
ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর

ফোর্বসের তালিকায় এশিয়ার শীর্ষ ১০০ স্টার্টআপে বাংলাদেশের পাঠাও ও সম্ভব

ফেসবুকে আপত্তিকর কনটেন্ট বন্ধের সহজ উপায়

ভিউ বাড়াতে ইউটিউব নিয়ে এসেছে নতুন ফিচার

মোবাইলের ডায়াল প্যাড আগের মতো করবেন যেভাবে

পাসওয়ার্ডের নিরাপত্তায় কার্যকরী অভ্যাস গড়ে তোলা জরুরি

বাংলাদেশি টাকায় ৭০টির বেশি দেশে রোমিং সুবিধা চালু করলো রবি ও এয়ারটেল

সাংবাদিকতায় এআই নিয়ে অনলাইন কোর্স
হোয়াটসঅ্যাপে যুক্ত হলো দারুণ একটি ফিচার

এবার হোয়াটসঅ্যাপে যুক্ত হলো দারুণ একটি ফিচার। এবার ব্যবহারকারীদের সুবিধার্থে মেসেজ ট্রান্সক্রাইব ফিচার যুক্ত করল হোয়াটসঅ্যাপ। এই ফিচারের মাধ্যমে ভয়েস মেসেজগুলো সহজেই টেক্সটে রূপান্তর করা যাবে।
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ভয়েস মেসেজগুলো টেক্সটে রূপান্তরিত করা যাবে ‘যাতে আপনি যে কোনো কাজ ও কথোপকথন’ বিনা বাধায় চালিয়ে যেতে পারেন। এই ট্রান্সক্রিপ্টগুলো নিজের ডিভাইসে তৈরি হয়। তাই অন্য কেউ, এমনকি হোয়াটসঅ্যাপও আপনার ব্যক্তিগত মেসেজ শুনতে বা পড়তে পারবে না।
বর্তমানে ইংরেজি, পর্তুগিজ, স্প্যানিশ, এবং রুশ ভাষা অ্যান্ড্রয়েডে ট্রান্সক্রিপ্ট ফিচার সমর্থন করবে। অপরদিকে আইওএস–এ এই ফিচার ফরাসি, জার্মান, ইতালীয়, জাপানি, কোরিয়ান, তুর্কি, চীনা এবং আরবি ভাষায় ব্যবহার করা যাবে। আর আইওএস ১৭ এবং তার পরবর্তী সংস্করণে ডেনিশ,
ফিনিশ, হিব্রু, মালয়, নরওয়েজীয়, ডাচ, সুইডিশ এবং থাই ভাষার সমর্থন পাওয়া যাবে। হোয়াটসঅ্যাপের সেটিংস অপশন থেকে ভয়েস মেসেজ ট্রান্সক্রিপ্ট চালু করতে হবে। এরপর চ্যাট সেকশনের এই অপশনটি পাওয়া যাবে। তারপর কোনো একটি ভয়েস মেসেজ টেক্সটে রূপান্তরের জন্য সেটির ওপর চাপ দিয়ে ধরে থাকুন এবং ‘ট্রান্সক্রাইব’ অপশনে ট্যাপ করুন। আগামী সপ্তাহগুলোর মধ্যে নতুন ফিচারটি বিশ্বব্যাপী চালু হবে। ভবিষ্যতে আরও ভাষা এই ফিচারের সঙ্গে যুক্ত করা হবে।
ফিনিশ, হিব্রু, মালয়, নরওয়েজীয়, ডাচ, সুইডিশ এবং থাই ভাষার সমর্থন পাওয়া যাবে। হোয়াটসঅ্যাপের সেটিংস অপশন থেকে ভয়েস মেসেজ ট্রান্সক্রিপ্ট চালু করতে হবে। এরপর চ্যাট সেকশনের এই অপশনটি পাওয়া যাবে। তারপর কোনো একটি ভয়েস মেসেজ টেক্সটে রূপান্তরের জন্য সেটির ওপর চাপ দিয়ে ধরে থাকুন এবং ‘ট্রান্সক্রাইব’ অপশনে ট্যাপ করুন। আগামী সপ্তাহগুলোর মধ্যে নতুন ফিচারটি বিশ্বব্যাপী চালু হবে। ভবিষ্যতে আরও ভাষা এই ফিচারের সঙ্গে যুক্ত করা হবে।