
ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর

মুসলিম দেশগুলোকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক না রাখার আহ্বান ইরানের

নেপালের নতুন প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুরু

আমেরিকার সঙ্গে জোট কখনো এত শক্তিশালী ছিল না : নেতানিয়াহু

ইসরায়েলি অবরোধ ভাঙতে গাজা অভিমুখে রওনা দিয়েছে তিউনিসিয়ার প্রথম জাহাজ

নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ৬ মাসের মধ্যে ক্ষমতা হস্তান্তর করবেন

গাজায় ইসরায়েলের জাতিগত নিধন অভিযানে যুক্তরাষ্ট্র জড়িত

ইসরাইলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে কাতারের প্রধানমন্ত্রীর আহ্বান
স্যাটেলাইটের চোখে ইরানের পরমাণু কেন্দ্রে ‘রহস্যজনক’ তৎপরতা

ইরানের ফোরদো পারমাণবিক স্থাপনায় মার্কিন যুক্তরাষ্ট্রের বি-২ স্টিলথ বিমান হামলার আগে ‘রহস্যজনক’ কর্মকাণ্ডের চিত্র ধরা পড়েছে স্যাটেলাইটে। যুক্তরাষ্ট্রভিত্তিক উপগ্রহ চিত্র সরবরাহকারী সংস্থা ম্যাক্সার গত ১৯ ও ২০ জুন উচ্চমানের স্যাটেলাইট ছবি তুলেছে। তাতে দেখা গেছে, ভূগর্ভস্থ ফুয়েল এনরিচমেন্ট (জ্বালানি সমৃদ্ধকরণ) কেন্দ্রটির টানেলের প্রবেশপথ ঘিরে ছিল ব্যতিক্রমী ট্রাফিক এবং ভারী যান চলাচল।
ছবিতে দেখা যায়, ১৬টি মালবাহী ট্রাক সারিবদ্ধভাবে অবস্থান করছে ফোরদোর অ্যাক্সেস রোড বা প্রবেশপথ বরাবর, যা সরাসরি টানেলের প্রবেশপথের দিকে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই এই ট্রাকগুলোর বেশিরভাগই সরিয়ে নেওয়া হয় প্রায় ১ কিলোমিটার উত্তর-পশ্চিমে, মূল প্রবেশপথ থেকে কিছুটা দূরে।
এছাড়া চিত্রে আরও দেখা গেছে, টানেলের মুখে অন্তত একটি ট্রাক, কয়েকটি বুলডোজার এবং
অতিরিক্ত যানবাহনের উপস্থিতি। এই যন্ত্রপাতি এবং গাড়িগুলোর উপস্থিতি ইঙ্গিত দেয় যে ফোরদোতে কোনো রকম সরবরাহ অপসারণ, প্রতিরক্ষা জোরদারকরণ, অথবা সম্ভাব্য স্থানান্তর প্রক্রিয়া চলছিল। বিশ্লেষকদের মতে, মার্কিন বি-২ স্টিলথ বোমারু বিমান হামলার মাত্র ক’দিন আগেই এসব তৎপরতা ধরা পড়ে, যা ইঙ্গিত করে—তেহরান হয়তো হামলার পূর্বাভাস পেয়েছিল বা উপগ্রহ নজরদারির ভিত্তিতে সম্ভাব্য রিস্ক ম্যানেজমেন্ট চালাচ্ছিল। প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র দাবি করেছে, ফোরদোসহ ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় চালানো হামলায় তাদের ‘পারমাণবিক সক্ষমতা ধ্বংস’ হয়েছে। যদিও তেহরান দাবি করেছে, স্থাপনাগুলো আগেই খালি করা হয়েছিল। এই স্যাটেলাইট চিত্র ইঙ্গিত দিচ্ছে, তেহরানের পক্ষ থেকে স্থানান্তর বা প্রস্তুতির একটি সচেতন প্রচেষ্টা চালানো হয়েছিল—যা বড় ধরনের ক্ষতি এড়াতে সহায়ক হতে পারে। খবর আল
জাজিরা।
অতিরিক্ত যানবাহনের উপস্থিতি। এই যন্ত্রপাতি এবং গাড়িগুলোর উপস্থিতি ইঙ্গিত দেয় যে ফোরদোতে কোনো রকম সরবরাহ অপসারণ, প্রতিরক্ষা জোরদারকরণ, অথবা সম্ভাব্য স্থানান্তর প্রক্রিয়া চলছিল। বিশ্লেষকদের মতে, মার্কিন বি-২ স্টিলথ বোমারু বিমান হামলার মাত্র ক’দিন আগেই এসব তৎপরতা ধরা পড়ে, যা ইঙ্গিত করে—তেহরান হয়তো হামলার পূর্বাভাস পেয়েছিল বা উপগ্রহ নজরদারির ভিত্তিতে সম্ভাব্য রিস্ক ম্যানেজমেন্ট চালাচ্ছিল। প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র দাবি করেছে, ফোরদোসহ ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় চালানো হামলায় তাদের ‘পারমাণবিক সক্ষমতা ধ্বংস’ হয়েছে। যদিও তেহরান দাবি করেছে, স্থাপনাগুলো আগেই খালি করা হয়েছিল। এই স্যাটেলাইট চিত্র ইঙ্গিত দিচ্ছে, তেহরানের পক্ষ থেকে স্থানান্তর বা প্রস্তুতির একটি সচেতন প্রচেষ্টা চালানো হয়েছিল—যা বড় ধরনের ক্ষতি এড়াতে সহায়ক হতে পারে। খবর আল
জাজিরা।