ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
রাজশাহীতে ফুটছে আমের মুকুল, ঘন কুয়াশায় ক্ষতির শঙ্কা চাষিদের
নওগাঁর মান্দা মডেল প্রেসক্লাবের সভাপতি আ: রাজ্জাক ও সম্পাদক পলাশ
তারেক রহমানের পার্টনার ‘খাম্বা মামুন’ দুর্নীতি-অর্থপাচারের পর অস্ত্র মামলাতেও খালাস
শেরপুরে গ্রেপ্তার সহকর্মীকে আদালতে দেখতে গিয়ে কারাগারে গেলেন সাংবাদিক নেতা
মেজর ডালিমের পর এবার ইলিয়াসের টকশোতে আসছে কর্নেল রাশেদ
ঢাকা আন্তর্জাতিক মেলায় রাখা হয়নি বসার স্থান, ভোগান্তিতে দর্শনার্থীরা
রিসোর্টে আটক ১৬ শিক্ষার্থী, বিয়ে দেওয়া হলো ৮ তরুণ-তরুণীকে
২০০ যাত্রী নিয়ে সন্দ্বীপ চ্যানেলে সার্ভিস বোট বিকল
প্রায় ২০০ জন যাত্রী নিয়ে সন্দ্বীপ চ্যানেলে বিকল সার্ভিস বোট । (১২ ডিসেম্বর) বৃহস্পতিবার বিকাল ৪.৩০ পরে বোটটি সীতাকুণ্ডের কুমিরা থেকে সন্দ্বীপের গুপ্তছড়া ঘাট অভিমুখে রওনা দেয়। যাওয়ার পর পরেই পথে একটি ইঞ্জিন বিকল হয়ে গেছে। এতে বোটে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে, যদিও ঘণ্টাখানেক পরে বোটটি উদ্ধার করে নিরাপদে গন্তব্যস্থলে নিয়ে যাওয়া হয়।এসময় সাগরে ছিল ঠান্ডা বাতাস ও কুয়াশা।
যে কারণে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।বোটে ছিল না কোনো আলোর ব্যবস্হ।অতিরিক্ত ঠান্ডায় নারী ও শিশুরা দুর্ভোগে পড়ে। সার্ভিস বোটে থাকা যাত্রী মাহমুদ জানান বোটের ইঞ্জিন বিকল হলে সব যাত্রী আতঙ্কিত হয়ে পড়ে, ঠান্ডা বাতাস সাথে নদীর ও ডেউ সব মিলিয়ে সৃষ্টিকর্তাকে
স্বরণ করা ছিল আমাদের মাধ্যমে। সন্ধ্যা ৬ টার দিকে বোটটির বিকল হওয়ার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে যাত্রীদের স্বজনদের মাঝে উদ্বেগ দেখা দেয়। সন্ধ্যা ৭টায় কুমিরা-গুপ্তছড়া নৌরুট সন্দ্বীপ এক্সপ্রেস টিভি ফেসবুক পেজ থেকে বোটটির ঘাটে পৌঁছানোর খবর নিশ্চিত করা হয়। এর পরে যাত্রী ও স্বজনদের স্বস্তি ফিরে আসে। কুমিরা গুপ্তছড়া ফেরিঘাটের পরিচালক শামসুল আলম দলু কোম্পানি স্পিড বোট বন্ধ থাকায় ঘাটে প্রচুর লোকের ভিড় থাকে বিকেলে আবহাওয়া ভাল হলে আমরা একটি সার্ভিস বোটে যাত্রীদের সন্দ্বীপে গুপ্তছড়া ঘাটে পাঠালে মাঝ নদীতে জালের সাথে লেগে পাখা ছিড়ে ইঞ্জিন বিকল হয় সাথে সাথে আমাদের জানালে আমরা অন্য আরেকটি বোট পাঠিয়ে যাত্রীদের নিরাপদে গুপ্তছড়া ঘাটে
পৌঁছেদি। সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা বলেন একটি সার্ভিস বোটের ইঞ্জিন বিকলের খবর পেয়ে কতৃপক্ষকে দ্রুত অন্য বোট পাঠিয়ে যাত্রীদের নিরাপদ আনার ব্যবস্হা গ্রহন করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।
স্বরণ করা ছিল আমাদের মাধ্যমে। সন্ধ্যা ৬ টার দিকে বোটটির বিকল হওয়ার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে যাত্রীদের স্বজনদের মাঝে উদ্বেগ দেখা দেয়। সন্ধ্যা ৭টায় কুমিরা-গুপ্তছড়া নৌরুট সন্দ্বীপ এক্সপ্রেস টিভি ফেসবুক পেজ থেকে বোটটির ঘাটে পৌঁছানোর খবর নিশ্চিত করা হয়। এর পরে যাত্রী ও স্বজনদের স্বস্তি ফিরে আসে। কুমিরা গুপ্তছড়া ফেরিঘাটের পরিচালক শামসুল আলম দলু কোম্পানি স্পিড বোট বন্ধ থাকায় ঘাটে প্রচুর লোকের ভিড় থাকে বিকেলে আবহাওয়া ভাল হলে আমরা একটি সার্ভিস বোটে যাত্রীদের সন্দ্বীপে গুপ্তছড়া ঘাটে পাঠালে মাঝ নদীতে জালের সাথে লেগে পাখা ছিড়ে ইঞ্জিন বিকল হয় সাথে সাথে আমাদের জানালে আমরা অন্য আরেকটি বোট পাঠিয়ে যাত্রীদের নিরাপদে গুপ্তছড়া ঘাটে
পৌঁছেদি। সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা বলেন একটি সার্ভিস বোটের ইঞ্জিন বিকলের খবর পেয়ে কতৃপক্ষকে দ্রুত অন্য বোট পাঠিয়ে যাত্রীদের নিরাপদ আনার ব্যবস্হা গ্রহন করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।