সাকিব কি জাতীয় দলে ফিরতে পারবেন? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ মার্চ, ২০২৫
     ৩:২৮ অপরাহ্ণ

সাকিব কি জাতীয় দলে ফিরতে পারবেন?

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ মার্চ, ২০২৫ | ৩:২৮ 92 ভিউ
সংবাদটা গতকালই এসেছে, যেখানে খেলতে গিয়ে বোলিংয়ে নিষেধাজ্ঞার খড়গ নেমে এসেছিল সেই ইংল্যান্ডের মাটিতেই বোলিং পরীক্ষায় পাস করেছেন সাকিব আল হাসান। খবরটা বেশ স্বস্তির অন্তত সাকিবের জন্য। এই নিষেধাজ্ঞার কারণেই যে ব্যাটার সাকিব খেলতে পারেননি চ্যাম্পিয়ন্স ট্রফির আসরে। শুধু কি তাই, ইসিবির এই এক সিদ্ধান্তেই যে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বাজার শেষ হতে বসেছিল সাকিবের। সেই বাজারটা যদি এবার ফেরত পাওয়া যায়। যদি আবারও ফেরা যায় ক্রিকেটে। মন্দ কি? সাকিবকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছেন তার ভক্তরাও। সাকিবকে কল্পনায় আবারও মাঠের ক্রিকেটে দেখছেন কেউ কেউ। অনেকে তো আরও কয়েক ধাপ এগিয়ে সাকিবকে দেখা শুরু করেছেন জাতীয় দলের জার্সিতে। সত্যিই কি এতটা সহজ সাকিবের

জাতীয় দলে ফেরা? সাকিব চাইলেই ফিরতে পারবেন? বন্ধ দরজা খোলা যায় এমন চাবি আছে সাকিবের হাতে? আর তাছাড়া সেই দরজা বন্ধের দায় কি কেবলই বিসিবির। তিনি নিজে এর জন্য কি কোনোভাবেই দায়ী নন? সাকিবের দায় খোঁজতে গেলে আবারও ফিরতে হবে সাত মাস আগে জুলাই আন্দোলনের সময়টাতে। তার রাজনৈতিক দল পতিত আওয়ামী লীগের কর্মীরা ও তাদের পুলিশ বাহিনী যখন নিরস্ত্র ছাত্র-জনতার ওপর ঝাঁপিয়ে পড়েছিল বন্ধুক-তলোয়ার হাতে। যখন প্রতিদিনই রাস্তায় লম্বা হচ্ছিল লাশের মিছিল। ভাইয়ের লাশ কাঁধে নিয়ে রাজপথে নেমেছিল বোন। রংপুরে পুলিশের বন্ধুকের সামনে বুক পেতে দিয়েছিল অন্যায়ের প্রতিবাদ জানানো আবু সাঈদ। আন্দোলনরত ছাত্রদের পিপাসার কষ্ট লাগবে পানি দিতে এসে যখন লাশ

হলেন মীর মুগ্ধ। যখন সাকিবের পরা বাংলাদেশের জার্সি গায়ে জড়িয়ে ছাত্রদের আন্দোলনে সমর্থন জানানোয় কারাগারে যেতে হয়েছিল ১৮ না পেরনো তরুণকে। তখন কোথায় ছিলেন সাকিব? সাকিবকে ভালোবেসে তার এমন হাজারো ভক্ত তখন সামাজিক যোগাযোগমাধ্যমে বারবার হ্যাশটেগ দিয়ে সাকিবকে এই আন্দোলনে পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছিলেন। অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিতে বলেছিলেন। দেশের সবচেয়ে বড় স্পোর্টস আইকনের কাছে এই দাবি কি খুব বেশি ছিল ভক্তদের? ক্ষমতার মোহ ভুলে তিনি কি পারতেন না সেদিন পদত্যাগের ঘোষণা দিতে। ছাত্রদের সমর্থন জানাতে? রাজপথে নেমে ছাত্রদের পাশে দাঁড়াবেন সাকিব; সেই আশা নিশ্চয় কেউ করেনি? কেবল চেয়েছিল সাকিবের কাছ থেকে ফেসবুকে একটা সমর্থন জানানো পোস্ট। বাস এ-টুকোয়। এটুকো দিতেই দেশের

পোস্টার বয়ের এত কার্পণ্য। অথচ, দেখুন সাত হাজার মাইল দূর আর্জেন্টিনা থেকে বাংলাদেশের ছাত্রদের পাশে দাঁড়িয়েছেন এঞ্জো ফার্নান্দেজ। বাংলাদেশে ছাত্ররা মারা গেছে তার কি দায় পড়েছে এখানে সমর্থন জানানোর? তবুও তিনি তা করেছেন বিবেকের তাড়নায়। যেমনটা আমরা প্রতিনিয়ত করছি ফিলিস্তিনিদের পক্ষে। নিপীড়িত রোহিঙ্গাদের পক্ষে, উইঘুর সম্প্রদায়ের পক্ষে। অথচ, যারা দেশ মৃত্যুপুরীতে রূপ নিয়েছে তার কোনো দায় নেই। ফেসবুকে ছাত্রদের পাশে দাঁড়ানোর বদলে বরং তিনি এই ছাত্রদেরই অপমান করেছেন। স্ত্রী ও পরিবার নিয়ে কানাডায় চিড়িয়াখানায় ঘুরে বেড়িয়েছেন। সেই ছবি পোস্ট দিয়ে ছাত্রদেরই অপমান করেছেন। মাঠে এক ভক্ত সাকিবকে ছাত্র আন্দোলনে সমর্থন জানাতে বললে, তিনি বরং পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছেন ওই ভক্তকেই। দেশের

জন্য আপনি কি করেছেন? সেই সাকিবকে আবারও দেশের জার্সিতে মাঠে দেখার স্বপ্ন কি করে দেখেন আপনি? প্রশ্ন করুণ নিজেকে- ৩৭ বছর বয়সি সাকিবের আর কি-ই-বা দেওয়ার আছে দেশকে? নয়তো সাকিবের মিল খুঁজুন তারাপদ রায়ের কবিতায়- আমরা যে গাছটিকে কৃষ্ণচূড়া ভেবেছিলাম যার উদ্দেশে ধ্রুপদী বিন্যাসে কয়েক অনুচ্ছেদ প্রশস্তি লিখেছিলাম গতকাল বলাইবাবু বললেন, ‘ঐটি বানরলাঠি গাছ।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নির্বাচনে কালো টাকার দৌরাত্ম্য ঠেকাতে মাঠে নামছে দুদক মিয়ানমার রোহিঙ্গাদের জীবনে নরক সৃষ্টি করেছে: গাম্বিয়া এবারও কলকাতার বইমেলায় থাকছে না বাংলাদেশ উত্তর-পশ্চিমের আট জেলায় শৈত্যপ্রবাহ দুর্ভোগে মানুষ চট্টগ্রাম বন্দরে পণ্য খালাসে অচলাবস্থা বিক্ষোভ ‘নিয়ন্ত্রণের’ দাবি ইরানের, যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপেও রাজি রাজধানীতে আজ কোথায় কী মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ ১৩ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি ভোট দেন না যে গ্রামের নারীরা অবৈধ ইটভাটায় পুড়ছে কাঠ গিলে খাচ্ছে ফসলি জমি মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্রে আগুন দরপত্র ছাড়াই ৬১০ কোটি টাকার টিকা কেনা : স্বচ্ছতা আর জবাবদিহিহীনতার নতুন নজির ছরে সাড়ে পাঁচ হাজার কোটি টাকা হারিয়ে যাচ্ছে, ইউনুসের অবৈধ সরকারের কিছু যায় আসে না কেরানীগঞ্জ কারাগারে ‘মানবেতর’ জীবন: ১৮০০ বন্দিকে ২৪ ঘণ্টা লকআপ ও খাবার বঞ্চনার অভিযোগ ছাত্রলীগ নেতার রক্তাক্ত বাংলাদেশ : যে সন্ত্রাসীদের হাত ধরে ক্ষমতায় এসেছিলেন, তাদেরই দমন করবেন কীভাবে? প্রলয় চাকী —৯০-এর দশকের জনপ্রিয় গায়ক ও সংগীত পরিচালক। জুলাইয়ের দাঙ্গার মাশুল দিচ্ছে লাখো শিক্ষার্থী : একে একে বন্ধ হচ্ছে বিদেশের দরজা অবৈধ ইউনুস সরকারের সাজানো নির্বাচন ,ভোট বর্জনের আহ্বান আগুনে পোড়া বাড়ি, রক্তে ভেজা মাটি : বিএনপি-জামায়াতের নির্বাচনী উপহার