কুষ্টিয়াকে চ্যাম্পিয়ন করালেন দুর্বাচারা মাধ্যমিক বিদ্যালয়ের মেয়েরা – ইউ এস বাংলা নিউজ




কুষ্টিয়াকে চ্যাম্পিয়ন করালেন দুর্বাচারা মাধ্যমিক বিদ্যালয়ের মেয়েরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ ফেব্রুয়ারি, ২০২৫ | ৮:২৫ 89 ভিউ
আরও একটি গৌরবময় সাফল্য পেয়েছে দুর্বাচারা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়। কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের বিখ্যাত ও ঐতিহ্যবাহী বিদ্যালয়টি এবার ধারাবাহিকতা ধরে রেখে ৫৩তম আন্তঃস্কুল জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরী ক্রিকেট প্রতিযোগিতায় জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। রবিবার ( ৯ ফেব্রুয়ারি) কুষ্টিয়া সরকারী কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে খোকসা উপজেলাকে কোনো রকম পাত্তা না দিয়ে ৮৯ রানের বিশাল ব্যবধানে হারিয়ে শিরোপা জয়ের গৌরবে ভেসেছে দুর্বাচারা মাধ্যমিক বিদ্যালয়ের মেয়েরা। এর আগে একই ভেন্যুতে গত ৪ ফেব্রুয়ারি কবুরহাট মাধ্যমিক বিদ্যালয়কে ৬১ রানের বড় ব্যবধানে হারিয়ে কুষ্টিয়া সদর উপজেলার সেরা হয়েছিল দুর্বাচারা। যে কারণে তাদের প্রতিনিধিত্ব করার সুযোগ হয় কুষ্টিয়া সদর উপজেলা দলের।

অন্যদিকে খোকসা উপজেলার চ্যাম্পিয়ন হয়ে জেলার লড়াইয়ের টিকেট কাটেন সোমশপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের মেয়েরা। অর্থাৎ জেলা পর্যায়ের ফাইনালে কুষ্টিয়া সদরের পক্ষে দুর্বাচারা মাধ্যমিক বিদ্যালয় ও খোকসা উপজেলার হয়ে সোমশপুর বালিকা বিদ্যালয় মুখোমুখি হয়। এই লড়াইয়েও দুর্বাচারার অদম্য বালিকাদের কাছে পাত্তাই পাননি সোমশপুরের মেয়েরা। ফাইনালে টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ১০ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১২৮ রান করে দুর্বাচারা মাধ্যমিক বিদ্যালয়। দলের পক্ষে ওপেনার সাফিয়া খাতুন ৪৭ রান করে ম্যাচসেরা নির্বাচিত হন। অপর ওপেনার তাসফিয়া করেন হার না মানা ৩২ রান। অতিরিক্ত থেকে আসে আরও ৪৯ রান। ১৩৩ রানের জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দুর্বাচারার বোলারদের তোপের মুখে ৮ ওভারে

মাত্র ৩৯ রান করে অলআউট হয় সোমশপুরের মেয়েরা। দুর্বাচারার পক্ষে মিম ৩টি ও বৈশাখী ২টি উইকেট লাভ করেন। এছাড়া তাসফিয়া ও সাফিয়া ১টি করে কজ্বা করেন। দারুণ এই সাফল্যের পর দুর্বাচারা মাধ্যমিক বিদ্যালয়ের মেয়েরা কুষ্টিয়া জেলার হয়ে বিভাগীয় পর্যায়ে (খুলনা বিভাগ) প্রতিনিধিত্ব করবে। আগামী ১৬ ও ১৭ ফেব্রুয়ারি খুলনাতে হবে বিভাগীয় পর্যায়ের ম্যাচ। সেখানে এখনো কুষ্টিয়ার প্রতিদ্বন্দ্বী ঠিক হয়নি। নিজেদের বিদ্যালয়ের এমন সাফল্যে আনন্দে মাতোয়ারা হয়েছেন দুর্বাচারা হাইস্কুলের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ গ্রামবাসী। মেয়েদের গৌরবময় সাফল্যে তাদের অভিনন্দন জানিয়েছে দুর্বাচারা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ সালাহউদ্দিন, স্কুলের প্রধান শিক্ষক বিল্লাল হোসেনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে ফের সংঘর্ষ, হতাহত বহু শাহবাগ মোড় ছেড়ে শহীদ মিনারে শিক্ষকরা এআই চ্যালেঞ্জ নিয়ে অস্ট্রেলিয়ার সঙ্গে ইসির আলোচনা রাকসু নির্বাচন: কেন্দ্রে মোবাইল-ক্যামেরা নিতে পারবেন না ভোটাররা ডেঙ্গুতে চারজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৮ মিরপুরে অগ্নিকাণ্ড: হতাহতদের সহায়তার ঘোষণা, তদন্ত কমিটি যুগ পার হলেও ডিমিউচ্যুয়ালাইজেশনের সুফল আসেনি শেয়ারবাজারে উদ্ধার হয়নি চাইনিজ রাইফেল-এসএমজি-আড়াই লাখ গুলি, নির্বাচনে নিরাপত্তা শঙ্কা চাকসু ভোটের ফলাফল বৃহস্পতিবার ‘ইত্যাদি’ এবার কুড়িগ্রামে দেশের পর্দায় মানবতা বনাম কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বন্দ্বের সিনেমা সারাদেশে একযোগে লালন উৎসব ও মেলা করবে শিল্পকলা একাডেমি ৩৫ বছর পর চাকসু নির্বাচন আজ পুয়ের্তো রিকোকে গোলবন্যায় ভাসিয়ে আর্জেন্টিনার বিশাল জয় বাংলাদেশকে মাত্র ৯৩ রানে গুটিয়ে, হোয়াইটওয়াশ করলো আফগানিস্তান মিরপুরের আগুনে মৃত্যু বেড়ে ১৬ শিক্ষকদের নতুন কর্মসূচি ঘোষণা রাসায়নিকের বিষাক্ত ধোঁয়ায় অজ্ঞান, পুড়ে অঙ্গার শ্রমিকরা: ফায়ার সার্ভিস নিহতদের মুখ ঝলসে যাওয়ায় পরিচয় শনাক্তে লাগবে ডিএনএ পরীক্ষা মাদাগাস্কারের ক্ষমতা দখল করল সেনাবাহিনী