
ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর

বিয়ের আগেই শর্ত, বিচ্ছেদ হলে জর্জিনাকে মাসে কোটি টাকা দেবেন রোনালদো

স্বামীসহ শিল্পা শেঠির বিরুদ্ধে মামলা, যা বললেন আইনজীবী

রিয়া মনির তালাক-নোটিশ পেয়ে জানাজার দিনক্ষণ জানালেন হিরো আলম

রাজ-শুভশ্রী-রুক্মিণীর কাছে ক্ষমা চাইলেন দেব

সবসময় ভেবেছি শিল্পীসত্তা যেন বিক্রি না হয়ে যায়: ঋতাভরী

আমরা দীর্ঘদিন ধরে একসঙ্গে আছি, প্রেমের কথা স্বীকার করলেন জয়া

সন্তানকে নিয়ে কিয়ারার আবেগঘন বার্তা!
শচীনের ঘরে বিয়ের শানাই, ছেলে অর্জুনের আংটি বদল

গুঞ্জন যেভাবে রটেছিল কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের ঘরে আগে সারা টেন্ডুলকারের বিয়ের শানাই বাজার কথা। তবে শুভমন গিলের সঙ্গে সারার প্রেমের গুঞ্জনের সত্যতা মেলেনি। ওদিকে চুপিচুপি প্রেম করে আংটি বদল করে ফেলেছেন শচীনের ছেলে অর্জুন টেন্ডুলকার। দ্রুতই তাই শচীনের ঘরে বাজতে যাচ্ছে বিয়ের শানাই।
সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে এবং হ্যালো ম্যাজাগিন বাঁ-হাতি পেস অলরাউন্ডার অর্জুন টেন্ডুলকার ও ভেটেরিনারি চিকিৎসক সানিয়া চান্দোকের বাগদানের খবর দিয়েছে। সংবাদ মাধ্যম ডেকান হেরাল্ড অর্জুন ও সানিয়ার আংটি বদলের একটি ছবিও প্রকাশ করেছে। তবে তাদের দু’জনের পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বাগদান বা বিয়ের বিষয়ে কিছু এখনো জানায়নি।
শচীন টেন্ডুলকারের মতো অতি পরিচিত না হলেও বড় ঘরেই বিয়ে হচ্ছে
অর্জুন টেন্ডুলকারের। সানিয়া ভারতের বিশিষ্ট একজন ব্যবসায়ী রবি ঘাই-এর নাতনি বলে জানিয়েছে ভারতের সংবাদ মাধ্যম। তাদের হোটেল ও জনপ্রিয় আইসক্রিম কোম্পানি রয়েছে। শচীনের হবু পুত্রবধূও একজন উদ্যোক্তা। পশু চিকিৎসায় ডিগ্রী নেওয়ার পর সানিয়া চান্দোকের নিজের একটি পোষা প্রাণীর স্কিন কেয়ার ও স্পা সেন্টার রয়েছে। ভারতের সংবাদ মাধ্যমের মতে, অর্জুন ও সানিয়া দীর্ঘদিন প্রেম করছিলেন। দুই পরিবারও বিষয়টি জানতো। একেবারেই পারিবারিকভাবে তাদের বাগদান সম্পন্ন করা হয়েছে। বাগদান অনুষ্ঠানে দুই পরিবারের খুব কাছের সদস্য এবং অর্জুন ও সানিয়ার খুব কাছের বন্ধুরা উপস্থিত ছিলেন। এর আগে অর্জুনের আইপিএল ম্যাচ দেখতে একাধিকবার সানিয়া মাঠে গেছেন। সারা টেন্ডুলকারের সঙ্গে তার বিশেষ সখ্যতা ছিল। দু’জন ক্রিকেট মাঠ থেকে
একসঙ্গে অনেক ছবিও পোস্ট করেছেন সোস্যাল মাধ্যমে। এমনকি অর্জুন, সানিয়া ও সারা একফ্রেমে বন্দী হয়েছেন।
অর্জুন টেন্ডুলকারের। সানিয়া ভারতের বিশিষ্ট একজন ব্যবসায়ী রবি ঘাই-এর নাতনি বলে জানিয়েছে ভারতের সংবাদ মাধ্যম। তাদের হোটেল ও জনপ্রিয় আইসক্রিম কোম্পানি রয়েছে। শচীনের হবু পুত্রবধূও একজন উদ্যোক্তা। পশু চিকিৎসায় ডিগ্রী নেওয়ার পর সানিয়া চান্দোকের নিজের একটি পোষা প্রাণীর স্কিন কেয়ার ও স্পা সেন্টার রয়েছে। ভারতের সংবাদ মাধ্যমের মতে, অর্জুন ও সানিয়া দীর্ঘদিন প্রেম করছিলেন। দুই পরিবারও বিষয়টি জানতো। একেবারেই পারিবারিকভাবে তাদের বাগদান সম্পন্ন করা হয়েছে। বাগদান অনুষ্ঠানে দুই পরিবারের খুব কাছের সদস্য এবং অর্জুন ও সানিয়ার খুব কাছের বন্ধুরা উপস্থিত ছিলেন। এর আগে অর্জুনের আইপিএল ম্যাচ দেখতে একাধিকবার সানিয়া মাঠে গেছেন। সারা টেন্ডুলকারের সঙ্গে তার বিশেষ সখ্যতা ছিল। দু’জন ক্রিকেট মাঠ থেকে
একসঙ্গে অনেক ছবিও পোস্ট করেছেন সোস্যাল মাধ্যমে। এমনকি অর্জুন, সানিয়া ও সারা একফ্রেমে বন্দী হয়েছেন।