শাস্তির খড়গে এনবিআরের ৩৪৬ কর্মকর্তা-কর্মচারী – ইউ এস বাংলা নিউজ




শাস্তির খড়গে এনবিআরের ৩৪৬ কর্মকর্তা-কর্মচারী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ জুলাই, ২০২৫ | ৬:০০ 62 ভিউ
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে সরকারি চাকরির শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ অব্যাহত রেখেছে সরকার। ইতোমধ্যে চারজনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে এবং ২৩ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সেইসঙ্গে অন্তত ৩৪৬ জনের নামের একটি তালিকা প্রস্তুত করা হয়েছে। যাচাই-বাছাই শেষে এদের অনেকের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা। জানা গেছে, আন্দোলনে অংশগ্রহণ, অফিস বন্ধ রাখা, কর্মসূচিতে সক্রিয় থাকা-এসব অভিযোগে কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতোমধ্যে খসড়া তালিকায় থাকা ৩৪৬ জনের মধ্যে যাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় কাজে ব্যাঘাত সৃষ্টির প্রমাণ পাওয়া যাবে, তাদের বিরুদ্ধেই চূড়ান্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, তালিকা দীর্ঘ হলেও এটি চূড়ান্ত

নয়। সবাইকে শাস্তি দেওয়া হবে এমন নয়। এনবিআরের এক কর্মকর্তা বলেন, সংখ্যা নিয়ে নানা গুঞ্জন চলছে। চূড়ান্ত পদক্ষেপের পরেই সঠিক চিত্র বোঝা যাবে। এদিকে এই বিষয়ে এনবিআরের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে। অনেকেই দাবি করেছেন, আগেই ক্ষমা চাওয়ার পরও একের পর এক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে, যা হতাশাজনক। সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতে, ব্যাপকহারে শাস্তি দিলে এনবিআরের কর্মপরিবেশে অসন্তোষ বাড়বে এবং রাজস্ব আহরণে নেতিবাচক প্রভাব পড়বে। উল্লেখ্য, গত ১২ মে সরকার এনবিআর পুনর্গঠনের অংশ হিসেবে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি বিভাগ গঠনের অধ্যাদেশ জারি করে। এ সিদ্ধান্ত বাতিলের দাবিতে এনবিআরের কর্মকর্তারা আন্দোলনে নামেন। সরকারের পক্ষ থেকে সংশোধনের আশ্বাসের পর কিছুটা বিরতি

এলেও চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে আন্দোলন চলতে থাকে। পরবর্তীতে ২২ জুন কিছু কর্মকর্তাকে বদলি করে এনবিআর। বদলি আদেশ প্রত্যাখ্যান করে আন্দোলনকারীরা ২৪ জুন এক সংবাদ সম্মেলনে আদেশের কপি ছিঁড়ে ফেলেন। পরে ২৯ জুন ব্যবসায়ীদের মধ্যস্থতায় সরকার আশ্বাস দেয়, কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না—এরপর আন্দোলন স্থগিত হয়। তবে এরপরও এনবিআরের তিন সদস্য ও এক কমিশনারকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। চট্টগ্রাম কাস্টমসের কমিশনারসহ আরও ২১ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একজন কর্মচারীকে এনবিআর চেয়ারম্যানকে নিয়ে কটূক্তি করার অভিযোগে বরখাস্ত করা হয়। দুর্নীতি দমন কমিশন (দুদক) ১৬ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। আরও অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। এ বিষয়ে জানতে চাইলে এনবিআর চেয়ারম্যান আবদুর

রহমান খান বলেন, 'এগুলো সরকারের নীতিনির্ধারণী সিদ্ধান্ত। এ বিষয়ে তাদের সঙ্গে কথা বলাই উত্তম।'

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যেসব কারণে স্মার্টফোনের ব্যাটারি ফুলে যেতে পারে শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তা দায়িত্বে ফিরছে এপিবিএন এক সচিবকে দুদকের মামলা থেকে বাঁচাতে দেড়শ কোটি টাকার চুক্তি শনিবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় বাগরাম বিমানঘাঁটি নিয়ে আবারও আফগানিস্তান দখলের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের? ভারতের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো উগ্রপন্থি মতাদর্শে প্রভাবিত: পাকিস্তান সেনাবাহিনী কিছু টিভি নেটওয়ার্কের লাইসেন্স বাতিল করা উচিত: ট্রাম্প সামরিক ড্রোন তৈরিতে এআই প্রযুক্তিতে নজর কিম জং উনের জাতিগত নিধনের সব অস্ত্রই ব্যবহার করছে ইসরাইল: ইয়েমেনি নেতা যুক্তরাষ্ট্র ‘পুতুল সরকার’ বসানোর চেষ্টা করছে, অভিযোগ মাদুরোর বাবা হারালেন ‘ইত্যাদি’র জনপ্রিয় অভিনেতা নিপু আবারও ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ হলেন মিথিলা এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচ কবে কখন? এক নজরে দেখে নিন সূচি ওষুধের দোকানে মদ বিক্রি, বাবা-ছেলেসহ আটক ৩ তিন মাসে বিদেশি ঋণ বাড়ল সাত বিলিয়ন ডলার মুমিনের জীবনে ভুল থেকে শিক্ষা অনাবাসিক শিক্ষার্থীরাই নির্ধারণ করবে চাকসুর ফল জাহেলি যুগে আরবের দীর্ঘতম যুদ্ধ সারে গ্যাসের দাম বাড়াবে পেট্রোবাংলা ৭০০ বছরের ইতিহাসের সাক্ষী পোদ্দার বাড়ি