বিএনপির হুম্মাম ছাড়াও ৬ জন, জামায়াতের আমিরুজ্জামান – ইউ এস বাংলা নিউজ




বিএনপির হুম্মাম ছাড়াও ৬ জন, জামায়াতের আমিরুজ্জামান

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ মার্চ, ২০২৫ | ৬:১০ 7 ভিউ
চট্টগ্রামের শস্যভান্ডারখ্যাত গুমাই বিল পড়েছে রাঙ্গুনিয়া উপজেলায়। সবজি উৎপাদনেও রয়েছে এই উপজেলার খ্যাতি। লুসাই কন্যা কর্ণফুলী নদীর দুপাশের পাহাড় ও সমতল বিস্তৃত সবুজ জনপদ রাঙ্গুনিয়া। চট্টগ্রাম-৭ সংসদীয় আসনে রাঙ্গুনিয়ার ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভার সঙ্গে যুক্ত হয়েছে পাশের বোয়ালখালী উপজেলার শ্রীপুর-খরনদ্বীপ ইউনিয়নও। এ আসনের পরবর্তী সংসদ সদস্য প্রার্থী নিয়ে রাজনৈতিক দলগুলোয় শুরু হয়ে গেছে নানা জল্পনা-কল্পনা আর হিসাবনিকাশ। বিগত তিন মেয়াদে অনুষ্ঠিত সংসদ নির্বাচনে ভোটের দেখা পাননি ভোটাররা। প্রশ্নবিদ্ধ এসব নির্বাচনে একক আধিপত্য ছিল বর্তমানে বিদেশে পলাতক সাবেক মন্ত্রী ড. হাছান মাহমুদের। ৫ আগস্ট পট পরিবর্তনের পর সেই হিসাব এবার পালটে গেছে। যুদ্ধাপরাধের অভিযোগে ‘সাজানো মামলায়’ মৃত্যুদণ্ড দেওয়া সালাউদ্দিন কাদের চৌধুরীর

ছেলে ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী এই আসন থেকে এবার নির্বাচনের জন্য কোমর বেঁধে নেমেছেন। তিনি ছাড়াও আরও অন্তত ৬ বিএনপি নেতা চান মনোনয়ন। আর জামায়াতের একক প্রার্থী হিসেবে আছেন অধ্যক্ষ মাওলানা আমিরুজ্জামান। চট্টগ্রাম-৭ আসন থেকে একাধিকবার বিএনপির প্রার্থী জয়লাভ করেছিলেন। সেই আসন ফিরে পেতে এবার মাঠে বিএনপি। তবে বিএনপিতে বিভক্তি থাকায় ভোটের মাঠ এখনো চাঙা হয়নি। পতিত আওয়ামী লীগ মাঠছাড়া হওয়ার পর বিএনপির গ্রুপিং অনেকটা প্রকাশ্যে দেখা যাচ্ছে। এ আসনে হুম্মাম কাদের চৌধুরীর প্রার্থী হওয়ার কথা শোনা যাচ্ছে। পাশের উপজেলা রাউজানে বাড়ি হলেও হুম্মাম কাদের সম্প্রতি রাঙ্গুনিয়ার খামারবাড়িতে ইফতার মাহফিলে দেওয়া বক্তব্যে নির্বাচনে প্রার্থী হওয়ার ইঙ্গিত

দিয়েছেন। বিএনপি থেকে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ইউনুছ চৌধুরী, রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক কুতুব উদ্দিন বাহার, সদস্য সচিব ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু আহমেদ হাসনাত, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য শওকত আলী নূর, অধ্যাপক আজম খাঁন ও চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এসএ মুরাদ চৌধুরী প্রার্থী হবেন বলে শোনা যাচ্ছে। এ আসনে জামায়াতে ইসলামী কোনো সময় বিজয়ী না হলেও পট পরিবর্তনের পর ভিন্নভাবে মাঠে আগাচ্ছে তারা। আওয়ামী লীগ সরকারের সময় তারা প্রকাশ্যে রাজনীতিতে সক্রিয় না থাকলেও এবার সাংগঠনিক সভা-সমাবেশ ও ইফতার মাহফিলের মাধ্যমে অবস্থান জানান দিচ্ছেন। সম্প্রতি ঘোষিত জামায়াতের প্রার্থী কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অধ্যক্ষ

মাওলানা আমিরুজ্জামান সাংগঠনিকভাবে প্রায় ইফতার মাহফিলে যোগ দিচ্ছেন। লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ-সদস্য মো. নুরুল আলম তালুকদারও এবার নিজের দল থেকে প্রার্থী হবেন বলে শোনা যাচ্ছে। বিগত সময়ে একতরফা বিতর্কিত নির্বাচনে তিনি ড. হাছান মাহমুদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন জাতীয় ঐক্য ফ্রন্ট থেকে। ধানের শীষ প্রতীকে তিনি নির্বাচন করেছিলেন। এছাড়া জাতীয় পার্টি, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ও ইসলামী ঐক্যজোটও প্রার্থী দেবে। বিএনপি থেকে ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনে হেভিওয়েট নেতা প্রয়াত সালাউদ্দিন কাদের চৌধুরী প্রার্থী হন। প্রথম দুটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী প্রয়াত সাদেক চৌধুরীকে হারিয়ে জয়ী হন তিনি। ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের ড. হাছান মাহমুদ জয়ী হন।

২০১৪ সালের একতরফা নির্বাচনে ভোটে অংশ নেয়নি বিএনপি। কিন্তু ২০১৮ সালের নির্বাচনে মনোনয়ন দৌড়ে থাকা বিএনপির প্রার্থীকে পেছনে ফেলে জোট শরিক এলডিপির প্রেসিডিয়াম সদস্য নুরুল আলম ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নেন। ওই সময় প্রথমে মনোনয়ন দেওয়া হয় বিএনপির অধ্যাপক কুতুব উদ্দিন বাহারকে। একদিন পর পরিবর্তন করে দেওয়া হয় নুরুল আলমকে। ত্রয়োদশ সংসদ নির্বাচনেও মনোনয়ন পেতে আশায় রয়েছেন বিএনপির কয়েকজন নেতা। পাশাপাশি রাউজানের সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবারও তৎপর এই আসনে অতীতের ধারাবাহিকতা রক্ষায়। তবে বিএনপির অনেক নেতাকর্মী মনে করছেন, বিএনপির আসন পুনরুদ্ধারে ভোটের মাঠে ‘বহিরাগত’ আর ‘রাঙ্গুনিয়ার ছেলে’ ইস্যু না টেনে যার হাতেই ধানের শীষ প্রতীক দেওয়া হোক না কেন,

প্রার্থীকে জিতিয়ে আনতে একাট্টা হয়ে কাজ করা উচিত। জানতে চাইলে মনোনয়নপ্রত্যাশী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী বলেন, আমার বাবার স্বপ্ন ছিল রাঙ্গুনিয়াবাসীকে নিয়ে সারা জীবন তাদের পাশে থাকার। তাই আমারও ইচ্ছা, রাঙ্গুনিয়াবাসীর পাশে থেকে বাবার অসম্পূর্ণ কাজ সম্পন্ন করা। ইনশাআল্লাহ দল যদি মনোনয়ন দেয়, তাহলে আমি রাঙ্গুনিয়া থেকেই নির্বাচনে লড়ব। আর দল যাকে মনোনয়ন দেবে, তার হয়েই কাজ করব। দলের সিদ্ধান্তই চূড়ান্ত। আশা করি, দল মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে সবকিছু বিবেচনা করবে। রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক কুতুব উদ্দিন বাহার বলেন, রাঙ্গুনিয়ার মানুষের সুখ-দুঃখে সব সময় পাশে ছিলাম। ভবিষ্যতেও থাকব। রাজনীতি করতে গিয়ে গত ১৬ বছর জেল-জুলুম, নির্যাতন সহ্য করেছি।

তবুও দল ছেড়ে যাইনি। ২০১৮ সালের নির্বাচনে দল আমাকে মনোনয়ন দেওয়ার পর আবার নিয়ে নেয়। দলের নির্দেশনা মেনে প্রার্থী হইনি। আশা করছি, দল আমাকে এবার নিরাশ করবে না। জামায়াতের প্রার্থী অধ্যক্ষ মাওলানা আমিরুজ্জামান বলেন, দল থেকে আমাকে মনোনয়ন দিয়েছে। অবশ্যই আমি দলের মান রাখার চেষ্টা করব। আমি পেশাগত কারণে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে জড়িত ছিলাম। আমার প্রচুর ছাত্র-শুভাকাঙ্ক্ষী রয়েছে। প্রতিদিন ইফতার মাহফিলে যোগ দিয়ে প্রচুর সাড়া পাচ্ছি। আমার বিশ্বাস, নির্বাচনে তারা আমাকে রায় দেবে। বিগত ৬টি জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এ আসনে একক কোনো দলের আধিপত্য নেই। স্বাধীনতার পর ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে এমপি হয়েছিলেন আওয়ামী লীগের প্রার্থী ডা. ক্যাপ্টেন আবুল কাশেম। ১৯৭৯ সালের নির্বাচনে বিজয়ী হন তৎকালীন মুসলিম লীগ নেতা রাউজানের প্রয়াত ফজলুল কাদের চৌধুরীর জ্যেষ্ঠ সন্তান প্রয়াত সালাউদ্দিন কাদের চৌধুরী। ১৯৮৬ সালে জাতীয় পার্টির টিকিটে তার ভাই গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বিজয়ী হন। ১৯৮৮ সালে জাতীয় পার্টির মোহাম্মদ নজরুল ইসলাম জয়ী হন। ১৯৯১ সালে জয়ী হন ৮ দলীয় জোটের প্রার্থী নৌকা প্রতীকে কমিউনিস্ট পার্টির নেতা প্রয়াত মোহাম্মদ ইউসুফ। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি বিজয়ী হন বিএনপির বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ নুরুল আলম। ১৯৯৬ সালের ১২ জুন জয়ী হন বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী। ২০০১ সালেও সালাউদ্দিন কাদের চৌধুরী জয়ী হন। ২০০৮ সালে আওয়ামী লীগ নেতা ড. হাছান মাহমুদ জয়ী হন। ২০১৪ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হাছান মাহমুদ নির্বাচিত হন। ২০১৮ সালের প্রশ্নবিদ্ধ নির্বাচনেও হাছান মাহমুদ এমপি নির্বাচিত হন। সবশেষ ২০২৪ সালের ‘ডামি’ নির্বাচনেও হাছান মাহমুদ চতুর্থবার এমপি নির্বাচিত হয়েছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুদ্ধবিরতির ‘নতুন প্রস্তাবে’ সম্মত যুক্তরাষ্ট্র-হামাস, নিশ্চুপ ইসরাইল পবিত্র কাবায় একদিনে ৩০ লাখ মুসল্লির নামাজ আদায় সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা হচ্ছে: মির্জা ফখরুল ঢাবিতে পহেলা বৈশাখে যা করা যাবে, যা করা যাবে না তামিমের জন্য সবাই দোয়া করবেন: সাকিব কারাগারের ভেতরে কী কী অসুবিধা হয় জানালেন রিয়া সেনাবাহিনীকে জনগণের বিরুদ্ধে অবস্থান না নেওয়ার আহ্বান হাসনাতের ঈদে ট্রেন ও সরকারি বাসের ভাড়া অর্ধেক করার আহ্বান পিনাকীর যুদ্ধবিরতির ‘নতুন প্রস্তাবে’ সম্মত যুক্তরাষ্ট্র-হামাস, নিশ্চুপ ইসরাইল পরকীয়া সন্দেহে স্ত্রীকে গুলি, ৩ সন্তানকে খুন ট্রাম্পের সাবেক পুত্রবধূর সঙ্গে সম্পর্কে জড়ালেন টাইগার উডস ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু ৮ মে হাইকোর্টের দুই বিচারপতিকে আপিল বিভাগে নিয়োগ ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্র-রাশিয়া আলোচনা শুরু সৌদিতে ইসরাইলের বিরুদ্ধে সম্মিলিত পদক্ষেপ নিতে মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান ইরানের দ্রুত বিচারের দাবিতে শহিদ পরিবারের সদস্যদের ট্রাইব্যুনাল ঘেরাও চিকিৎসক জানালেন, এখনো শঙ্কামুক্ত নন তামিম ইমাম-মুয়াজ্জিনরা পাচ্ছেন সুদমুক্ত ক্ষুদ্রঋণ দেশে বেড়েছে দারিদ্র্য ও খাদ্য নিরাপত্তাহীনতা অবৈধভাবে চললেও মোবাইল কোর্টে বৈধতা পেল বেসরকারি হাসপাতাল