
ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর

স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের আমৃত্যু কারাদণ্ড

সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, মূল হোতাসহ গ্রেপ্তার ৩

খুলনায় বাবাকে খুন করে স্ত্রীসহ পলাতক ছেলে

৬ বছরের শিশু তায়েবাকে নির্মমভাবে হত্যা, গ্রেফতার ৩

স্বামীকে বিষ খাইয়ে হত্যা, স্ত্রী ও পরকীয়া প্রেমিক গ্রেফতার

ছাত্রীদের যৌন হয়রানি, জামায়াত নেতা বহিষ্কার

অস্ত্র মামলায় যুবকের ১০ বছরের কারাদণ্ড
বিয়ের প্রলোভনে তরুণীকে গণধর্ষণ, গ্রেফতার দুই

চাঁদপুরের ফরিদগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমিকের বাড়িতে নিয়ে তিন দিন আটকে রেখে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৯ আগস্ট) গ্রেফতারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ। উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের সাচিয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে ভুক্তভোগী বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।
অভিযুক্ত প্রেমিক মামুন পাটওয়ারীকে (৪৪) আটক করে থানায় নিয়ে আসেন স্থানীয়রা। পরে চাঁদপুর সদর উপজেলার ইচলী এলাকা থেকে মিরাজ পাটওয়ারী (২৪) নামে অভিযুক্ত অন্য একজনকে গ্রেফতার করা হয়।
মামলার এজাহারে ভুক্তভোগী জানান, এক বছর আগে ঢাকার শনির আখড়া এলাকায় ওই যুবতীর সঙ্গে অভিযুক্ত মামুন পাটওয়ারীর পরিচয় হয়। এর সূত্র
ধরে প্রেমের সর্ম্পক গড়ে উঠে। গত ৫ আগস্ট বিয়ের প্রলোভন দেখিয়ে ওই যুবতীকে মামুন পাটওয়ারী তার বাড়ি ফরিদগঞ্জে নিয়ে আসেন। সেখানে ভুক্তভোগীকে আটকে রেখে টানা তিনদিন ধর্ষণ করেন মামুন এবং তার অন্য দুই বন্ধু। বিষয়টি শুক্রবার (৮ আগস্ট) টের পেয়ে স্থানীয় লোকজন মামুন ও ওই যুবতীকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। পরে পুলিশ ভুক্তভোগীর অভিযোগের পর মিরাজ পাটওয়ারীকে গ্রেফতার করে। এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রাজীব চক্রবর্তী জানান, গণধর্ষণের অভিযোগের মামলা দায়েরের পর দুই অভিযুক্তকে গ্রেফতার দেখানো হয়েছে। শনিবার তাদের চাঁদপুর আদালতে পাঠানো হবে। অন্য অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।
ধরে প্রেমের সর্ম্পক গড়ে উঠে। গত ৫ আগস্ট বিয়ের প্রলোভন দেখিয়ে ওই যুবতীকে মামুন পাটওয়ারী তার বাড়ি ফরিদগঞ্জে নিয়ে আসেন। সেখানে ভুক্তভোগীকে আটকে রেখে টানা তিনদিন ধর্ষণ করেন মামুন এবং তার অন্য দুই বন্ধু। বিষয়টি শুক্রবার (৮ আগস্ট) টের পেয়ে স্থানীয় লোকজন মামুন ও ওই যুবতীকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। পরে পুলিশ ভুক্তভোগীর অভিযোগের পর মিরাজ পাটওয়ারীকে গ্রেফতার করে। এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রাজীব চক্রবর্তী জানান, গণধর্ষণের অভিযোগের মামলা দায়েরের পর দুই অভিযুক্তকে গ্রেফতার দেখানো হয়েছে। শনিবার তাদের চাঁদপুর আদালতে পাঠানো হবে। অন্য অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।