হিজবুল্লাহ-হামাস-ইরানের যত নেতাকে হত্যা করেছে ইসরাইল – ইউ এস বাংলা নিউজ




হিজবুল্লাহ-হামাস-ইরানের যত নেতাকে হত্যা করেছে ইসরাইল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ সেপ্টেম্বর, ২০২৪ | ৭:২৩ 52 ভিউ
সম্প্রতি ইসরাইলি সেনাবাহিনী দাবি করে যে, তারা বৈরুতে বড় ধরনের এক বিমান হামলায় হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করেছে। শুক্রবার রাতে দক্ষিণ বৈরুতে হিজবুল্লাহর কেন্দ্রীয় সদর দপ্তরে ইসরাইলি বাহিনী বাঙ্কার বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা চলায়। যা নাসরুল্লাহকে লক্ষ্য করেই পরিচালিত হয়। হিজবুল্লাহ পরে এক বিবৃতিতে নাসরুল্লাহর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। তিনি ৩২ বছর ধরে সংগঠনটি পরিচালনা করে আসছিলেন এবং লেবাননের প্রতিরোধ আন্দোলনের মুখপাত্র হিসেবে পরিচিত ছিলেন। নাসরুল্লাহ ছাড়াও ইসরাইল সম্প্রতি মধ্যপ্রাচ্যের বেশ কয়েকজন রাজনৈতিক নেতা এবং সামরিক কমান্ডারকে হত্যা করেছে। যা গত বছরের ৭ অক্টোবরে পর থেকে গোটা অঞ্চলজুড়ে সহিংসতা বাড়িয়ে দিয়েছে। ইসরাইলের সাম্প্রতিক কিছু হত্যাকাণ্ড: মধ্যপ্রাচ্যের এসব রাজনৈতিক নেতা এবং সামরিক কমান্ডারদের বেশিরভাগই

হিজবুল্লাহ, হামাস ও ইরানের নেতা। তাদের সম্পর্কে বিস্তারতি তুলে ধরা হলো- হিজবুল্লাহ: হাসান নাসরুল্লাহ: ইসরাইলি সামরিক বাহিনী নিশ্চিত করেছে যে, হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ ২৭ সেপ্টেম্বর বৈরুতে চালানো হামলায় নিহত হয়েছেন। ইব্রাহিম কুবাইসি: ২৪ সেপ্টেম্বর বৈরুতের দক্ষিণে ইসরাইলি হামলায় হিজবুল্লাহ কমান্ডার ইব্রাহিম কুবাইসি নিহত হন। তিনি হিজবুল্লাহর রকেট বিভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ইব্রাহিম আকিল: ২০ সেপ্টেম্বর বৈরুতে ইসরাইলি হামলায় হিজবুল্লাহর অপারেশন কমান্ডার ইব্রাহিম আকিল নিহত হন। ফুয়াদ শুকুর: ৩০ জুলাই বৈরুতের দক্ষিণে ইসরাইলি হামলায় হিজবুল্লাহ কমান্ডার ফুয়াদ শুকর নিহত হন। তিনি নাসরুল্লাহর ডানহাত হিসেবে পরিচিত ছিলেন। হামাস: মোহাম্মদ দেইফ: ইসরাইলি সামরিক বাহিনী দাবি করেছে যে, ১৩ জুলাই খান ইউনিসে হামলার সময় হামাস নেতা মোহাম্মদ দেইফ

নিহত হয়েছেন। যদিও হামাস এ খবর উড়িয়ে দিয়েছে। ইসমাইল হানিয়া: ৩১ জুলাই ইরানের রাজধানী তেহরানে এক গুপ্ত হামলায় হামাস নেতা ইসমাইল হানিয়া নিহত হন। সালেহ আল-আরাউরি: জানুয়ারিতে বৈরুতের দক্ষিণে ইসরাইলি ড্রোন হামলায় আরাউরি নিহত হন। ইরান: ইরানের বিপ্লবী গার্ড কর্পসের এলিট কুদস ফোর্সের সিনিয়র কমান্ডার মোহাম্মদ রেজা জাহেদি এবং তার ডেপুটি মোহাম্মদ হাদি হাজরিয়াহিমি গত এপ্রিলে ইসরাইলি বিমান হামলায় নিহত হন। হামলাটি দামেস্কে ইরানের কনস্যুলেট ধ্বংস করে দিয়েছিল। ইসরাইলি বিমান হামলায় লেবাননে গত কয়েক মাসে শীর্ষ হিজবুল্লাহ, হামাস ও ইরানি কমান্ডারদের হত্যার ফলে এই অঞ্চলে সহিংসতা আরও বৃদ্ধি পেয়েছে। ইরানের প্রতিক্রিয়া নাসরাল্লাহর মৃত্যুর পর ইরান তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে এবং এর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে। ইরানের রাষ্ট্রদূত

আমির সাঈদ ইরাভানি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকার আহ্বান জানিয়েছেন। তিনি ইসরাইলের হামলার নিন্দা জানিয়ে বলেন, ইরান তার কূটনৈতিক সম্পদ এবং প্রতিনিধিদের ওপর যে কোনো হামলা সহ্য করবে না এবং প্রয়োজন হলে তার জাতীয় এবং নিরাপত্তা স্বার্থ রক্ষার জন্য আন্তর্জাতিক আইনের অধীনে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। লেবাননে চলমান সংঘাত এদিকে ইসরাইলি হামলায় নাসরুল্লাহর মৃত্যুর পর লেবাননে সহিংসতা ব্যাপকভাবে বেড়ে গেছে। ইসরাইলি হামলায় লেবাননের বিভিন্ন অঞ্চলে শত শত মানুষ নিহত হয়েছে এবং হাজার হাজার আহত হয়েছে। লেবাননের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, শুধু শনিবারের হামলাতেই ৩৩ জন নিহত এবং ১৯৫ জন আহত হয়েছেন। এছাড়া ইসরাইলের অব্যাহত আক্রমণে প্রায় ১০ লাখ মানুষ স্থানচ্যুত হয়েছে। ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু

এক বিবৃতিতে নাসরুল্লাহর মৃত্যুকে একটি ঐতিহাসিক মোড় হিসেবে বর্ণনা করেছেন এবং বলেছেন, ‘বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত’ ইসরাইল হামলা চালিয়ে যাবে। সূত্র: আল জাজিরা

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মেক্সিকোতে প্রথমবারের মতো বার্ড ফ্লু আক্রান্ত মানব রোগী শনাক্ত গাজায় বিস্ফোরণের ধাক্কায় আকাশে উড়ছে মরদেহ! জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে ও ইঞ্জিনে কর্মস্হলে ফিরছে মানুষ তিন মাসে ৬৮২ ভারতীয়কে দেশে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র! ঈদের ছুটি শেষ, চুলা জ্বালানো নিয়ে বিশেষ সতর্কবার্তা জিবলি ট্রেন্ডে গা ভাসিয়ে যেভাবে নিজের মারাত্মক বিপদ ডেকে আনছেন আল্লাহ কবে হবে এর বিচার: আসিফ নজরুল স্বাস্থ্যসেবার সুবিধার্থে চট্টগ্রাম-কুনমিং ফ্লাইট পরিচালনা করবে চীনা এয়ারলাইন্স বাগেরহাটে সালিশি টাকা ঘিরে সংঘর্ষ: আহত ১০, আটক ৯ কালিয়াকৈরে আগুনে পুড়ছে বনাঞ্চল, হুমকিতে জীববৈচিত্র্য ও পরিবেশ ফরিদপুরে পৃথক স্থান থেকে ২ জনের মরদেহ উদ্ধার ব্রাউজারে নিরাপত্তা যখন প্রশ্ন রংপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, সাংবাদিকসহ আহত ২০ সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার দ্বারপ্রান্তে: প্রধান বিচারপতি ঈদের ছুটিতে ঢাকা ছাড়েন ১ কোটি ৭ লাখ সিমধারী ছাগল খোঁয়াড়ে দেওয়ার জেরে সংঘর্ষ, ইউপি সদস্য গ্রেপ্তা‌র পদ্মায় নিখোঁজের ১৬ ঘণ্টা পর স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার প্রিমিয়ার লিগে চারে থাকা নিয়ে পাঁচ দলের লড়াই সিনেমার টিকিটের জন্য যুদ্ধ, কাউন্টার থেকে ফিরে যাচ্ছে অনেকে পাসপোর্ট র‍্যাঙ্কিংয়ে ২০০ দেশের মধ্যে বাংলাদেশ ১৮২তম