‘সবাই বলছে আমরা চ্যাম্পিয়ন’ – ইউ এস বাংলা নিউজ




‘সবাই বলছে আমরা চ্যাম্পিয়ন’

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০:৩১ 148 ভিউ
এবারের বিপিএলে কাগজে-কলমে সবচেয়ে শক্তিশালী দল ফরচুন বরিশাল। লিগপর্বের শুরুতে রংপুর রাইডার্স এগিয়ে ছিল। বরিশালকে প্রথমে চিটাগং কিংস ও খুলনা টাইগার্সের সঙ্গে লড়াই করতে হয়েছে। লিগপর্বের শেষ ম্যাচে হারলেও প্রথম কোয়ালিফায়ারে জিতে সবার আগে ফাইনাল নিশ্চিত করেছে বরিশাল। দল তৈরি করার পর অনেকেই কোচ মিজানুর রহমান বাবুলকে বলেছেন, ‘আপনারা তো চ্যাম্পিয়ন!’ এমন কথায় আত্মবিশ্বাস পেয়েছেন বরিশালের কোচ। আগামীকাল সন্ধ্যা ৭টায় শিরোপার লড়াইয়ে নামবে বরিশাল। টানা দ্বিতীয়বার শিরোপা জেতার সুযোগ তামিম ইকবালের দলের। চার আসরের মধ্যে তারা তৃতীয়বার উঠেছে ফাইনালে। মিরপুরের একাডেমি মাঠে বুধবার ঐচ্ছিক অনুশীলনের পর সংবাদ সম্মেলনে দলের প্রধান কোচ মিজানুর রহমান বলেন, ‘চ্যাম্পিয়ন হতে পারব কিনা, সেটা ফাইনালে বোঝা

যাবে। আমরা ফাইনালে উঠেছি। আমাদের কম্বিনেশন, টিম বন্ডিং কাজ করেছে। আমরা প্রথম দিন থেকেই চেয়েছি যে ফাইনাল খেলব।’ তিনি বলেন, ‘যখন দল বানিয়েছি, সবাই বলেছে আমরা চ্যাম্পিয়ন। অন্য দলের ক্রিকেটাররাও বলেছে, আপনাদের তো খেলার দরকার নেই। এভাবে মজা নিয়েছে। চ্যাম্পিয়ন হওয়ার জন্যই আমরা দল করেছি। এখন ফাইনালের লড়াইয়ে বোঝা যাবে।’ এর আগে বিপিএলে টানা দুই আসরে চ্যাম্পিয়ন হয়েছে শুধু ঢাকা গ্ল্যাডিয়েটর্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মিজানুর বলেন, ‘আগের বছর যে দল নিয়ে চ্যাম্পিয়ন হয়েছি, সেটাই এবার ধরে রাখার চেষ্টা করেছি। তবে ফল পাওয়ার কারণ হলো দলে সবার মধ্যে সুসম্পর্ক। ক্রিকেটারদের দলের প্রতি একটা ভালোবাসা কাজ করে। এই দরদ থেকেই ভালো ফল বের

হয়।’ তিনি বলেন, ‘আমার কাজ দলকে সমন্বয় করা। আমি সেই চেষ্টাই করেছি।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে ফের সংঘর্ষ, হতাহত বহু শাহবাগ মোড় ছেড়ে শহীদ মিনারে শিক্ষকরা এআই চ্যালেঞ্জ নিয়ে অস্ট্রেলিয়ার সঙ্গে ইসির আলোচনা রাকসু নির্বাচন: কেন্দ্রে মোবাইল-ক্যামেরা নিতে পারবেন না ভোটাররা ডেঙ্গুতে চারজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৮ মিরপুরে অগ্নিকাণ্ড: হতাহতদের সহায়তার ঘোষণা, তদন্ত কমিটি যুগ পার হলেও ডিমিউচ্যুয়ালাইজেশনের সুফল আসেনি শেয়ারবাজারে উদ্ধার হয়নি চাইনিজ রাইফেল-এসএমজি-আড়াই লাখ গুলি, নির্বাচনে নিরাপত্তা শঙ্কা চাকসু ভোটের ফলাফল বৃহস্পতিবার ‘ইত্যাদি’ এবার কুড়িগ্রামে দেশের পর্দায় মানবতা বনাম কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বন্দ্বের সিনেমা সারাদেশে একযোগে লালন উৎসব ও মেলা করবে শিল্পকলা একাডেমি ৩৫ বছর পর চাকসু নির্বাচন আজ পুয়ের্তো রিকোকে গোলবন্যায় ভাসিয়ে আর্জেন্টিনার বিশাল জয় বাংলাদেশকে মাত্র ৯৩ রানে গুটিয়ে, হোয়াইটওয়াশ করলো আফগানিস্তান মিরপুরের আগুনে মৃত্যু বেড়ে ১৬ শিক্ষকদের নতুন কর্মসূচি ঘোষণা রাসায়নিকের বিষাক্ত ধোঁয়ায় অজ্ঞান, পুড়ে অঙ্গার শ্রমিকরা: ফায়ার সার্ভিস নিহতদের মুখ ঝলসে যাওয়ায় পরিচয় শনাক্তে লাগবে ডিএনএ পরীক্ষা মাদাগাস্কারের ক্ষমতা দখল করল সেনাবাহিনী