 
                                                        
                                ইউ এস বাংলা নিউজ ডেক্স                            
                        আরও খবর
 
                                পাকিস্তানের জেনারেলের লাগেজে ডামি অ্যাসল্ট রাইফেল, ঢাকা বিমানবন্দরে অস্বস্তি
 
                                আধুনিক ব্যালাস্টিক হেলমেটে সজ্জিত আরসা সদস্যরাঃ বৈদেশিক শক্তির সহয়তার আভাস
 
                                আসিয়ান সম্মেলনে চীন মুক্ত বাণিজ্য এবং আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছে
 
                                ২০২৪ সালের প্রতিবাদ নিয়ে ওএইচসিএইচআর রিপোর্ট তদন্তের আহ্বান-
 
                                ৯ বিলিয়ন ডলারের বিশাল বরাদ্দ: আরও শক্তি বাড়াচ্ছে ভারতীয় প্রতিরক্ষা বাহিনী
 
                                কানাডার ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের
 
                                আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট নির্বাচনে কেটরিন কনলির ভূমিধস জয়
ইসরাইলে পৌঁছেছেন তিন নারী, অপেক্ষায় ৯০ ফিলিস্তিনি
 
                             
                                               
                    
                         গাজা যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে রোববার প্রথম দিনে তিন নারী জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তাদেরকে স্থানীয় সময় সন্ধ্যায় মুক্তি দেওয়া হয় বলে নিশ্চিত করেছে ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়। 
রোববার রাতে এক বিবৃতিতে ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, গাজা থেকে মুক্তি পাওয়া তিন বন্দি এখন ইসরাইলি ভূখণ্ডে পৌঁছেছেন। তারা হলেন-
নোভা মিউজিক ফেস্টিভ্যাল থেকে অপহৃত রোমি গোনেন (২৪) এবং কিব্বুৎজ কফার আযা থেকে অপহৃত ইসরাইলি-ব্রিটিশ নাগরিক এমিলি দামারি (২৮) ও ইসরাইলি-রোমানিয়ান দ্বৈত নাগরিক ডোরন স্টেইনব্রেচার (৩১)।
মুক্তি প্রক্রিয়া ও যুদ্ধবিরতি
রোববার সন্ধ্যার দিকে সেন্ট্রাল গাজা থেকে রেড ক্রসের মাধ্যমে বন্দিদের ইসরাইলি বাহিনীর কাছে হস্তান্তর করা হয়। গাজা উপত্যকা থেকে বন্দিদের নিয়ে যাওয়ার সময় 
হামাসের সশস্ত্র সদস্যরা তাদের পাহারা দেয়। এ সময় সেখানে ছিল হাজার হাজার মানুষের ভিড়। এদিকে তেল আবিবে হাজারো মানুষ বড় পর্দায় এ সংবাদ দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন। তারা মাসের পর মাস ধরে যুদ্ধবিরতির দাবিতে রাজধানী শহরে সমবেত হয়েছিলেন। পরিকল্পিত বিনিময় চুক্তি এদিকে এদিন তিনজন ইসরাইলি বন্দির মুক্তির বিপরীতে ৯০ জন ফিলিস্তিনিকে দেওয়ার কথা ইসরাইলের। পাশাপাশি ছয় সপ্তাহে ৩৩ জন ইসরাইলি বন্দির ধাপে ধাপে মুক্তি এবং প্রায় ২,০০০ ফিলিস্তিনি বন্দির মুক্তি চুক্তি হয়েছে। এই যুদ্ধবিরতি ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর দীর্ঘ ১৫ মাসের সংঘাত শেষে শান্তির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সূত্র: এপি
                    
                                                          
                    
                    
                                    হামাসের সশস্ত্র সদস্যরা তাদের পাহারা দেয়। এ সময় সেখানে ছিল হাজার হাজার মানুষের ভিড়। এদিকে তেল আবিবে হাজারো মানুষ বড় পর্দায় এ সংবাদ দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন। তারা মাসের পর মাস ধরে যুদ্ধবিরতির দাবিতে রাজধানী শহরে সমবেত হয়েছিলেন। পরিকল্পিত বিনিময় চুক্তি এদিকে এদিন তিনজন ইসরাইলি বন্দির মুক্তির বিপরীতে ৯০ জন ফিলিস্তিনিকে দেওয়ার কথা ইসরাইলের। পাশাপাশি ছয় সপ্তাহে ৩৩ জন ইসরাইলি বন্দির ধাপে ধাপে মুক্তি এবং প্রায় ২,০০০ ফিলিস্তিনি বন্দির মুক্তি চুক্তি হয়েছে। এই যুদ্ধবিরতি ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর দীর্ঘ ১৫ মাসের সংঘাত শেষে শান্তির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সূত্র: এপি



