নয়, এদিন ক্ষমতাসীন জোটের শরিক নেপালি কংগ্রেস পার্টির কেন্দ্রীয় কার্যালয়সহ বেশ কয়েকজন মন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের বাড়িতেও হামলা চালান তারা। এ সময় কয়েকটি বাড়িতে আগুনও ধরিয়ে দেন। মুখে মাস্ক আর হাতে রাইফেল নিয়ে একের পর এক আক্রমণ চালাতে থাকেন শীর্ষ নেতাদের বাসস্থানে। তবে বিশৃঙ্খল এ বিক্ষোভের পেছনে শুধু সামাজিক ও অর্থনৈতিক হতাশা নয়, রয়েছে রাজনৈতিক

দলের সক্রিয় ও সূত্র প্রভাবও। বিভিন্ন রাজনৈতিক দল এই আন্দোলনের গতিপথকে আংশিকভাবে নিয়ন্ত্রণ করছে ও উসকানি দিচ্ছে বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা। দেশটির লেখক খগেন্দ্র সাংগ্রৌলা বলেছেন, এ বিক্ষোভ ক্ষমতাসীন দল ও সরকারের প্রকৃত চেহারা উন্মোচন করেছে। বিরোধী দল সিপিএন ও জাতীয় স্বতন্ত্র পার্টির (আরএসপি) বিরুদ্ধে জেন-জি’দের উসকে দেওয়ার অভিযোগ করে তিনি বলেছেন, ‘শুধু সাবেক প্রধানমন্ত্রী পুষ্পকমল দহল নন, আরএসপি ও কাঠমান্ডুর মেয়র বালেন্দ শাহও ক্ষুব্ধ তরুণদের আন্দোলনে উৎসাহ জুগিয়েছেন। এছাড়া দুর্গা প্রসাইন (নেপালের এক সময়ের রাজতন্ত্র পতন বিক্ষোভের মদদদাতা ব্যবসায়ী), জাতীয় প্রজাতন্ত্র পার্টি ও অন্যরা এ সুযোগে আগুনে ঘি ঢেলেছেন বলেও জানিয়েছেন তিনি। এনডিটিভি, দ্য কাঠমান্ডু পোস্ট। সাংগ্রৌলা আরও বলেছেন, পুষ্পকমল দহল নিজে

ক্ষমতায় থাকাকালে টিকটক বন্ধ করেছিলেন। অথচ এখন অন্য সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করায় বর্তমান সরকারের সমালোচনা করছেন তিনি। এদিকে অলির পদত্যাগ করার পর পরই বিক্ষোভকারীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র শাহ। ফেসবুক পোস্টে তিনি বলেছেন, যেহেতু প্রধানমন্ত্রী ইতোমধ্যেই পদত্যাগ করেছেন, তাই এখন আর প্রাণহানি ও সম্পদ ক্ষতির দিকে যাওয়া উচিত নয়। সরকারি ও বেসরকারি সম্পদ আসলে জনগণেরই যৌথ সম্পদ। তাই তরুণদের এসব ধ্বংস না করার অনুরোধ জানিয়েছেন তিনি। জেন-জি আন্দোলনের শুরু থেকেই বালেন্দ্র শাহ তরুণ প্রজন্মের পাশে ছিলেন বলে জানিয়েছে একাধিক গণমাধ্যম। বালেন্দ্র জানিয়েছেন, সেনাপ্রধানের সঙ্গে আলোচনার সম্ভাবনা আছে। তবে তা কেবল পার্লামেন্ট ভেঙে দেওয়ার পরই হতে পারে। ফেসবুক

পোস্টের পর থেকেই বালেন্দ্রকে নেপালের সম্ভাব্য উত্তরসূরি হিসাবে বিবেচনা করছেন অনেকেই। অন্যদিকে বালেন্দ্রার পাশাপাশি আরএসপির সভাপতি রবি লামিচানের নামও উঠে এসেছে গণমাধ্যমে। মঙ্গলবার দুপুরে নাক্কু কারাগারের বাইরে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন তিনি। কিছু রিপোর্টে বলা হয়েছে, অন্য বন্দিদের সুরক্ষা নিশ্চিত করতে তাকে মুক্তি দেওয়া হতে পারে। ২০২৪ সালের ১৮ অক্টোবর, কাঠমান্ডুর পার্টি অফিস থেকে লামিচানেকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিআইবি)। তার বিরুদ্ধে সুপ্রিম সেভিংস অ্যান্ড ক্রেডিট কো-অপারেটিভের অর্থ আÍসাৎ ও সংগঠিত অপরাধের অভিযোগ আনা হয়। বর্তমানে নাক্কু কারাগারে বন্দি রয়েছেন তিনি। প্রধানমন্ত্রী হওয়ার আলোচনায় কে এই বালেন্দ্র শাহ ১৯৯০ সালের ২৭ এপ্রিল কাঠমান্ডুতে জন্মগ্রহণ করেন বালেন্দ্র শাহ। বালেন নামেও বেশ পরিচিত

তিনি। বালেন্দ্র পেশায় একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, একই সঙ্গে র‌্যাপার, গীতিকার, কবি ও রাজনীতিকও। প্রকৌশলে পড়াশোনা শেষে স্থানীয় সরকারে যোগ দেন এবং দুর্নীতি ও অব্যবস্থাপনার বিরুদ্ধে কঠোর অবস্থান নেন। ২০২২ সালের স্থানীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে কাঠমান্ডুর মেয়র নির্বাচিত হন। মেয়র হওয়ার পর সিটি কাউন্সিলের সভা সরাসরি সম্প্রচার শুরু করেন তিনি। আরও বেশকিছু সাহসী পদক্ষেপ নিয়ে আলোচনায় আসেন বালেন্দ্র। ‘নেপো কিডস’র বিলাসী জীবনে ক্ষুব্ধ জেন-জি’রা জেন-জি’দের বিক্ষোভে টালমাটাল নেপাল। সামাজিক মাধ্যম বন্ধ করার সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়ে সোমবার রাস্তায় নেমে আসে বিক্ষুব্ধ ছাত্ররা। শুধু সামাজিক মাধ্যমের নিষেধাজ্ঞার বিষয়টিই নয়, রাজনৈতিক নেতাদের সন্তানদের (‘নেপো কিডস’) বিলাসী জীবন এবং সাধারণ যুবকদের জন্য সীমাহীন অসুবিধার মধ্যে

জন্মানো হতাশাও এবার সশব্দে ফুটে উঠেছে জেন-জি’দের মধ্যে। ‘নেপো কিডস’দের বিলাসবহুল জীবনের জবাবদিহি চায় তারা। দেশের সাধারণ যুবকরা যেখানে ন্যূনতম জীবিকা অর্জনের জন্য বিদেশে কাজ করতে যায়, সেখানে ‘নেপো কিডস’রা কিভাবে দামি গাড়িতে চড়ে বিলাসী জীবনযাপন করে, এমন প্রশ্নেই ক্ষোভে ফুঁসছে বিক্ষোভকারীরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনার ১৬ বছরের তিলে তিলে গড়ে উঠা শেয়ার বাজারের ২৫% এক বছরে ধ্বংস করেছে ইউনূস ঢাবি ভিসি’র নেতৃত্বের প্রশাসন ‘আনুষ্ঠানিকভাবে জামায়াতি’ বলে ঘোষণা ছাত্রদলের শিবিরবান্ধব শেহরীন মনামীকে ‘রাজাকার’ ট্যাগ: ফেসবুকে পিতার মুক্তিযুদ্ধ সার্টিফিকেট দিয়ে জানালেন, “আমিও মুক্তিযোদ্ধার সন্তান, কিন্তু…” বাংলাদেশ ‘মবতন্ত্র’, সহিংসতা শুধু মব নয় – রাজনৈতিক ও ধর্মীয় উদ্দেশ্যপ্রণোদিত কাতারে হামাস নেতৃত্বের উপর ইসরায়েলের ‘সুনির্দিষ্ট হামলা’: মধ্যপ্রাচ্যে আবার উত্তেজনা বৃদ্ধি এটর্নি জানারেলের আত্মতুষ্টি আর একটি লাশের জনপদের গল্প জুলাই অনেকের জন্য রঙিন হলেও, নিম্ন আয়ের মানুষের জন্য নিকষ কালো অন্ধকারে যাত্রা মন্ত্রীদের জন্য ৬০ পাজেরো কিনছে সরকার: বিশ্লেষক ও বিশেষজ্ঞদের চোখে ‘লুটপাটের উৎসব’ শেভরনের বকেয়া ও জরিমানার দাবি পূরণে ইউনুস সরকারের নতজানু নীতি: ৩৬৬ কোটি টাকা পরিশোধ সরকারের প্রশ্রয়ে উগ্রপন্থীরা মাজার ও খানকা টার্গেট করেছে: অভিযোগ সুফি নেতাদের ফেনীর পরশুরামে পুলিশ সদস্যকে পি/টি/য়ে/ছে ছাত্রদল নেতা ভিত্তিহীন অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে প্রাক্তন সচিবদের আটক: অন্তর্বর্তী সরকারের নতুন লক্ষ্য প্রশাসনিক কর্মকর্তারা? এক নজরে ডাকসুর ফলাফল ট্রিপল ৫০ মেগাপিক্সেল ক্যামেরার ভিভো ভি৬০ ঢাবির সব ক্লাস-পরীক্ষা বন্ধ বুধবার কাতারে হামলা চালিয়েছে ইসরায়েল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাঠমান্ডুগামী ফ্লাইট স্থগিত বিএফআইইউ প্রধান শাহীনুলের নিয়োগের চুক্তি বাতিল আগামী সরকারের মন্ত্রীদের জন্য গাড়ি কেনার প্রস্তাব বাতিল নেপালে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা