 
                                                        
                                ইউ এস বাংলা নিউজ ডেক্স                            
                        আরও খবর
 
                                তরুণদের লাইফস্টাইলে ডিজিটাল হাব
 
                                ঐতিহাসিক সোশ্যাল মিডিয়া মামলায় সাক্ষ্য দেবেন মার্ক জাকারবার্গ
 
                                ফোনের ছবি নিরাপদ রাখবেন যেভাবে
 
                                প্রাপ্তবয়স্কদের চ্যাটজিপিটি দিয়ে ‘ইরোটিক’ কনটেন্ট তৈরি করতে দেবে ওপেনএআই
 
                                বাংলাদেশ থেকে প্রতিবেশী দেশগুলোতে ব্যান্ডউইডথ দিতে চায় স্টারলিংক
 
                                ইসলামী ব্যাংকের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাকড
 
                                আসছে বছরের প্রথম সুপারমুন, বাংলাদেশে দেখা যাবে কবে?
রিচার্জেবল মাউস-কিবোর্ড নির্মাতা ওয়ালটন
 
                             
                                               
                    
                         প্রযুক্তি ব্র্যান্ডের দেশি নির্মাতা হিসেবে ওয়ালটন পিসি ও ল্যাপটপ প্রযুক্তিকে প্রতিনিয়ত সমৃদ্ধ করে চলেছে। তারই ধারাবাহিকতায় মেকানিক্যাল ও রিচার্জেবল কিবোর্ডসহ নতুন ছয়টি মডেলের কিবোর্ড ও কিবোর্ড-মাউস কম্বো উন্মোচন করেছে নির্মাতা ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ।
নতুন দুটি মডেলের ওয়্যারলেস মাউস বাজারে উন্মোচন করেছে বাংলাদেশি প্রযুক্তিপণ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান, যার একটি রিচার্জেবল ট্রান্সপারেন্ট মাউস। ওয়ালটন ও অ্যান্টিক ব্র্যান্ডে বাজারে আসা নতুন কিবোর্ড-মাউস দৃষ্টিনন্দন ও টেকসই। ওয়ালটন কিবোর্ডে রয়েছে বাংলা ও ইংরেজি ভাষায় লেখার সুবিধা।
নির্মাতা ওয়ালটন সূত্রে জানা গেছে, নতুন আসা মেকানিক্যাল কিবোর্ডের দুটি মডেল যথাক্রমে কেএমজিরোটু ও কেএমজিরোথ্রি। দাম যথাক্রমে ২ হাজার ৭৫০ ও ২ হাজার ৮৫০ টাকা।
দুটি মডেলের কিবোর্ডেই থাকছে ১০৪টি বাটন, 
যার মধ্যে ২৫টি কি অ্যান্টি-ঘোস্ট। অর্থাৎ ২৫টি কি একসঙ্গে প্রেস করে কমান্ড করা যাবে। মিক্সড রেইনবো লাইটিংযুক্ত ওয়ালটন ব্র্যান্ডের মেকানিক্যাল কিবোর্ড দেখতে সুদৃশ্য। দীর্ঘস্থায়ী ও টেকসই কিবোর্ডের বাটন লাইফ দীর্ঘস্থায়ী। ব্র্যান্ডটির মেকানিক্যাল কিবোর্ডের ফিচারের মধ্যে ইউএস লেআউট, ইউএসবি ইন্টারফেস, মেকানিক্যাল এক্সিস বাটন, ব্লু সুইচ, ১.৫ মিটার কেবল অন্যতম। অ্যান্টিক ব্র্যান্ডে আসা রিচার্জেবল ওয়্যারলেস কিবোর্ডের (ডব্লিউকেএসআর০০৫আরএন) মডেলের দাম মাত্র ১ হাজার ৭৫০ টাকা। ১০৪টি বাটনসমৃদ্ধ এক কোটি বাটন লাইফের আরজিবি ব্যাকলাইট ফিচারযুক্ত নতুন দুটি মডেলের ১.৬ মিটার কেবলের ওয়্যারড কিবোর্ডের দাম ১ হাজার ৪৯৫ টাকা।
                    
                                                          
                    
                    
                                    যার মধ্যে ২৫টি কি অ্যান্টি-ঘোস্ট। অর্থাৎ ২৫টি কি একসঙ্গে প্রেস করে কমান্ড করা যাবে। মিক্সড রেইনবো লাইটিংযুক্ত ওয়ালটন ব্র্যান্ডের মেকানিক্যাল কিবোর্ড দেখতে সুদৃশ্য। দীর্ঘস্থায়ী ও টেকসই কিবোর্ডের বাটন লাইফ দীর্ঘস্থায়ী। ব্র্যান্ডটির মেকানিক্যাল কিবোর্ডের ফিচারের মধ্যে ইউএস লেআউট, ইউএসবি ইন্টারফেস, মেকানিক্যাল এক্সিস বাটন, ব্লু সুইচ, ১.৫ মিটার কেবল অন্যতম। অ্যান্টিক ব্র্যান্ডে আসা রিচার্জেবল ওয়্যারলেস কিবোর্ডের (ডব্লিউকেএসআর০০৫আরএন) মডেলের দাম মাত্র ১ হাজার ৭৫০ টাকা। ১০৪টি বাটনসমৃদ্ধ এক কোটি বাটন লাইফের আরজিবি ব্যাকলাইট ফিচারযুক্ত নতুন দুটি মডেলের ১.৬ মিটার কেবলের ওয়্যারড কিবোর্ডের দাম ১ হাজার ৪৯৫ টাকা।



