১৮ কোটি মানুষের সেবায় ৫০ ভাস্কুলার সার্জন – ইউ এস বাংলা নিউজ




১৮ কোটি মানুষের সেবায় ৫০ ভাস্কুলার সার্জন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ নভেম্বর, ২০২৪ | ১১:১০ 67 ভিউ
ধূমপান, ডায়াবেটিস, উচ্চরক্তচাপ, রক্তে অতিরিক্ত চর্বি, বাড়তি ওজন ও পরিশ্রমের অভাবসহ বিভিন্ন কারণে রক্তনালী ব্লক হয়ে থাকে। বাংলাদেশসহ সারাবিশ্বে মৃতু্যর কারণগুলোর মধ্যে অন্যতম হলো কার্ডিওভাসকুলার ডিজিজ তথা হৃদরোগ এবং রক্তনালীর ব্লক। রক্তনালী ব্লক হলে হাঁটাহাঁটির সময় পায়ে ব্যথা হয়, গ্যাংরিন বা পচন ধরে। চিকিত্সার এক পর্যায়ে পা কেটে ফেলতে হয়। রোগী পঙ্গুত্ববরণ করেন। এভাবে প্রতিবছর অসংখ্য রোগীর পা কেটে ফেলতে হচ্ছে। এমন পরিস্থিতিতে ভাসকুলার সার্জারি চিকিত্সার প্রসার দরকার হলেও সারা দেশে ১৮ কোটি মানুষের জন্য মাত্র ৫০ ভাসকুলার সার্জন রয়েছেন। মঙ্গলবার রাজধানীর কল্যাণপুরে ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে ‘ভাসকুলার অ্যাপ্রোচ টু প্রিভেন্ট এমপুটেশন' শীর্ষক কন্টিনিউয়াস মেডিকেল এডুকেশন (সিএমই) সেমিনারে বিশেষজ্ঞরা এসব

তথ্য জানান। সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন ইবনে মেডিকেল কলেজের ভাসকুলার সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. জিএম মকবুল হোসেন ও সহকারী অধ্যাপক ডা. একেএম জিয়াউল হক। প্রধান অতিথির বক্তেব্যে ইবনে সিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাজেদ আব্দুল খালেক বলেন, চিকিত্সার বিভিন্ন বিষয়ে সাব-স্পেশালিটি বাড়ছে। কিন্তু ভাসকুলার চিকিত্সা নতুন বিষয় হিসেবে রয়ে গেছে। দেশে বেসরকারিভাবে একমাত্র ইবনে সিনা মেডিকেলের ভাসকুলার সার্জারি বিভাগের অধীনে কার্বন-ডাইঅক্সাইড এনজিওগ্রাম চালু রয়েছে। বিশেষ অতিথির বক্তব্যে মেডিকেল কলেজটির পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম ভাসকুলার সার্জারিতে ক্যারিয়ার গড়তে মেডিকলে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করেন। সরকারি-বেসরকারিভাবে মেডিকেল কলেজগুলোকে বিশেষজ্ঞ তৈরিতে এগিয়ে আসার আহ্বান জানান। ভাসকুলাল সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. জিএম

মকবুল হোসেন বলেন, ধূমপান, ডায়াবেটিস, উচ্চরক্তচাপ, রক্তে অতিরিক্ত চর্বি, বাড়তি ওজন ও পরিশ্রমের অভাবসহ বিভিন্ন কারণে রক্তজমাট বেধে শরীরে রক্তনালী ব্লক হতে পারে। কিছু ক্ষেত্রে মাত্র ৪ থেকে ৬ ঘণ্টার মধ্যে রক্তনালী চালু না করলে পা নষ্ট হতে পারে। দেশে ১৮ কোটি মানুষের হাত-পায়ের সংখ্যা ৭২কোটি। অনেকের রক্তনালীর ব্লকজনিত ভাসকুলার সমস্যা দেখা দেয়। কিন্তু চিকিত্সা অপ্রতুল হওয়ায় রোগীরা সঠিক সময়ে সেবাবঞ্চিত হচ্ছেন। এতে এমপুটেশনে (অঙ্গচ্ছেদ) অনাকাঙ্খিত পঙ্গুত্ব বাড়ছে। এই বিশেষজ্ঞ আরও জানান রক্তনালীর আল্ট্রাসনোগ্রাম, এনজিওগ্রাম পরীক্ষা করে ব্লক নিরূপণ করা যায়। কাঁটাছেড়া না করে রিং পরিয়ে (স্টেন্টিং) রক্তনালী চালু করা যায়। এ ছাড়াও রয়েছে রক্তনালী বাইপাস অপারেশন। ধূমপান বর্জন, ওজন

নিয়ন্ত্রণ, প্রতিদিন ৪০ মিনিট হাঁটাহাঁটিতে সুস্থতার নিয়ম মেনে চললে রক্তনালী ব্লক তথা অঙ্গ পচন প্রতিরোধ করা যায়। সেমিনারে চিকিত্সক ডা. নাজমুল হকের সঞ্চলনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অর্থোপেডিকস বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. পারভেজ আহসান, মেডিকেল কলেজ এবং হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, কনসালটেন্ট, মেডিকেল অফিসার ও শিক্ষার্থীরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মশা নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ ইসির প্রস্তাবে একমত বিএনপি পরিবর্তন চায় টিআইবি বিমান দেখলে আঁতকে ওঠে শিক্ষার্থীরা থাইল্যান্ডের ৮ জেলায় মার্শাল ল’ জারি সকালের মধ্যে ১১ জেলায় ঝড়ের আভাস খুলনায় ইসলামী ব্যাংকের ভিতর গ্রাহক নির্যাতনে তোলপাড় জলবায়ুজনিত অর্থনৈতিক ক্ষতির পরিমাণ বছরে ২.৩ ট্রিলিয়ন ডলার বাংলা বলায় আধার কার্ডধারী ভারতীয় যুবককে পাঠানো হলো বাংলাদেশে গাজায় মানবিক সহায়তা অবরোধে ক্ষুব্ধ কানাডা, ইসরাইলকে নিয়ন্ত্রণ ছাড়ার আহ্বান কার্নির ইস্তানবুলে ইরান-ইউরোপের দ্বিতীয় দফা পারমাণবিক আলোচনা সম্পন্ন চিকিৎসার অভাবে মারা গেছেন আমার বাবা থাইল্যান্ডের ৮ জেলায় মার্শাল ল’ জারি ট্রাম্পের প্রশংসার পর মিয়ানমারের জান্তা-ঘনিষ্ঠদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার গভীর রাতে ফেনী সংলগ্ন ভারতের সীমানায় বিএসএফের গুলিতে নিহত ২, আহত ১ দেশে বিনিয়োগে ধস: থমকে যাওয়া শিল্প খাতের উদ্যোক্তারা হতাশ মিয়ানমারের নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র: জান্তা সরকারের ট্রাম্প বন্দনা, সম্পর্ক স্বাভাবিকীকরণের পথে জাগো বাহে, কুণ্ঠে সবায়? ২ সপ্তাহ ব্যবধানে বিমানবন্দর থেকে আরও ১২৩ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া ভারতের কাছে যুক্তরাজ্যে শুল্কমুক্ত পোশাক রপ্তানির একচেটিয়া সুযোগ হারালো বাংলাদেশ যে শুদ্ধ রাজনীতির বয়ান দেয় জামায়াত-শিবির, তারা কি তা আদৌ ধারণ করে?