বিপিএলে ট্রফি নিয়েও কেলেঙ্কারি – ইউ এস বাংলা নিউজ




বিপিএলে ট্রফি নিয়েও কেলেঙ্কারি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ ফেব্রুয়ারি, ২০২৫ | ৮:০৬ 128 ভিউ
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বিতর্কিত এক আসর শেষ হলো শুক্রবার। দেশের এই ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টের শুরু থেকেই বিভিন্ন ইস্যুতে বিতর্ক হচ্ছে। কিন্তু এবার অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। টিকিট অব্যবস্থাপনা, পারিশ্রমিক জটিলতা আর ফিক্সিংয়ের অভিযোগ বিপিএলের গায়ে রীতিমত কালি মেখে দিয়েছে। বিশেষ করে দুর্বার রাজশাহী ফ্র্যাঞ্চাইজি পারিশ্রমিক নিয়ে গড়িমসির আগের সব রেকর্ড ভেঙেছে। এই দলের দেশি-বিদেশি ক্রিকেটাররা পারিশ্রমিক না পেয়ে অনুশীলন বর্জন করেছেন। লিগ পর্বের শেষদিকে দলটির বিদেশি ক্রিকেটাররা একটি ম্যাচও বর্জন করেছেন। যা বিপিএলের ইতিহাসে নজিরবিহীন। শুধু তাই নয়, টাকা না পেয়ে দুর্বার রাজশাহীর টিমের খেলোয়াড়দের কিট আটকে রেখেছেন বাসচালক। বিদেশি খেলোয়াড়রা আটকে থেকেছেন হোটেলে। স্থানীয় খেলোয়াড়রা বেতন না

পেয়ে টিম হোটেল ছেড়েই চলেছেন। আর্থিক কেলেঙ্কারির পর এবার ট্রফি নিয়েও কেলেঙ্কারির অভিযোগ উঠেছে। গত শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে চিটাগংকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় ফরচুন বরিশাল। ২০১৩ সালের মতো এবারও বিপিএলের ফাইনালে উঠে হেরে যায় চিটাগং। রানার্সআপ হিসেবে চিটাগং শুক্রবার যে ট্রফিটা পেয়েছে সেই ট্রফি নিয়েও কেলেঙ্কারি। ট্রফিটা দেখতে গোলাকার। কিন্তু ট্রফিটা ঘুরিয়ে দেখলে পিছনের দিকটা সমতল। ট্রফির সামনের দিকের সঙ্গে পেছনের চেহারার কোনও মিলই নেই। অভিযোগ উঠেছে ট্রফিটার একটা দিকে স্রেফ বিপিএলের নাম এবং চ্যাম্পিয়ন্স ট্রফির ছবি আটকে দেওয়া হয়েছে বা ছেপে দেওয়া হয়েছে। কিন্তু, ট্রফিটার পিছনের দিকটা সহজে দেখা যাবে না বলে সেদিকে

আর কোনও নজর দেননি উদ্যোক্তারা। এছাড়া বিপিএলে এবারের আসরে বেশ কয়েকটি ম্যাচে ফিক্সিং কেলেঙ্কারিও অভিযোগ রয়েছে। এসব বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ বলেছেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আমরা কাউকে কিছু বলতে পারছি না। তবে কেউ দোষী প্রমাণিত হলে কঠোর শাস্তি দেব।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে ফের সংঘর্ষ, হতাহত বহু শাহবাগ মোড় ছেড়ে শহীদ মিনারে শিক্ষকরা এআই চ্যালেঞ্জ নিয়ে অস্ট্রেলিয়ার সঙ্গে ইসির আলোচনা রাকসু নির্বাচন: কেন্দ্রে মোবাইল-ক্যামেরা নিতে পারবেন না ভোটাররা ডেঙ্গুতে চারজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৮ মিরপুরে অগ্নিকাণ্ড: হতাহতদের সহায়তার ঘোষণা, তদন্ত কমিটি যুগ পার হলেও ডিমিউচ্যুয়ালাইজেশনের সুফল আসেনি শেয়ারবাজারে উদ্ধার হয়নি চাইনিজ রাইফেল-এসএমজি-আড়াই লাখ গুলি, নির্বাচনে নিরাপত্তা শঙ্কা চাকসু ভোটের ফলাফল বৃহস্পতিবার ‘ইত্যাদি’ এবার কুড়িগ্রামে দেশের পর্দায় মানবতা বনাম কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বন্দ্বের সিনেমা সারাদেশে একযোগে লালন উৎসব ও মেলা করবে শিল্পকলা একাডেমি ৩৫ বছর পর চাকসু নির্বাচন আজ পুয়ের্তো রিকোকে গোলবন্যায় ভাসিয়ে আর্জেন্টিনার বিশাল জয় বাংলাদেশকে মাত্র ৯৩ রানে গুটিয়ে, হোয়াইটওয়াশ করলো আফগানিস্তান মিরপুরের আগুনে মৃত্যু বেড়ে ১৬ শিক্ষকদের নতুন কর্মসূচি ঘোষণা রাসায়নিকের বিষাক্ত ধোঁয়ায় অজ্ঞান, পুড়ে অঙ্গার শ্রমিকরা: ফায়ার সার্ভিস নিহতদের মুখ ঝলসে যাওয়ায় পরিচয় শনাক্তে লাগবে ডিএনএ পরীক্ষা মাদাগাস্কারের ক্ষমতা দখল করল সেনাবাহিনী