আমিরাতের কাছে হেরেই বসল বাংলাদেশ – ইউ এস বাংলা নিউজ




আমিরাতের কাছে হেরেই বসল বাংলাদেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ মে, ২০২৫ | ৬:৩৭ 59 ভিউ
আগের ম্যাচেই এমন পরিস্থিতিতে পড়ে গিয়েছিল বাংলাদেশ। প্রথম টি-টোয়েন্টিতে শেষ রক্ষাটা হলেও দ্বিতীয় ম্যাচে তা হলো না। সংযুক্ত আরব আমিরাতের কাছে হেরেই বসল লিটন দাসের দল। বাংলাদেশের দেওয়া ২০৬ রানের বিশাল লক্ষ্য নানা চড়াই উতরাইয়ের পর আমিরাত টপকে গেছে ১ বল আর ২ উইকেট হাতে রেখে। টসে হেরে বাংলাদেশ ব্যাট করতে নামে। তবে শুরু থেকেই সফরকারীরা ছিল আক্রমণাত্মক। তানজিদ হাসানের ৩৩ বলে ৫৯, লিটনের ৩২ বলে ৪০, হৃদয়ের ২৪ বলে ৪৫ রান ও শেষ দিকে জাকের আলীর ৬ বলে ১৮ রানে ভর করে ২০ ওভারে বাংলাদেশ ৫ উইকেট খুইয়ে করে ২০৫। এটি টি-টোয়েন্টিতে ২৪ ম্যাচ পর দলীয় দুই শ ছাড়ানো

ইনিংস ছিল বাংলাদেশের। আমিরাতের জাওয়াদউল্লাহ ৪৫ রানে নেন ৩ উইকেট, অভিষিক্ত সগীর পান ২ উইকেট। জবাবে শুরু থেকেই দাপট দেখায় আমিরাত। ওয়াসিম ও জুহাইবের উদ্বোধনী জুটিতে আসে ১০৭ রান। ওয়াসিম করেন ৫২ বলে ৮২ রান। মাঝে কয়েকটি গুরুত্বপূর্ণ ক্যাচ মিস করে বাংলাদেশ। তবে এ জুটি ভাঙতেই বিপাকে পড়ে স্বাগতিকরা। নিয়মিত বিরতিতে উইকেট খুইয়ে খাদের কিনারেও চলে যায়। এক পর্যায়ে ১১ বলে প্রয়োজন ছিল ২৯ রান। সেখান থেকে ম্যাচে ফেরে আমিরাত। শেষ ওভারে প্রয়োজন ছিল ১২ রান, যেখানে তানজিমের একটি ওয়াইড ও একটি নো বল ম্যাচ ঘুরিয়ে দেয়। শেষ পর্যন্ত হায়দার আলীর ২ রানে ম্যাচ জিতে নেয় আমিরাত। ম্যাচে বাংলাদেশের বোলিং ছিল অনিয়ন্ত্রিত—ডট বলের

অভাব, ক্যাচ মিস, ও গুরুত্বপূর্ণ সময়ে অতিরিক্ত রান দিয়েই হারকে ডেকে আনে তারা। শরীফুল পান ২ উইকেট, রিশাদ ও তানভীর একটি করে। এই হারের ফলে সিরিজে সমতা ফেরে। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে আগামীকাল, একই ভেন্যু শারজাহতে। দ্বিতীয় ম্যাচে এই হারের পর এখন প্রথমবারের মতো এই ফরম্যাটে আমিরাতের কাছে সিরিজ হারের শঙ্কাও মাথাচাড়া দিয়ে উঠেছে বাংলাদেশ শিবিরে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নির্ধারিত দামের চেয়ে পাঁচ টাকা বেশিতে বিক্রি হচ্ছে পাম অয়েল ডাকসু: ২২ ভোটারে একজন প্রার্থী বিএফআইইউ প্রধানের বিষয়ে তদন্তে কেন্দ্রীয় ব্যাংক এক টেবিলে বসবেন পুতিন-জেলেনস্কি, এরপর ত্রিপক্ষীয় বৈঠক: ট্রাম্প ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকের মাঝেই পুতিনকে ফোন করলেন ট্রাম্প ছয়টি যুদ্ধ থামিয়েছি, কিন্তু এটা সবচেয়ে কঠিন: ট্রাম্প ট্রাম্পের সঙ্গে বৈঠক, ইউরোপীয় নেতারা কে কী বললেন আমাদের যুদ্ধ বন্ধ করা প্রয়োজন: জেলেনস্কি জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে ট্রাম্পের বৈঠক যুদ্ধ বন্ধে অস্ত্রবিরতি নয়, প্রয়োজন ত্রিপক্ষীয় বৈঠক: ট্রাম্প ‘মব’ সৃষ্টি করে ফজিলাতুন্নেছা হলে মনোনয়নপত্র সংগ্রহে বাধার অভিযোগ বন্ধুর হাতেই খুন হয় রেদোয়ান: র‌্যাব অঙ্কুশ নয়, বিক্রমের সঙ্গেই ঐন্দ্রিলাকে দেখতে চান সবাই লন্ডনের রাস্তায় পথচারীর সঙ্গে গল্প করলেন বিরাট-আনুশকা মাইটিভির চেয়ারম্যান নাসির ৫ দিনের রিমান্ডে জেলেনস্কিকে ন্যাটোতে যোগ দেওয়ার আশা ছাড়তে হবে: ট্রাম্প এনবিআরের আরও ৪ কর্মকর্তা বরখাস্ত পুতিন ও জেলেনস্কিকে নিয়ে ত্রিপক্ষীয় বৈঠকের উদ্যোগ ট্রাম্পের নির্বাচনের তারিখ জানাল মিয়ানমারের সামরিক সরকার মোদির তিন মন্ত্র কি ট্রাম্পের শুল্কঝড় সামলাতে পারবে?