হলিউডের সিনেমায় একফ্রেমে বন্দি হচ্ছেন সালমান ও সঞ্জয় – ইউ এস বাংলা নিউজ




হলিউডের সিনেমায় একফ্রেমে বন্দি হচ্ছেন সালমান ও সঞ্জয়

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০:২৯ 43 ভিউ
বলিউডের সুপারস্টার সালমান খান ও সঞ্জয় দত্ত, কয়েক দশক ধরে নিজেদের অন-স্ক্রিন ক্যারিশমার জন্য দর্শকদের কাছে প্রিয়র তালিকায় শীর্ষে অবস্থান করছেন। ইন্ডাস্ট্রিতে সালমান খান ‘ভাইজান’ নামে পরিচিত, ‘দাবাং’ এবং ‘টাইগার জিন্দা হ্যায়’র মতো অ্যাকশন-প্যাকড ব্লকবাস্টারের জন্য বিখ্যাত। অন্যদিকে সঞ্জয় ওরফে ‘সঞ্জু বাবা’, মুন্না ভাই এম.বি.বি.এস. এবং বাস্তবের মতো আইকনিক সিনেমায় অভিনয় করে দর্শক হৃদয়ে জায়গা দখল করে আছেন। এ দুই অভিনেতা কয়েকটি সিনমায় একসঙ্গে কাজ করেছেন, বিশেষ করে ‘সাজন’ এবং ‘দশ’ সিনেমায়। তা ছাড়া ক্যামিও চরিত্রে তারা ‘ওম শান্তি ওম’ এবং ‘সন অফ সর্দার’র মতো সিনেমায় একসঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন। এবার তাদের একসঙ্গে দেখা যাবে একটি বিগ বাজেটের হলিউড থ্রিলারে।

সেটাও অবশ্য ক্যামিও চরিত্রে। মিড ডে জানিয়েছে, সালমান খান এবং সঞ্জয় দত্ত একটি হাই-প্রোফাইল হলিউড থ্রিলারে অভিনয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন। তথ্যমতে, তারা ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারি সৌদি আরবের অত্যাধুনিক আল উলা স্টুডিওতে তাদের ভূমিকার শুটিংও করেছেন। যদিও দুই অভিনেতার কেউই এ বিষয়ে মুখ খোলেননি। কিন্তু সালমান এবং সঞ্জয় কোন সিনেমায় ক্যামিও চরিত্রে অভিনয় করছেন বা করবেন এবং তাদের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ হবে সে সম্পর্কে কোনো তথ্য নেই। তবে ভক্তরা নিশ্চিত থাকতে পারেন যে, তারা যে চরিত্রেই থাকুক না কেন, ‘সঞ্জুবাবা এবং ভাইজান’ আবারও প্রমাণ করবেন তারা কেন বলিউডের সবচেয়ে বড় দুই নাম। এদিকে সালমান ২০২৫ সালের ঈদে এআর মুরুগাদোস পরিচালিত অ্যাকশন সিনেমা ‘সিকান্দার’র

মুক্তির প্রস্তুতি নিচ্ছেন। এ সিনেমায় তার বিপরীতে রয়েছেন রাশমিকা মান্দান্না। এ ছাড়া তিনি ‘কিক-২’, ‘টাইগার ভার্সেস পাঠান’ এবং নির্মাতা অ্যাটলির সঙ্গে একটি শিরোনামহীন সিনেমায়ও কাজ করছেন। অন্যদিকে, সঞ্জয় টাইগার শ্রফের সঙ্গে ‘বাঘি ৪’-তে অভিনয় করবেন, যা ২০২৫ সালের ৫ সেপ্টেম্বর মুক্তি পাবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মহাপরিচালক ছাড়াই চলছে শিল্পকলা একাডেমি ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেড সদরদপ্তরে হামলা ও ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বিস্ফোরণ, নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে গোলাবর্ষণ উজ্জীবিত জাতীয় রাজনীতি ভারতকে দাঁতভাঙা জবাব দেওয়া হচ্ছে: পাক প্রধানমন্ত্রী পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত ভারতের দুটি বিমান ভূপাতিত করার দাবি পাকিস্তানের পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলাকে লজ্জাজনক বলছেন ট্রাম্প থ্রিলার দ্বিতীয় পত্রে আটকে ‘ইন্টার-পাস’ করা হলো না বার্সার ঢাকার আদালতে উড়ো চিঠি বিব্রত সংক্ষুব্ধ বিচারকরা প্রস্তুত হচ্ছিল খালেদা জিয়ার জন্য, এখন আ.লীগ নেতাদের ভারতের হামলার পর তাৎক্ষণিক যেসব পদক্ষেপ নিলো পাকিস্তান রাখাইনের নতুন প্রশাসনে রোহিঙ্গাদের অন্তর্ভুক্তি দেখতে চায় বাংলাদেশ একদিনের ব্যবধানে আবারও বাড়ল সোনার দাম, ভরি কত? ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশে আগের ৯টি ধারা বাতিল, মামলাও বাতিল হবে’ পাকিস্তানের পদক্ষেপকে সমর্থন জানাল কাতার অর্থবিল-অনাস্থা ছাড়া দলের বিরুদ্ধে ভোটদানের সুযোগ চায় এনসিপি র‍্যাঙ্কিংয়ে অবনতি, সরাসরি বিশ্বকাপে খেলা হবে তো বাংলাদেশের? রাষ্ট্রপতি নির্বাচনে ইলেক্টোরাল কলেজ ভোট চায় এনসিপি ‘দ্য হিন্দুর’ সাংবাদিক নিপীড়নের প্রতিবেদন মিথ্যা: সিএ প্রেস উইং