ভাতা বাড়ছে, কমবে নিত্যপণ্যের দাম – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ জুন, ২০২৫
     ১০:০৪ পূর্বাহ্ণ

আরও খবর

ভারত থেকে পোশাক কেনা স্থগিত করছে মার্কিন কোম্পানি

জুলাইয়ে আবারও বেড়েছে মূল্যস্ফীতি

শুল্ক ইস্যুতে বিশ্ববাজারে বাড়ল সোনার দাম

পোশাক রপ্তানি কমেছে ১২ শতাংশ

গাজীপু‌রের টঙ্গীতে একটি ট্রাভেল ব্যাগের মধ্যে অজ্ঞাত এক ব্যক্তির খ‌ণ্ডিত মরদেহ উদ্ধার করা হ‌য়ে‌ছে। শুক্রবার সকাল সাড়ে ৯টায় স্টেশন রোডের সামনের রাস্তা থেকে ব‌্যাগের ভেতরে থাকা মরদেহ উদ্ধার ক‌রেন পূর্ব থানা পু‌লিশ। প্রত্যক্ষদর্শীরা জানায়, পরিত্যক্ত অবস্থায় একটি ট্রাভেল ব্যাগ পড়ে ছিল। প‌রে ব্যাগ‌টি দে‌খে স‌ন্দেহ হ‌লে পু‌লিশ‌কে খবর দেন তারা। পু‌লিশ জানায়, স্থানীয়রা ব্যাগ‌টি দে‌খে পু‌লিশ‌কে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাগ খুলে অজ্ঞাত পুরুষ ব্যক্তির খ‌ণ্ডিত মরদেহ দেখতে পায়। ব্যাগটি শেষ রাতের কোনো এক সময় স্টেশন রোড এলাকায় দুর্বৃত্তরা ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, অজ্ঞাত মরদেহের পরিচয় শনাক্তের কাজ চলছে। ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

দেশে আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

আজকের স্বর্ণের দাম: ৭ আগস্ট ২০২৫

ভাতা বাড়ছে, কমবে নিত্যপণ্যের দাম

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ জুন, ২০২৫ | ১০:০৪ 54 ভিউ
২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বেশ কিছু পদক্ষেপের প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। গতকাল সোমবার এই বাজেট উপস্থাপনকালে তিনি জানান, বিভিন্ন ভাতার পরিমাণ বৃদ্ধি, খাদ্যবান্ধব কর্মসূচির সম্প্রসারণ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর কর কমানো, স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে পণ্য সরবরাহ এবং স্বাস্থ্য খাতে বিনামূল্যে চিকিৎসাসেবার জন্য অতিরিক্ত বরাদ্দ প্রস্তাব করা হয়েছে। যুব উন্নয়ন ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে বিশেষ তহবিল গঠনেও বরাদ্দ রাখা হয়েছে। এই উদ্যোগগুলো সাধারণ মানুষের মধ্যে স্বস্তি আনবে বলে মনে করছেন অর্থ উপদেষ্টা। অর্থ উপদেষ্টা বাজেট বক্তৃতায় জানান, বাজেটে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতা এবং মাথাপিছু বরাদ্দ উভয়ই বৃদ্ধি করার প্রস্তাব

করা হয়েছে। ফলে উল্লেখযোগ্যসংখ্যক সুবিধাভোগী উপকৃত হবেন। সামাজিক নিরাপত্তার বেষ্টনীর ভাতা বৃদ্ধি করা হয়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে বর্তমানে ১ শতাংশ উৎস কর থেকে ০.০৫ করা হচ্ছে। এতে করে দাম কমে যাবে—ধান, গম, আলু, পেঁয়াজ, রসুন, মটরশুঁটি, ছোলা, মসুর ডাল, আদা, হলুদ, শুকনো মরিচ, ডাল, ভুট্টা, মোটা আটা, আটা, লবণ, চিনি, ভোজ্যতেল, কালোজিরা, গোলমরিচ, দারুচিনি, বাদাম, লবঙ্গ, খেজুর, ক্যাসিয়া পাতা, কম্পিউটার ও কম্পিউটারের যন্ত্রাংশ এবং সব ধরনের ফলের। সেক্ষেত্রে এসব পণ্যের দাম কমতে পারে, যা সাধারণ মানুষের জন্য স্বস্তির হবে। অর্থ উপদেষ্টা বলেন, বয়স্ক ভাতা ৬০০ থেকে ৬৫০ টাকা, বিধবা ৫৫০ থেকে ৬৫০ টাকা, প্রতিবন্ধীদের ভাতা ৮৫০ টাকা থেকে ৯০০

টাকা, মা ও শিশু সহায়তা কর্মসূচির ভাতা ৮০০ থেকে ৮৫০ টাকা করা হয়েছে। অনগ্রসর জনগোষ্ঠীর ভাতা ৬৫০ টাকায় উন্নীত করার প্রস্তাব করা হয়েছে। ভাতা বৃদ্ধির ফলে প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক সক্ষমতা বৃদ্ধি পাবে এবং তাদের দৈনন্দিন চাহিদা পূরণে সহায়তা হবে বলে মনে করছেন অর্থ উপদেষ্টা। এ ছাড়াও, মূল্যস্ফীতির চাপ মোকাবিলায় সাধারণ মানুষের জন্য আরও কিছু পদক্ষেপের কথা প্রস্তাব করে অর্থ উপদেষ্টা বলেন, টিসিবির মাধ্যমে ৫৭ লক্ষ পরিবারকে স্মার্ট ফ্যামিলি কার্ডের ভিত্তিতে মসুর ডাল, সয়াবিন তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ করা হচ্ছে। এই কার্যক্রম প্রান্তিক জনগোষ্ঠীর জন্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমার পরিমাণ বাড়বে। আগামী অর্থবছরে খাদ্যবান্ধব কর্মসূচির মেয়াদ ৬ মাসে উন্নীত করার প্রস্তাব

করা হয়েছে, যা বর্তমানে সহায়তাপ্রাপ্ত ৫০ লাখ পরিবারের জন্য বড় স্বস্তি বয়ে আনবে। একই সঙ্গে, আরও ৫ লাখ নতুন পরিবারকে এই কর্মসূচির আওতায় অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে, যাতে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর পরিধি আরও বাড়াবে। দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আগামী অর্থবছরে তাদের বিনামূল্যে চিকিৎসাসেবার অতিরিক্ত ৪ হাজার ১৬৬ কোটি টাকা এবং সম্প্রসারিত টিকাদান কর্মসূচির জন্য ১ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। অর্থ উপদেষ্টা বলেন, যুব সমাজের শক্তি ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে দক্ষ যুবশক্তির আত্মকর্মসংস্থান সৃষ্টির জন্য সারা দেশে সফল যুব উদ্যোক্তাদের জন্য ঋণের সিলিং বৃদ্ধি করে ৫ লাখ টাকায় উন্নীত করা হয়েছে। এ ছাড়া, তরুণ উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে ১০০

কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠন করা হবে। ১০ লাখ ৪০ হাজার দুস্থ মহিলাকে মাসে ৩০ কেজি হারে চাল প্রদান করা হচ্ছে। বাজেটে এসব উদ্যোগের প্রতিক্রিয়ায় সন্তুষ্টি প্রকাশ করে লালবাগের বাসিন্দা শাহজাহান বলেন, আমরা বাজেটের এত বড় অঙ্ক বুঝি না। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমবে কি-না সেটা মুখ্য বিষয়। বাজেটে নিত্যপণ্যের দাম কমবে বলে অর্থ উপদেষ্টা যে প্রতিশ্রুতি দিয়েছেন, সেটা যেন বাস্তবে দেখতে পারি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অল্পস্বল্প গাঁজা সেবনে মিলবে ছাড়! ট্রাম্পই তা চাইছেন? ঘনিষ্ঠ মহলে মার্কিন প্রেসিডেন্টের মন্তব্যে জল্পনা ট্রাম্পের ‘ডেটিং’ প্রস্তাব নিয়ে মুখ খুললেন এমা থম্পসন গণশুনানিতে দুদক চেয়ারম্যানকে জুতা নিক্ষেপ করে ‘ক্ষোভ ঝারলেন’ বৃদ্ধ ‘শিক্ষার্থীরা হলে এআই ব্যবহার করে পরীক্ষা দিচ্ছে, প্রিন্সিপাল বসে চা খাচ্ছেন’ পরিবহন ধর্মঘট প্রত্যাহার ডেঙ্গুতে আরও ৩ জনেরসন মৃত্যু, হাসপাতালে ৪৪৮ চাঁদাবাজির মামলায় মোজাম্মেল বাবু গ্রেপ্তার প্রাণনাসের হুমকিতে ফুলবাড়ীতে ১৩ বছর ধরে অনাবাদি জমি দুর্গাপুরে হত্যাকাণ্ডের জেরে ফের হামলায় নিহত ১ যুবককে তিন টুকরো করে খালে ফেলে দিলো দম্পতি ভুয়া তথ্য দিয়ে ভাইরাল আনিসা, পরীক্ষায় বসতে দেবে না বোর্ড সারাদিন মোটরসাইকেলে ঘুরিয়ে রাতে ছেলেকে পুকুরে ফেলে দিলেন বাবা ৩৩টি অত্যাবশ্যকীয় ওষুধের দাম কমেছে হলে রাজনীতি বিরোধিতার পেছনে নিপীড়নের স্মৃতি ও নতুন তৎপরতা হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে জাবিতে বিক্ষোভ উপদেষ্টাদের সততার ওপরের পূর্ণ আস্থা প্রকাশ করল বিএনপি রাজধানীর নিউমার্কেট এলাকা থেকে ১১০০ ধারালো অস্ত্র উদ্ধার সিঙ্গাপুরের সামনে যত চ্যালেঞ্জ গাজীপুরে পদ্মা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে এনসিপি নেতার পদত্যাগ