
ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর

এবার ঈদে দুই পর্দাতেই দেখা যাবে তাদের সিনেমা

গুঞ্জন উড়িয়ে লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায় ফিরলেন মৌসুমী

বড্ড তাড়াতাড়ি চলে গেলে: সালমান

কাছ থেকে মৃত্যুকে দেখেছি: মুকুল

বিয়ে ছাড়াই ১৩ বছর, আরও ১৩ কেটে যাবে: ঐন্দ্রিলা

ক্রাশ খেতে গিয়ে নিজেই ক্রাশড… কাকে লিখলেন স্বস্তিকা?

সুদসহ অক্ষয়ের টাকা ফেরত দিলেন পরেশ রাওয়াল
আছিয়ার মৃত্যুর পর তারকাদের প্রতিক্রিয়া

মাগুরায় ধর্ষণের শিকার আট বছরের শিশু আছিয়ার মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমেছে শোবিজ অঙ্গনেও। দেশের শোবিজের একাধিক তারকা তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে এই নৃশংস ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আছিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক ফেসবুকে লিখেছেন, ‘আগামী তিনদিনের মধ্যে আছিয়ার ধর্ষককে প্রকাশ্য দিবালোকে জনসম্মুখে ফাঁসি দেওয়া হোক। ধর্ষণের বিচারে দৃষ্টান্ত তৈরি করুক বাংলাদেশ।’ অন্যদিকে অভিনেত্রী তমা মির্জা সোশ্যাল মিডিয়াতে লিখেছেন, ‘আল্লাহ! শোনেন পশু ধরে রেখে দেন, না মেরে ফেলে? আবর্জনা পরিষ্কার করে ফেলতে হয়, দুর্গন্ধ ছড়াতে হয় না। ধর্ষক কেন বেঁচে থাকবে? সাধারণ জনগণের কাছে দিয়ে দিন, কিন্তু বাঁচিয়ে রাখবেন না।’
অভিনেত্রী শিরিন শিলা লিখেছেন, ‘আছিয়াকে যারা বাঁচতে
দিল না, তারা কেনো বেঁচে আছে?’ এদিকে শাহনাজ খুশি লিখেছেন, ‘এ শহরে আর কোনো কন্যার জন্ম না হোক। মাতৃহীন, ভগ্নিহীন, কন্যাহীন মরুভূমি হোক এদেশ। কুলাংগারের আবাদ হোক।’ চিত্রনায়িকা রাজ রিপা তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শক্তভাবে শোক প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, ‘চুরি-ছিনতাই, খুন-খারাপি ও ধর্ষণের বাংলাদেশ, আছিয়া আর নেই। হয়তো ধর্ষণের পরবর্তী শিকার আমি বা আপনি। কোথায়? এখন কোথায় আপনারা? দেশের জনগণের নিরাপত্তা নিতে পারেন না, কিন্তু আন্দোলন করতে পারেন।’ আছিয়ার নির্মম মৃত্যুর ঘটনায় সারা দেশে ক্ষোভের সৃষ্টি হয়েছে। শহর থেকে গ্রাম, প্রতিটি জায়গায় বিচার ও ন্যায়বিচারের দাবিতে প্রতিবাদ চলছে। মানবাধিকার কর্মী, সাধারণ মানুষ ও বিভিন্ন সংগঠন একত্রিত হয়ে অপরাধীর দ্রুত গ্রেপ্তার
ও কঠোর শাস্তি দাবি করছেন। আছিয়ার মৃত্যুর পর তারকাদের প্রতিক্রিয়া ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) বৃহস্পতিবার দুপুর ১টায় সিএমএইচয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে আছিয়া। ‘বাংলাদেশ আর্মি’ ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
দিল না, তারা কেনো বেঁচে আছে?’ এদিকে শাহনাজ খুশি লিখেছেন, ‘এ শহরে আর কোনো কন্যার জন্ম না হোক। মাতৃহীন, ভগ্নিহীন, কন্যাহীন মরুভূমি হোক এদেশ। কুলাংগারের আবাদ হোক।’ চিত্রনায়িকা রাজ রিপা তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শক্তভাবে শোক প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, ‘চুরি-ছিনতাই, খুন-খারাপি ও ধর্ষণের বাংলাদেশ, আছিয়া আর নেই। হয়তো ধর্ষণের পরবর্তী শিকার আমি বা আপনি। কোথায়? এখন কোথায় আপনারা? দেশের জনগণের নিরাপত্তা নিতে পারেন না, কিন্তু আন্দোলন করতে পারেন।’ আছিয়ার নির্মম মৃত্যুর ঘটনায় সারা দেশে ক্ষোভের সৃষ্টি হয়েছে। শহর থেকে গ্রাম, প্রতিটি জায়গায় বিচার ও ন্যায়বিচারের দাবিতে প্রতিবাদ চলছে। মানবাধিকার কর্মী, সাধারণ মানুষ ও বিভিন্ন সংগঠন একত্রিত হয়ে অপরাধীর দ্রুত গ্রেপ্তার
ও কঠোর শাস্তি দাবি করছেন। আছিয়ার মৃত্যুর পর তারকাদের প্রতিক্রিয়া ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) বৃহস্পতিবার দুপুর ১টায় সিএমএইচয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে আছিয়া। ‘বাংলাদেশ আর্মি’ ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।