
ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর

হারতে হারতে জিতে লা লিগার কর্তৃত্ব বার্সার হাতে

বিশ্বকাপে খেলা নিশ্চিত বাংলাদেশের, বাদ ওয়েষ্ট ইন্ডিজ

রুদ্ধশ্বাস রোমাঞ্চের পর বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

রুদ্ধশ্বাস রোমাঞ্চের পর বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশ

‘ফিক্সিং হলে ক্রিকেটার তৈরি হবে না’ – উদ্বেগ বিসিবি সভাপতির

নাহিদকে নিয়ে জিম্বাবুয়ের খোঁচা, জবাবে যা বললেন শান্ত
‘টাকা থাকলে দল নেবেন, না থাকলে নেবেন না’

পারিশ্রমিক নিয়ে ফ্র্যাঞ্চাইজিদের টালবাহানায় ইমেজ সংকটে পড়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। বিশেষ করে চলতি আসরে পারিশ্রমিক নিয়ে বেশ ঘোলাটে পরিস্থিতি তৈরি হয়েছে। টাকা না পেয়ে ম্যাচ বর্জন পর্যন্ত করেছেন দুর্বার রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা।
এদিকে ‘ব্যক্তিগত কারণে’ জাতীয় দলের ক্রিকেটার পারভেজ হোসেন ইমনের পারিশ্রমিক আটকে রেখেছেন বলে গণমাধ্যমে মন্তব্য করেছেন চিটাগং কিংসের কর্ণধার সামির কাদের চৌধুরী।
তবে রাজশাহী বা চিটাগংয়ের তুলনায় বেশ পেশাদার ভূমিকা পালন করেছে বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। বিষয়টি নিয়ে স্বস্তি প্রকাশ করে দলটির ইংলিশ ব্যাটার ডেভিড ম্যালান সাংবাদিকদের বলেছেন, ‘আমি নিজের দল (বরিশাল) নিয়ে শুধু মন্তব্য করতে পারি। আমাদের দল দারুণ। যেখানেই খেলেন না কেন, মৌলিক বিষয়গুলো ঠিকঠাক দেখতে
চান সবাই। আমাদের কাজ হচ্ছে খেলা এবং অন্য কারও কাজ আমাদের পারিশ্রমিক দেওয়া। এজন্যই এসব লিগ খেলি আমরা।’ পারিশ্রমিক নিয়ে যেসব দলগুলোতে সমস্যা হচ্ছে, সেসব দলের মালিকদের উদ্দেশে ম্যালানের পরামর্শ, ‘আপনার যদি টাকা থাকে, তাহলে দল নেবেন। টাকা না থাকলে দল নেবেন না। সহজ ব্যাপার। এমনই হওয়া উচিত। এখন পর্যন্ত আমাদের দলের কোনো সমস্যা নেই। আশা করি সামনেও হবে না। তবে হ্যাঁ, এটি এমন ব্যাপার যা চাইলেই খুব সহজে ঠিক করা যায়।’ কিন্তু বিপিএল ফ্র্যাঞ্চাইজিদের যে সহজে অরুচি। যেকোনো ইস্যুতে জলঘোলা না করা পর্যন্ত সমাধানের পথে না এগোনোর যে বাতিক, সে সম্পর্কে হয়ত ম্যালান ওয়াকিবহাল নন।
চান সবাই। আমাদের কাজ হচ্ছে খেলা এবং অন্য কারও কাজ আমাদের পারিশ্রমিক দেওয়া। এজন্যই এসব লিগ খেলি আমরা।’ পারিশ্রমিক নিয়ে যেসব দলগুলোতে সমস্যা হচ্ছে, সেসব দলের মালিকদের উদ্দেশে ম্যালানের পরামর্শ, ‘আপনার যদি টাকা থাকে, তাহলে দল নেবেন। টাকা না থাকলে দল নেবেন না। সহজ ব্যাপার। এমনই হওয়া উচিত। এখন পর্যন্ত আমাদের দলের কোনো সমস্যা নেই। আশা করি সামনেও হবে না। তবে হ্যাঁ, এটি এমন ব্যাপার যা চাইলেই খুব সহজে ঠিক করা যায়।’ কিন্তু বিপিএল ফ্র্যাঞ্চাইজিদের যে সহজে অরুচি। যেকোনো ইস্যুতে জলঘোলা না করা পর্যন্ত সমাধানের পথে না এগোনোর যে বাতিক, সে সম্পর্কে হয়ত ম্যালান ওয়াকিবহাল নন।