কুর্মিটোলা হাসপাতালে রক্ত দিতে গিয়ে মবের শিকার ছাত্রলীগ নেতা, টাকা দিয়ে মুক্ত – ইউ এস বাংলা নিউজ




কুর্মিটোলা হাসপাতালে রক্ত দিতে গিয়ে মবের শিকার ছাত্রলীগ নেতা, টাকা দিয়ে মুক্ত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ জুলাই, ২০২৫ | ৮:০৪ 88 ভিউ
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার পর আহতদের রক্ত দিতে গিয়ে হামলার শিকার হয়েছেন ছাত্রলীগের এক কর্মী। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সন্ধ্যায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে রক্ত দিতে যান সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের কর্মী মামুন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, এ সময় হাসপাতালের বাইরে থাকা ছাত্রদল, গুপ্ত সংগঠন শিবির ও এনসিপির কর্মীরা মিলে তাকে ঘিরে ফেলে এবং হামলা চালায়। মামুনকে প্রথমে ঘুষি ও লাথি মারতে থাকে একদল যুবক। পরবর্তীতে তিনি মাটিতে পড়ে গেলে তাকে লাঠি ও ধারালো বস্তু দিয়ে আঘাত করা হয়। খবর পেয়ে নিকটস্থ সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার

করে। এসময় তাকে পুলিশে দিতে চেয়েছিল মব সন্ত্রাসীরা। পরে এক পর্যায়ে বিকাশে ১৫ হাজার টাকা দিয়ে ছাড়া পান মব সন্ত্রাসীদের হাত থেকে। কুর্মিটোলা হাসপাতালের একজন চিকিৎসক জানান, “আহতের মাথায় ও শরীরের বিভিন্ন অংশে গভীর আঘাত রয়েছে। তাকে অবজারভেশনে রাখা হয়েছে।” সেনাবাহিনীর পক্ষ থেকে দুর্ঘটনার পর তারা মাইকিং করে রক্তদাতাদের আহ্বান জানায়। আহতদের দ্রুত চিকিৎসায় রক্ত সংকট তৈরি হওয়ায় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ হাসপাতালে ছুটে যান। এই ঘটনায় সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অনেকে প্রশ্ন তুলেছেন—বিপদের সময় একজন মানুষ যদি স্বেচ্ছায় রক্ত দিতে আসেন, তার রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে কীভাবে তার ওপর হামলা চালানো হয়? এছাড়াও, আরও একাধিক ফেসবুক পোস্টে দেখা যাচ্ছে, অন্তত ৪ জন ছাত্রলীগ নেতাকর্মী

মবের শিকার হয়েছেন রক্ত দিতে গিয়ে। এ বিষয়ে এখনো পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি। তবে কুর্মিটোলা থানার একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “ঘটনার বিষয়ে তথ্য যাচাই করা হচ্ছে। কারা জড়িত তা শনাক্তে সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ চলছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কোরআন তিলাওয়াতকারীর বিশেষ ১০ মর্যাদা শিগগিরই ৪ হাজার এএসআই নিয়োগ আন্দোলনরত শিক্ষকদের নতুন কর্মসূচি ঘোষণা বিশ্ববাজারে আবারও স্বর্ণ ও রুপার দামে রেকর্ড, দেশে ভরি কত? বিধিনিষেধ প্রত্যাহার চায় গ্রামীণফোন, বিটিআরসিকে চিঠি অর্থনীতিতে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা ‘রুশ সামরিক লক্ষ্যবস্তুতে টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে ইউক্রেন’ জনসাধারণের জন্য উন্মুক্ত হলো রোমান কলোসিয়ামের ঐতিহাসিক ‘কমোডাস প্যাসেজ’ শিক্ষা ভবনের সামনে সাত কলেজের শিক্ষার্থীদের অবস্থান, যান চলাচল বন্ধ এইচএসসির ফল প্রকাশ ১৬ অক্টোবর ট্রাম্পের সঙ্গে আমিও এই শান্তি রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ: নেতানিয়াহু বিশ্ববাজারে আবারও স্বর্ণ ও রুপার দামে রেকর্ড, দেশে ভরি কত? শুধু ঘুম পায়? মধ্যরাতে ঢাবি-ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ট্রাম্প না পেলেও শান্তির নোবেল ‘আমেরিকার স্বার্থে’ আরেকটি ‘নাকবা’: গাজা পুনর্গঠনে লেগে যাবে প্রজন্মের পর প্রজন্ম পাকিস্তান-আফগানিস্তানের সংঘাত ‘আপাতত’ স্থগিত মোগল সম্রাট আকবরের রাজত্বকালের সূচনা সম্পর্ক টিকিয়ে রাখার ৩ কৌশল মসজিদে ঢুকেই তাহিয়্যাতুল-মাসজিদ নামাজ আদায়ের গুরুত্ব