
ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর

নয়া মেরুকরণের পথে রাজনীতি

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে রমরমা মামলা বাণিজ্য

প্রথমে ধোলাই, তারপর সেই নেতাকে পুলিশে দিল ছাত্র-জনতা

রাজধানীর যে এলাকায় আত্মগোপনে ছিলেন মমতাজ

আইভীর জামিন নামঞ্জুর, কারাগারে ডিভিশন মঞ্জুর

আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী

ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক, কোমড়ে দড়ি বেঁধে নেওয়া হলো থানায়
অপারেশন ডেভিল হান্ট: চেয়ারম্যানসহ যুবলীগের ৩ নেতা গ্রেপ্তার

চলমান সরকার ঘোষিত 'অপারেশন ডেভিল হান্টের ধারাবাহিকতায় চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশের অভিযানে বাহারচডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে তাদের নিজ এলাকা থেকে আটক করে পুলিশ।
আটককৃতদের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে ছাত্র আন্দোলনের সময় নাশকতা চালানোর দায়ে বাঁশখালী থানায় রুজুকৃত মামলার নিয়মিত পলাতক আসামি ছিলেন বলে নিশ্চিত করেছেন থানা পুলিশের সেকেন্ড অফিসার এসআই কামরুল হাসান কায়কোবাদ।
গ্রেফতারকৃতরা হলেন- বাহারচডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী প্র. ইউনুস মুন্সী (৪৮), পুইছডি ইউনিয়ন যুবলীগের ওয়ার্ড সভাপতি ফরহাদুল আলম (৩৩) ও কালিপুর ইউপির যুবলীগ কর্মী মো. হেলাল (৩২)।
গ্রেফতারকৃত চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের নেতা ও নাশকতার ঘটনায় প্রত্যক্ষ মদদদাতা বলে
জানিয়েছেন পুলিশ। তাছাড়া আটক ওই যুবলীগ নেতাদের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকার থাকাকালীন সময়ে পাহাড় ও বালুখেকো হিসেবে পরিচিত ছিল এলাকায়। বর্তমানে তারা আবার রাজনৈতিক প্রভাব কাটিয়ে সক্রিয় হয়ে এলাকার পরিবেশ বিনষ্ট ও নাশকতা করার পাঁয়তারা করছিলো বলেও জানায় পুলিশ। এদিকে গ্রেফতারকৃতদের আদালতে হাজির করা হবে বলে জানিয়েছেন থানা পুলিশের ওসি সাইফুল ইসলাম। এসময় অভিযান চলমান রয়েছে বলেও জানান তিনি।
জানিয়েছেন পুলিশ। তাছাড়া আটক ওই যুবলীগ নেতাদের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকার থাকাকালীন সময়ে পাহাড় ও বালুখেকো হিসেবে পরিচিত ছিল এলাকায়। বর্তমানে তারা আবার রাজনৈতিক প্রভাব কাটিয়ে সক্রিয় হয়ে এলাকার পরিবেশ বিনষ্ট ও নাশকতা করার পাঁয়তারা করছিলো বলেও জানায় পুলিশ। এদিকে গ্রেফতারকৃতদের আদালতে হাজির করা হবে বলে জানিয়েছেন থানা পুলিশের ওসি সাইফুল ইসলাম। এসময় অভিযান চলমান রয়েছে বলেও জানান তিনি।