এবারও কথা রাখতে ভোলেনি নাপোলি – ইউ এস বাংলা নিউজ




এবারও কথা রাখতে ভোলেনি নাপোলি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ মে, ২০২৫ | ১০:৩১ 59 ভিউ
৩৩ বছরের অপেক্ষা ঘুচেছিল দুই মৌসুম আগে। এবারের ব্যবধান আঙুলের কড়ে গুণে দুই মৌসুম। নেপলস শহর যে আরেকবার নীল রঙে ছেয়ে যাচ্ছে, তা আঁচ করা গেছিল। বুক চিতিয়ে লড়েছে অ্যান্তনিও কন্তের শিষ্যরা, ভুল করেনি নাপোলিও। ইন্টার মিলানকে ১ পয়েন্ট পেছনে ফেলেই সেরেছে শিরোপা উৎসব। ইতালিয়ান লিগের শেষ ম্যাচে জিততেই হতো নাপোলিকে। সমীকরণ এমন ছিল—হার কিংবা ড্র যা হোক, শিরোপার নিশ্বাস দূরত্বে আফসোস নিয়ে থামতে হবে নেপলসবাসীর। ‘জয়’ সব কিছুর একমাত্র সমাধান। ক্যাগলিয়ারির বিপক্ষে জিওভান্নি ডি লরেঞ্জোরা ভুল করেনি। ২-০ গোলে হারিয়েই সেরেছে অঙ্ক। শেষ তিন মৌসুমে নাপোলির এটি দ্বিতীয় শিরোপা। সবমিলিয়ে চারটি। ৮১ পয়েন্ট নিয়ে ইন্টারকে দুইয়ে থেকে থামতে হয়েছে। চ্যাম্পিয়ন নাপোলির

পয়েন্ট ৮২। ওই এক পয়েন্টই সমাধান করে দিয়েছে—নাপোলি হচ্ছে ইতালির সবচেয়ে সেরা ক্লাব। ইন্টার মিলান তাদের হাতে থাকা সবটা করে রেখেছিল। কোমোকে কোনো প্রকার সুযোগ না দিয়েই হারিয়েছে ২-০ ব্যবধানে। কিন্তু এই ভাগ্য পুরোটাই নাপোলির হাতে। মৌসুম শুরু থেকে রাজ করা দলটি মাঝে থমকে পড়েছিল। এরপর দারুণ গতিতে ঘুরে দাড়ায়। শেষদিকে দুই ড্র আফসোস বাড়িয়েছিল, কিন্তু শিরোপায় বাগড়া হয়নি। হতে পারত যদি না চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলতে যাওয়া ইন্টার গড়বড় করে বসত। লিগের শেষ ম্যাচের আগেরটিতে পয়েন্ট না খোয়াত, তবে ফল ভিন্ন হতে পারত। সেটি হয়নি। নাপোলি ও ইন্টার—দুদলরেই প্রয়োজন ছিল জয়ের। ব্যবধান ছিল এক পয়েন্টের। দুটি দলই জিতেছে। ওই এক পয়েন্টই

সমাধান করে দিয়েছে—নাপোলি হচ্ছে ইতালির সবচেয়ে সেরা ক্লাব। ৮১ পয়েন্ট নিয়ে ইন্টারকে দুইয়ে থেকে থামতে হয়েছে। চ্যাম্পিয়ন নাপোলির পয়েন্ট ৮২। দুই মৌসুম আগে নাপোলিকে নিয়ে বিশাল উদযাপন হয়েছিল। উপকূলের শহরটি মেতে ছিল বড় আনন্দে। পোস্টারে পোস্টারে ছেয়ে গিয়েছিল শহর। এবারও তেমন। এদিন ৪২ মিনিটে স্কট ম্যাকটোমিনি আর ৫১ মিনিটে রোমেলু লুকাকুর গোলে জয় নিশ্চিত করে নাপোলি। শিরোপা উদযাপন শেষে নাপোলি অধিনায়ক জিওভান্নি শুনিয়েছেন তাদের উচ্ছ্বাস, ‘সবার সহযোগীতা আছে, কিন্তু কোচ এখানের সব। নাপোলির শীর্ষে যেতে তাকে খুব প্রয়োজন ছিল। সে অসাধারণ।’ নাপোলিকে সেরা বানানো কন্তেকে নিয়ে আলাদা আলোচনা। একটি রেকর্ডও গড়ে ফেলেছেন নেপলসের কোচ। তিনিই একমাত্র কোচ যিনি তিনটি ভিন্ন ক্লাবের হয়ে

সিরি’আ শিরোপা জিতেছেন। আগের দুটির একটি ইন্টার মিলানের হয়ে, অন্যটি জুভেন্টাসের। এবার নাপোলির ইতিহাসে কন্তে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চট্টগ্রামে ২টিসহ নাসা গ্রুপের ১৮টি কারখানা স্থায়ীভাবে বন্ধ, কর্মহীন হাজার হাজার শ্রমিক শেখ হাসিনার সরকারের মজুদকৃত চালের বস্তা থেকে তাঁরই নাম মুছে চলছে বিতরণ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ: বিরোধিতা করেও শেখ হাসিনার নির্দেশিত পথে ইউনূস সরকার আরাকান আর্মির ওপর হামলায় বাংলাদেশের সম্পৃক্ততার অভিযোগ আরকান সেনাপ্রধানের সংস্কৃতির মুখোমুখি দাঁড়িয়ে সাবেক ফরাসি প্রেসিডেন্ট সারকোজি লিবিয়া কেলেঙ্কারিতে পাঁচ বছরের কারাদণ্ডে দণ্ডিত আওয়ামী লীগ সরকারের চালু করা অনলাইন জিডির কৃতিত্বটাও চুরি অন্তর্বর্তী সরকারের! আওয়ামী লীগের দোসররা আড্ডা দেয় অভিযোগে উত্তরায় পাঠাগার গুঁড়িয়ে দিল বৈছা নেতারা কেন যুক্তরাষ্ট্র যেতে বাধা দেওয়া হলো সোহেল তাজকে? ‘তাদেরকে জিজ্ঞেস করুন’ বোনের জবাব যুবলীগের নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন, সন্ত্রাস: নিঃশর্ত মুক্তি ও গণতন্ত্র রক্ষার দাবি উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনের প্রত্যাশা পূজা পরিষদের অক্সিজেন ছাড়াই শীর্ষ পর্বত মানাসলুর চূড়ায় দুই বাংলাদেশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ২১৯ ২০২৬ বিশ্বকাপ নিয়ে ট্রাম্পের নতুন হুমকি ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তানের একাধিক এলাকা ব্যাংক কর্মীদের উৎসাহ বোনাস নিয়ে নতুন নির্দেশনা ইসরায়েলকে নিষিদ্ধ করার পথে হাঁটছে উয়েফা সাত বছর ধরে যে শহরে ছিল গাড়ি ধোয়ায় নিষেধাজ্ঞা ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হবে না, জানাল সৌদি আরব সৌরবিদ্যুতে ভর্তুকি কমলেও লাভ হবে গ্রাহকের