সুরা ইখলাসের গুরুত্ব ও ফজিলত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ অক্টোবর, ২০২৫
     ৯:৩৩ পূর্বাহ্ণ

সুরা ইখলাসের গুরুত্ব ও ফজিলত

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ অক্টোবর, ২০২৫ | ৯:৩৩ 69 ভিউ
সুরা ইখলাস কোরআনে কারিমের ছোট একটি সুরা। এতে চমত্কারভাবে আল্লাহ তাআলার সত্তাগত পরিচয় ফুটে উঠেছে। আয়াত সংখ্যার বিবেচনায় ছোট হলেও মর্যাদা ও সাওয়াবের দিক থেকে কোরআনের এক তৃতীয়াংশের সমান। বিশেষভাবে এই সুরায় তাওহিদ তথা একত্ববাদের শিক্ষা দেওয়া হয়েছে। এটি বিশেষ ফজিলতের অধিকারী সুরাসমূহের অন্যতম। হাদিস শরিফে এই সুরার অনেক ফজিলতের কথা এসেছে। বিশেষ কিছু ফজিলত উল্লেখ করা হলো: কোরআনের এক তৃতীয়াংশের সমান: হাদিস শরিফে ইরশাদ হয়েছে, আবু সাঈদ খুদরি (রাযি.) বর্ণনা করেন, এক ব্যক্তি জনৈক সাহাবিকে দেখলেন, বারবার সুরা ইখলাস পাঠ করছেন। সকাল হলে ওই ব্যক্তি রাসুলুল্লাহ (সা.)-এর সামনে বিষয়টি পেশ করলেন। লোকটি হয়তো ভেবেছে, এ ছোট একটি সুরা বারংবার পড়া

তেমন সওয়াবের কাজ নয়। তখন রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘ওই সত্তার কসম, যার হাতে আমার প্রাণ! সুরা ইখলাস কোরআনের এক তৃতীয়াংশের সমান।’ (সহিহ বুখারি, হাদিস: ৫০১৩) জান্নাতে অট্টালিকা নির্মাণ: হাদিস শরিফে ইরশাদ হয়েছে, রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘যে ব্যক্তি সুরা ইখলাস দশবার পাঠ করবে, আল্লাহ তাআলা তাঁর জন্য জান্নাতে একটি অট্টালিকা নির্মাণ করে দিবেন। উমর বিন খাত্তাব (রা.) বললেন, হে আল্লাহর রাসুল, তাহলে তো আমরা অনেক অট্টালিকা লাভ করে ফেলব। রাসুলুল্লাহ (সা.) বলেন, আল্লাহ তাআলা এর চেয়েও অধিক দানকারী, অতি পবিত্র।’ (আত তারগিব ওয়াত তারহিব, হাদিস: ২২৮৮) জান্নাতের সুসংবাদ: হাদিস শরিফে ইরশাদ হয়েছে, আনাস (রা.) বলেন, আমি নবীজির কাছে বসা ছিলাম একজন লোক এসে

বলল, হে আল্লাহর রাসুল, আমার এক ভাই এই সুরাটি পড়তে ভালোবাসে, তখন নবী (সা.) বলেন, ‘তোমার ভাইকে জান্নাতের সুসংবাদ দাও।’ (তাফসীরে ইবনে কাসির) ভালোবাসার কারণে জান্নাত: হাদিস শরিফে ইরশাদ হয়েছে, ‘আনাস (রা.) বলেন, এক লোক বলল, হে আল্লাহর রসুল, আমি এই সুরাকে ভালোবাসি। নবীজি (সা.) বলেন, ‘তোমার এই সুরার ভালোবাসাই তোমাকে জান্নাতে পেৌঁছে দেবে।’ (তাফসির ইবনে কাসির) ডান দিক থেকে জান্নাতে প্রবেশ: হাদিস শরিফে ইরশাদ হয়েছে, রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘যে ব্যক্তি ডান কাতে শুয়ে সুরা এখলাস এক শবার পড়ে কেয়ামতের দিন আল্লাহ তাআলা তাঁকে বলবেন, হে আমার বান্দা, তুমি তোমার ডান পাশ দিয়ে জান্নাতে প্রবেশ করো।’ (তাফসিরে ইবনে কাসির) ফেরেশতা জানাজায় শরিক

হওয়া: সুরা ইখলাস এত দামি সুরা, এক সাহাবি অধিক পরিমাণে এই সুরা পাঠ করার কারণে তাঁর জানাজায় ৭০ হাজার ফেরেশতা অংশগ্রহণ করেছিল। হাদিস শরিফে এসেছে, মুআবিয়া বিন মুআবিয়া মুজানি লাইসি (রা.) ইন্তেকাল করলে জিবরাঈল (আ.) ৭০ হাজার ফেরেশতাসহ নবীজির কাছে আগমন করেন। নবী কারিম (সা.) জিবরাঈল এবং এসব ফেরেশতাদের নিয়ে তাঁর জানাজায় শরিক হলেন। নামাজ শেষ হলে রাসুলুল্লাহ (সা.) জিজ্ঞেস করলেন, হে জিবরাঈল, কোন আমলের মাধ্যমে মুআবিয়া এই উচ্চ মর্যাদা লাভ করেছে? জিবরাঈল (আ.) জবাবে বলেন, এই মর্যাদা লাভের কারণ হলো, সে দাঁড়িয়ে, বসে, হেঁটেহেঁটে সওয়ারিতে তথা সর্বাবস্থায় সুরা এখলাস পাঠ করতো। (মুজামে কাবির, হাদিস: ৭৫৩৭) এছাড়াও সুরা এখলাসের অনেক

ফজিলত আছে। আল্লাহ তাআলা আমাদের এই সুরা বেশি বেশি পাঠ করার তৌফিক দান করুন, আমিন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ক্রস বর্ডারে ১৮৯৪ এয়ার টিকিট বিক্রির অর্থ পাচারের অভিযোগ ১০ মণ ওজনের শাপলাপাতা মাছ, ১ লাখ ৩১ হাজারে বিক্রি ভারতের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিল মেক্সিকো, বড় ক্ষতির মুখে মোদি গণহারে পদত্যাগের ঘোষণা ইসরায়েলি সেনাদের রান্নাঘরের সরঞ্জামকে অস্ত্র বানিয়ে নারীদের প্রস্তুত থাকতে বললেন মমতা আসিফ মাহমুদের বিদায়ে যা বললেন বিসিবি সভাপতি উদ্ধারের পর শিশু সাজিদকে মৃত ঘোষণা স্বর্ণের নতুন দাম নির্ধারণ, শুক্রবার থেকে কার্যকর স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি নিয়ে সারজিসের স্ট্যাটাস রুদ্ধশ্বাস অভিযানের বর্ণনা দিলেন ফায়ার সার্ভিস কর্মকর্তা সবাইকে নিয়ে নির্বাচন না হলে আমরা অংশগ্রহণ করব না : কাদের সিদ্দিকী দুর্নীতি ঢাকতে গোপন বৈঠক রসিদ দিয়ে ঘুষের ফান্ড ৩৮০১ কোটি টাকার প্রকল্পে পরামর্শেই খরচ ৮০৮ কোটি নিউ ইয়র্ক সিটির যে আসনে লড়বেন ল্যান্ডার, সমর্থন মামদানির সৌদিতে যে শর্তে মদ কিনতে পারবেন বিদেশিরা ভেনেজুয়েলা উপকূলে তেলবাহী জাহাজ জব্দ ট্রাম্পের ম্যানহাটনে ছুরিকাঘাতে সাবওয়ে স্টেশনের যাত্রী গুরুতর আহত জীবনে হারিয়ে যাওয়া উদ্দীপনা ফেরাবে ৪টি কাজ অস্ট্রেলিয়ায় কিশোরদের সামাজিক মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা কার্যকর জাহাঙ্গীরের অযোগ্যতার স্বীকারোক্তি নাকি দায়িত্বহীনতার প্রমাণ? – হত্যাকাণ্ড বন্ধে ম্যাজিক লাগে না, লাগে সৎসাহস আর যোগ্যতা