বৈদেশিক ঋণ বেড়ে ১০৩ বিলিয়ন ডলার, বাড়ছে ঝুঁকিও – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ মে, ২০২৫
     ৫:৪৩ পূর্বাহ্ণ

বৈদেশিক ঋণ বেড়ে ১০৩ বিলিয়ন ডলার, বাড়ছে ঝুঁকিও

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ মে, ২০২৫ | ৫:৪৩ 99 ভিউ
২০২৪ সালের ডিসেম্বর শেষে দেশের বৈদেশিক ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১০৩ বিলিয়ন ডলার। ২০১৬-১৭ অর্থবছরে এই পরিমাণ ছিল মাত্র ৫১ বিলিয়ন ডলার। অর্থাৎ গত সাত বছরে বৈদেশিক ঋণ বেড়েছে দ্বিগুণেরও বেশি, যা অর্থনীতির ওপর বাড়তি চাপের শঙ্কা তৈরি করছে। সরকারি খাতে ঋণ ৮৪ বিলিয়ন ডলার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এবং কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, বর্তমান বৈদেশিক ঋণের মধ্যে সরকারি খাত নিয়েছে ৮৪ বিলিয়ন ডলার, যা মোট ঋণের প্রায় ৮১.৫ শতাংশ। বাকি ১৯ বিলিয়ন ডলার গ্রহণ করেছে বেসরকারি খাত। এই সময়ে সরকারি খাতের ঋণ বেড়েছে ৬ দশমিক ৩ শতাংশ হারে এবং বেসরকারি খাতে বেড়েছে ৫ দশমিক ৩ শতাংশ হারে। সুদ পরিশোধের চাপ বাড়ছে বিশ্লেষকদের মতে, বর্তমান ঋণ

প্রবণতা অব্যাহত থাকলে অর্থনীতি আগামী দিনে চাপে পড়তে পারে। কারণ, ২০২৭ সালের মধ্যে বৈদেশিক ঋণের সুদ পরিশোধের পরিমাণ ৬৫ শতাংশ পর্যন্ত বাড়বে বলে পূর্বাভাস রয়েছে। এলডিসি উত্তরণে বাড়বে ঋণের খরচ বিশেষজ্ঞরা আরও সতর্ক করছেন যে, বাংলাদেশ স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের পথে রয়েছে। উত্তরণের পর আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের কাছ থেকে পাওয়া স্বল্পসুদের ঋণ সুবিধা হ্রাস পাবে। এর ফলে ভবিষ্যতে বৈদেশিক ঋণ নেওয়া আরও ব্যয়বহুল হয়ে উঠবে। অর্থনীতিবিদরা বলছেন, অবকাঠামো উন্নয়ন ও বড় প্রকল্প বাস্তবায়নের জন্য বৈদেশিক ঋণ একটি গুরুত্বপূর্ণ উৎস হলেও এর ওপর অতিরিক্ত নির্ভরতা বিপদ ডেকে আনতে পারে। ঋণের অর্থ সঠিক খাতে ব্যয় এবং রিটার্ন নিশ্চিত না হলে এই ঋণ ভবিষ্যতে বোঝায়

পরিণত হতে পারে। তাদের মতে, এখনই সময় সুস্পষ্ট ঋণ ব্যবস্থাপনা কৌশল প্রণয়ন, উচ্চ সুদের ঋণ পরিহার এবং অভ্যন্তরীণ রাজস্ব আয় বাড়ানোর মাধ্যমে বৈদেশিক নির্ভরতা কমানোর। বিশেষত এলডিসি উত্তরণের পর আন্তর্জাতিক ঋণপ্রদানকারীদের কাছ থেকে আগের মতো সহজ শর্তে ঋণ পাওয়া যাবে না, তাই দায়িত্বশীল ঋণ গ্রহণ এবং সময়মতো পরিশোধ নিশ্চিত করা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ক্ষমতা ছাড়ার আগে ব্যাপক লুটপাট, ৬ মাসে সরকারের ঋণ ৬০ হাজার কোটি ইউনূস-আমেরিকার পরিকল্পনায় ক্ষমতার দ্বারপ্রান্তে জামায়াত যখন বাংলাদেশের আদালত নিজেই হয়ে ওঠে পুরুষতন্ত্রের নির্লজ্জ হাতিয়ার ইউনূসকে সমর্থন দেওয়া জাতিসংঘই বলছে, দেশে বাকস্বাধীনতা নেই বিএনপির সমালোচনায় ফুটে উঠছে ইউনুসের সাথে অন্তর্দ্বন্দ্বের চিত্র কীর্তনে হামলা, প্যান্ডেল ভাঙচুর—এই কি ইউনুস–জামাতের ‘নিরাপদ বাংলাদেশ’? শিক্ষা-স্বাস্থ্য-কৃষি-বিদ্যুৎ খাত ও মেগা প্রকল্পে বরাদ্দ কমিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার বই উৎসব থেকে বই সংকট : ইউনুসের অযোগ্যতার মাশুল দিচ্ছে কোটি শিক্ষার্থী ভোটার দর্শক, রাজনীতি নিয়ন্ত্রিত নির্বাচন নয়, ক্ষমতা ভাগাভাগির নগ্ন নাটক চলছে শিক্ষার ছদ্মবেশে প্রভাব বিস্তারের নতুন অধ্যায়, ঢাকায় পাকিস্তানের আগ্রাসী একাডেমিক তৎপরতা বাংলাদেশের ২০২৬ নির্বাচন: আন্তর্জাতিক উদ্বেগ, গণতন্ত্রের পরীক্ষা নির্বাচনে কালো টাকার দৌরাত্ম্য ঠেকাতে মাঠে নামছে দুদক মিয়ানমার রোহিঙ্গাদের জীবনে নরক সৃষ্টি করেছে: গাম্বিয়া এবারও কলকাতার বইমেলায় থাকছে না বাংলাদেশ উত্তর-পশ্চিমের আট জেলায় শৈত্যপ্রবাহ দুর্ভোগে মানুষ চট্টগ্রাম বন্দরে পণ্য খালাসে অচলাবস্থা বিক্ষোভ ‘নিয়ন্ত্রণের’ দাবি ইরানের, যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপেও রাজি রাজধানীতে আজ কোথায় কী মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ ১৩ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি