বিসিবির দায়িত্ব নিতে আগ্রহী তামিম, কী বললেন এই ব্যাটার? – ইউ এস বাংলা নিউজ




বিসিবির দায়িত্ব নিতে আগ্রহী তামিম, কী বললেন এই ব্যাটার?

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ জানুয়ারি, ২০২৫ | ১১:১৫ 27 ভিউ
ঢেলে সাজাতে গিয়ে উলটো নিত্যনতুন বিতর্কের সৃষ্টি হয়েছে এবারের বিপিএলে। সবচেয়ে বেশি বিতর্ক হয়েছে ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে।এমনকি দুর্বার রাজশাহী ফ্র্যাঞ্চাইজির নাকি সামর্থ্যই নেই বিপিএলে দল চালানোর! আর এজন্য শুধু ফ্র্যাঞ্চাইজি নয়, বিসিবিকেও দুষলেন তামিম ইকবাল। সেই সঙ্গে যাচাই-বাছাই করে ফ্র্যাঞ্চাইজি বেছে নেওয়া উচিৎ ছিল বোর্ডের। এমনটা উল্লেখ করে ভবিষ্যতে নিজেই ক্রিকেটের নানা জায়গায় উন্নতিতে ভূমিকা রাখার আগ্রহ প্রকাশ করেছেন সাবেক এই অধিনায়ক। বুধবার রাতে ফরচুন বরিশালের ১১তম ম্যাচ শেষে সংবাদ সম্মেলনের মুখোমুখি হন তামিম। এ সময় বরিশালের অধিনায়ককে তার অতীতের এক পারিশ্রমিক বকেয়া থাকার ইস্যুর প্রসঙ্গ তোলা হলে তামিম বলেন, ‘আমিও দেখেছি ২০১২-র ইস্যুটা বারবার আনা হচ্ছে। এটা আসলে ২০১৩ সালের

ইস্যু। বোর্ডে যারা এসেছিলেন, আমাকে একটা পেমেন্ট দিয়েছিলেন। (যে অ্যামাউন্ট পাওয়ার কথা) ওই অ্যামাউন্ট ছিল না, তার চেয়ে কম ছিল। তবে বিষয়টা সমাধান হয়ে গিয়েছিল’। এ বছর নতুন কিছু ফ্র্যাঞ্চাইজি নিতে গিয়েই বিতর্কের সুযোগ তৈরি হয়েছে। এজন্য বিসিবির দূরদর্শিতার অভাব তুলে ধরে তামিম ক্ষুব্ধ কণ্ঠে জানান, ‘আমি চাই বিপিএল অনেক ভালো করুক, অনেক নাম করুক। একটা সময় আমরা অনেক দ্রুত আগাচ্ছিলাম। যখন ফ্র্যাঞ্চাইজি নিচ্ছেন খুব সতর্ক হওয়া উচিৎ, কাকে দল দিচ্ছেন কাকে দল দিচ্ছেন না। দিনশেষে একটা দল যদি খেলোয়াড়দের পারিশ্রমিক দিতে না পারে... অতীতে এমন হয়েছে ৫০ শতাংশ বাকি, শেষপর্যন্ত দর কষাকষি করে ২৫ শতাংশ দেয়, খেলোয়াড়রা খুশি হয়ে চলে

যায়’। এ সময় প্রশ্ন তুলে তামিম বলেন, দোষ তো খেলোয়াড়দের না। ওরা তো ১৬ ম্যাচ ভালো করেই খেলে। দোষ হলো ফ্র্যাঞ্চাইজি ও বিসিবির। ওরা এই দর কষাকষিটা কেন খেলোয়াড়দের সঙ্গে করে?’ এবারও রাজশাহীর ক্রিকেটাররা পড়েছেন সীমাহীন ভোগান্তিতে। টাকাপয়সা খরচ করছেন নিজেদের পকেট থেকে। লিগ পর্বের ১২ ম্যাচ শেষ, কিন্তু দলের একের পর এক অবহেলা ক্রিকেটারদের নিয়ে। বিসিবি ফ্র্যাঞ্চাইজিটিকে আরও সময় বেঁধে দিয়েছে। তামিমের আশা, বিপিএল ও দেশকে আর ছোট না করে দ্রুতই এই সমস্যার সমাধান করা হবে। সাবেক এই টাইগার অধিনায়ক বলেন, ‘আশা করি সমাধানের চেষ্টা করবেন। এমনটা যেন আর না হয়। এটা শুধু বিপিএলকেই ছোট করে না। দেশের ব্যাপারেও বাজে

বার্তা দেয়। অনেক বিদেশি ক্রিকেটার আসতে চায়। এসব হলে সমস্যা হয়ে যায়। ফ্র্যাঞ্চাইজি ঠিকঠাক বেছে নেওয়া সবচেয়ে জরুরি’। এদিকে ড্রাফটের বাইরে যে ক্রিকেটারদের সঙ্গে সরাসরি চুক্তি হয়, তা থাকে শুধু ফ্র্যাঞ্চাইজি ও ক্রিকেটারদের মধ্যে। ফলে বিসিবি দায়িত্ব নিয়ে ঐ ক্রিকেটারদের পারিশ্রমিক আদায়ে লড়তে পারে না। তামিম দিয়েছেন নতুন প্রস্তাব। বাঁহাতি এই ব্যাটারের মতে, ‘ড্রাফটের বাইরে কেউ সাইনিং করলে এটারও যেন একটা চুক্তিপত্র থাকে। এটার একটা কপি আমি নিজের কাছে রাখব, একটা বিসিবিকে দেব, আর একটা রাখবে ফ্র্যাঞ্চাইজি। অন্তত বিসিবি জানবে আমি কত পাচ্ছি। এ জিনিসটা করলে এসব সমস্যা হবে না। এই টুর্নামেন্টটা হিউজ পটেনশিয়াল। কিন্তু আমরা কাজগুলো ঠিকঠাক করছি না’। ভবিষ্যতে তিনিই এই

সমস্যা সমাধানে উদ্যোগী হতে আগ্রহী কি না- এই প্রশ্নের জবাবে তামিম বলেন, ‘বিসিবিকে প্রফেশনাল হতে বলিনি। বলেছি ফ্র্যাঞ্চাইজি বেছে নেওয়ার সময় আরও সতর্ক হতে। ইনশাআল্লাহ্… আমার মনে হয় বিপিএল শুধু একটা অংশ, তবে আরও অনেক জায়গা আছে যেখানে উন্নতি দরকার’।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্বের সবচেয়ে শক্তিশালী ‘গুপ্তচর ক্যামেরা’ বানিয়ে সাড়া ফেলল চীন ইতিহাসের সর্বোচ্চ দামে সোনা ‘দেশে বিরাজনীতিকরণের চক্রান্তে লিপ্তরা কুয়েটকে অস্থিতিশীল করতে চাচ্ছে’ গাজায় যাচ্ছে ১৫টি ভ্রাম্যমাণ বাড়ি বহনকারী ট্রাক জিয়াউল আহসানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৮ এপ্রিল মিসরে আবারও আবিষ্কৃত হল ফারাওয়ের সমাধি ট্রাম্পের হুমকিকে ভয় পাই না: শেইনবাউম যোগী আদিত্যনাথকে একহাত নিলেন গায়ক বিশাল সালমানের বিরুদ্ধে জ্যাকুলিনকে নকল করার অভিযোগ চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্রেফ অংশ নিতে আসেনি আফগানিস্তান এবার চাঁদে পাওয়া যাবে ৪জি নেটওয়ার্ক এস কে সুর পরিবারের ৩৯ ব্যাংক হিসাব অবরুদ্ধ, ফ্ল্যাট-জমি জব্দ তুরস্ক ইউক্রেনের ন্যাটো সদস্যপদ সমর্থন করে: জেলেনস্কি কিমের পরমাণু কার্যক্রমের হ্রাস টানতে তৎপর আইএইএ সাবেক গভর্নর আতিউর ও অর্থনীতিবিদ বারাকাতের বিরুদ্ধে মামলা নাফিজ সরাফতের ২ সহযোগী ও স্ত্রীসহ সরওয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা ‘আলেপের বিরুদ্ধে গুম করা ব্যক্তির স্ত্রীকে রোজা ভাঙিয়ে ধর্ষণের প্রমাণ মিলেছে’ এখন থেকেই নির্বাচনের কাজ শুরু করার নির্দেশনা ডিসিদের চার জিম্মির লাশ হস্তান্তর করল হামাস এবার ইসরাইলি হামলায় নিহত জিম্মিদের লাশ ফেরতের মঞ্চ করেছে হামাস