ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ব্যাংকের সম্পদ মূল্যায়নে বিদেশি পরামর্শক নিয়োগে নীতিমালা
২১ দিনে দুই বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স
দেশের গণ্ডি পেরিয়ে যুক্তরাষ্ট্রে ‘কারকুমা’ ফাংশনাল ফুড
খাদ্যপণ্যের মূল্য বৃদ্ধি: সংকটে নিম্ন আয়ের মানুষ
উদ্বৃত্ত ধানের এলাকা রংপুরে চালের দামে নাভিশ্বাস
অর্থনীতিতে অশনিসংকেত, প্রবৃদ্ধি নামবে ৩.৮ শতাংশে
দ্বিগুণ পণ্য নিয়ে আবারও চট্টগ্রাম আসছে সেই পাকিস্তানি জাহাজ
সাউথইস্ট ব্যাংক-ইনস্টাশিওর-মাস্টারকার্ড কো-ব্র্যান্ডেড কার্ড চালু
সাউথইস্ট ব্যাংক পিএলসি ও ইনস্টাশিওর লিমিটেড মাস্টারকার্ডকে সঙ্গে নিয়ে একটি কো-ব্র্যান্ডেড টাইটেনিয়াম ক্রেডিট কার্ড এবং একটি প্রিপেইড কার্ড চালুর ঘোষণা দিয়েছে। নতুন কার্ডগুলোতে থাকবে বিভিন্ন বীমা ও স্বাস্থ্যসেবার সুবিধা, যেমন- কম প্রিমিয়াম প্ল্যান, দ্রুত দাবি প্রক্রিয়াকরণ ও নিষ্পত্তি, এবং স্বাস্থ্য পরীক্ষায় সাশ্রয়ী খরচের সুযোগ।
সাউথইস্ট ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসেন বলেন, ‘এই সহযোগিতা সাউথইস্ট ব্যাংকের গ্রাহকদের জন্য স্বাস্থ্যসেবা ও বীমা সুবিধাসহ উদ্ভাবনী সমাধান প্রদানের প্রতিশ্রুতিকে আরও জোরদার করবে। নতুন এই কার্ডগুলোর মাধ্যমে গ্রাহকরা শীর্ষস্থানীয় হাসপাতাল ও অন্যান্য চিকিৎসা কেন্দ্র থেকে স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন এবং পাশাপাশি কাস্টমাইজড বীমা প্ল্যানও উপভোগ করতে পারবেন। এছাড়া, এই অংশীদারিত্ব আমাদের ক্রেডিট
কার্ড পোর্টফোলিওকে আরও সমৃদ্ধ করবে, যেখানে বিভিন্ন সেগমেন্টের জন্য বৈচিত্র্যময় অফার রয়েছে।’ প্যাথলজি পরীক্ষা ও রেডিওলজিক্যাল ইমেজিংয়ের ওপর ছাড়ের পাশাপাশি, কার্ডহোল্ডাররা জীবন বীমা, দুর্ঘটনা বীমা ও অক্ষমতা বা বিকলাঙ্গতা বীমা পরিকল্পনার ক্ষেত্রে ৫ লাখ টাকা পর্যন্ত বিস্তৃত মেয়াদে কাভারেজ সুবিধা পাবেন। ইনস্টাশিওর প্ল্যাটফর্মের মাধ্যমে নতুন কার্ডহোল্ডাররা ‘সুইচ অন-সুইচ অফ’ বীমা ফিচার ব্যবহারের সুযোগও পাবেন।
কার্ড পোর্টফোলিওকে আরও সমৃদ্ধ করবে, যেখানে বিভিন্ন সেগমেন্টের জন্য বৈচিত্র্যময় অফার রয়েছে।’ প্যাথলজি পরীক্ষা ও রেডিওলজিক্যাল ইমেজিংয়ের ওপর ছাড়ের পাশাপাশি, কার্ডহোল্ডাররা জীবন বীমা, দুর্ঘটনা বীমা ও অক্ষমতা বা বিকলাঙ্গতা বীমা পরিকল্পনার ক্ষেত্রে ৫ লাখ টাকা পর্যন্ত বিস্তৃত মেয়াদে কাভারেজ সুবিধা পাবেন। ইনস্টাশিওর প্ল্যাটফর্মের মাধ্যমে নতুন কার্ডহোল্ডাররা ‘সুইচ অন-সুইচ অফ’ বীমা ফিচার ব্যবহারের সুযোগও পাবেন।