গাজায় ইসরাইলের বর্বর হামলায় আরো ৪৯ জন নিহত – ইউ এস বাংলা নিউজ




গাজায় ইসরাইলের বর্বর হামলায় আরো ৪৯ জন নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ জানুয়ারি, ২০২৫ | ৬:৩০ 6 ভিউ
ফিলিস্তিনের গাজায় ইসরাইলের বর্বর হামলায় আরো ৪৯ জন নিহত হয়েছেন। এতে মোট নিহতের সংখ্যা প্রায় ৪৫ হাজার ৯০০ জনে পৌঁছেছে। এছাড়া ২০২৩ সালের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি। জানা যায়, মঙ্গলবার গাজাজুড়ে ইসরাইলি হামলায় অন্তত ৪৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার মধ্যে আল-মাওয়াসির তথাকথিত নিরাপদ অঞ্চলে পাঁচ শিশু এবং জাবালিয়ায় চালানো হামলায় আটজন লোকও নিহত হয়েছেন। ইসরাইলি বাহিনী আল-মাওয়াসির মানবিক অঞ্চলসহ গাজা উপত্যকাজুড়ে তাদের আক্রমণ আরও জোরদার করছে এবং আবাসিক বাড়িঘর ও বেসামরিক অবকাঠামোর উল্লেখযোগ্য ধ্বংস ঘটাচ্ছে। এদিকে, ত্রাণবাহী গাড়ির ওপর ইসরাইলের আক্রমণ এবং জ্বালানি ট্যাংকসহ সহায়তাবাহী গাড়িতে ফিলিস্তিনি গ্যাংদের পদ্ধতিগত লুটপাটের কারণে মানবিক সংকট দিন দিন গভীরতর

হচ্ছে। এই অপরাধী গোষ্ঠীগুলো ইসরায়েলি সামরিক বাহিনীর কাছ থেকে এক ধরনের সুরক্ষা পাচ্ছে। এছাড়া গাজার ইউরোপীয় হাসপাতাল সতর্ক করে বলেছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাদের মজুদে থাকা জ্বালানি শেষ হয়ে যাবে। এদিকে সর্বশেষ এই হত্যাকাণ্ডের ঘটনায় ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৫ হাজার ৮৮৫ জনে পৌঁছেছে বলে মঙ্গলবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিরলস এই হামলায় আরও অন্তত এক লাখ ৯ হাজার ১৯৬ জন ব্যক্তিও আহত হয়েছেন। উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরাইল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরাইলি এই হামলায়

হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। এছাড়া প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। সূত্র: আলজাজিরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফোনে বিরক্তিকর অপরিচিত নম্বর থেকে কল আসলে যা করবেন লন্ডন ক্লিনিকে খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল বাউফলে শিক্ষক-সাংবাদিকসহ ৫ জনকে কুপিয়ে জখম থানা থেকে পালালেন সেই ওসি হজ ব্যবস্থাপনায় জটিলতা নিরসনে সরকারের হস্তক্ষেপ দাবি হাবের ‘হাত-পা বাঁধা’ থাকায় বদির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারিনি দাবানলে পুড়ছে হলিউড, পালাচ্ছেন তারকারা বিদ্রোহীদের কৌশলেই ‘এগোচ্ছে’ জান্তা গণহত্যা দিবস পালনের ঘোষণা বেলুচিস্তানিদের কাবুল-দিল্লি প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক শেষে যা বলল তালেবান ইসরাইলি হামলায় গাজায় নিহত ৪৬ হাজার ছাড়াল লস অ্যাঞ্জেলেসের দাবানলে পুড়ে ছাই হলিউডের যে সব তারকার বাড়ি টেলিফোনে নেতা-কর্মীদের দিক নির্দেশনা দিলেন শেখ হাসিনা পাসপোর্ট বাতিল হলে কী হয়? থানার ওসির ঝুলন্ত লাশ উদ্ধার বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্তের দাবিতে শাহবাগ মোড় অবরোধ ঢাকা কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠান, বাইরে ককটেল বিস্ফোরণ ঢাকায় মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি জ্যাকবসন মানিকগঞ্জে অবৈধ বালু উত্তোলন, ভাঙনে বিলীন পথে ফসলি জমিসহ স্থাপনা চাদে প্রেসিডেন্টের প্রাসাদে হামলায় নিহত ১৯