বাজার নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ ডিসেম্বর, ২০২৫
     ৬:৪৫ পূর্বাহ্ণ

বাজার নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ ডিসেম্বর, ২০২৫ | ৬:৪৫ 17 ভিউ
বাজার নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা খাদ্যদামে আগুন, আয় বাড়ছে না মূল্যস্ফীতির চাপে দিশাহারা সাধারণ মানুষ কঠোর মুদ্রানীতি কার্যকর থাকা সত্ত্বেও দেশে মূল্যস্ফীতি আবার ঊর্ধ্বমুখী। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্যানুযায়ী, চলতি বছরের নভেম্বরে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮ দশমিক ২৯ শতাংশ, যা অক্টোবরে ছিল ৮ দশমিক ১৭ শতাংশ। মাত্র এক মাসের ব্যবধানে এই বৃদ্ধি নতুন করে মূল্যচাপ বাড়ার ইঙ্গিত দিচ্ছে। যদিও গত বছরের একই সময়ে মূল্যস্ফীতি ছিল ১১ দশমিক ৩৮ শতাংশ, বাস্তবে মানুষের জীবনযাত্রার ব্যয় তাতে কমেনি। খাদ্যদ্রব্যের লাগামহীন দাম, টাকার অবমূল্যায়ন ও মজুরি বৃদ্ধির স্থবিরতায় সাধারণ মানুষের প্রকৃত আয় আরও সংকুচিত হচ্ছে। খাদ্যদামই এখন মূল্যস্ফীতির প্রধান চালক নভেম্বরে জাতীয় পর্যায়ে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৭ দশমিক

৩৬ শতাংশ, যা অক্টোবরে ছিল ৭ দশমিক ০৮ শতাংশ। শহরে খাদ্য মূল্যস্ফীতি ৭ দশমিক ৬১ শতাংশ এবং গ্রামে তা ৭ দশমিক ২৭ শতাংশ। শীত মৌসুমে কৃষিপণ্যের সরবরাহ বাড়লে সাধারণত সবজির দাম কমার কথা। কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, ফুলকপি বিক্রি হচ্ছে ৫০ টাকা পিস, বেগুন ৮০ টাকা কেজি, মুলা ৪০ টাকা, করলা ১০০ টাকা, শসা ও গাজর ৮০ টাকা, শালগম ৬০ টাকা, বরবটি ৬০ থেকে ৮০ টাকা, কাঁচামরিচ ১৪০ টাকা কেজি, পেঁপে ৪০ টাকা এবং নতুন আলু ১২০ টাকা কেজি দরে। এই দরে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মাসিক বাজার ব্যয় প্রায় দ্বিগুণ করে

তুলেছে। বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, “তিন দিনে পেঁয়াজের দাম ৫০ টাকা বাড়া কোনোভাবেই উৎপাদন বা সরবরাহ সংকটের কারণে হতে পারে না। এটি বাজার নিয়ন্ত্রণ কাঠামোর দুর্বলতার সুযোগ নিয়ে সৃষ্ট কারসাজি।” বিগত সরকারের সময় বাজারে তুলনামূলক স্থিতিশীলতা করোনা মহামারি ও বৈশ্বিক অস্থিরতার সময়েও বিগত সরকার বাজারে তুলনামূলক নিয়ন্ত্রণ ধরে রাখতে পেরেছিল বলে মনে করছেন বিশ্লেষকরা। সে সময়ে টিসিবির মাধ্যমে নিয়মিত ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, আমদানিতে রাষ্ট্রীয় হস্তক্ষেপ, নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং কৃষিপণ্য পরিবহনে সরকারি সহায়তা ছিল দৃশ্যমান। এসব পদক্ষেপের কারণে হঠাৎ করে অস্বাভাবিক দামের ঊর্ধ্বগতি তুলনামূলকভাবে কম ছিল। বর্তমান সরকারের ব্যর্থতার জায়গা যেখানে বাজার বিশেষজ্ঞদের মতে, বর্তমান সরকারের বড় ব্যর্থতা তিনটি

জায়গায় স্পষ্ট। এক. বাজার তদারকির দুর্বলতা পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান এম মাশরুর রিয়াজ বলেন, “শীতকালেও সবজির দাম না কমা সরবরাহ শৃঙ্খলে কারসাজির স্পষ্ট প্রমাণ। কার্যকর বাজার তদারকির অভাবে অসাধু ব্যবসায়ীরা সহজেই দাম বাড়িয়ে দিচ্ছে।” দুই. টাকার অবমূল্যায়ন ও আমদানি ব্যয় বৃদ্ধি টাকার মান কমে যাওয়ায় আমদানি-নির্ভর খাদ্যপণ্য, ভোজ্যতেল, ডাল ও গমের দাম বেড়েছে। অথচ সরকার কৌশলগত মজুত বা ভর্তুকি কার্যক্রম জোরদার করতে পারেনি। তিন. উৎপাদন ও পরিবহন ব্যয় নিয়ন্ত্রণে ব্যর্থতা জ্বালানি, সার, কৃষি উপকরণ ও পরিবহন ব্যয় বৃদ্ধির কারণে উৎপাদক পর্যায়েই খরচ বেড়ে গেছে। এই অতিরিক্ত খরচ শেষ পর্যন্ত ভোক্তার ওপরই চাপিয়ে দেওয়া হচ্ছে। মজুরি বাড়লেও প্রকৃত আয় কমছে নভেম্বরে সার্বিক মজুরি প্রবৃদ্ধি ছিল ৮ দশমিক ০৪ শতাংশ, যা

একই মাসের মূল্যস্ফীতির ৮ দশমিক ২৯ শতাংশের নিচে। ফলে দেশের শ্রমজীবী মানুষের প্রকৃত আয় কমছে। টানা ৪৫ মাস ধরে মজুরি বৃদ্ধি মূল্যস্ফীতির সঙ্গে তাল মেলাতে পারছে না। খাতভিত্তিক হিসাবে কৃষিখাতে মজুরি বেড়েছে ৮ দশমিক ১৪ শতাংশ, শিল্পখাতে ৭ দশমিক ৮৬ শতাংশ এবং সেবাখাতে ৮ দশমিক ২২ শতাংশ। অর্থনীতিবিদদের মতে, এই মজুরি বৃদ্ধি উচ্চ মূল্যস্ফীতির চাপ সামাল দিতে সম্পূর্ণ অপর্যাপ্ত। এর ফলে শ্রমজীবী মানুষ সঞ্চয় হারাচ্ছে, পুষ্টিহীনতায় ভুগছে এবং ঋণনির্ভর হয়ে পড়ছে। নন-ফুড মূল্যস্ফীতিও স্বস্তি দিচ্ছে না নভেম্বরে নন-ফুড মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ০৮ শতাংশে, যা অক্টোবরে ছিল ৯ দশমিক ১৩ শতাংশ। তবে গ্রামে এর হার ৯ দশমিক ২৪ শতাংশ এবং শহরে ৮

দশমিক ৯১ শতাংশ। বাসা ভাড়া, চিকিৎসা, শিক্ষা ও পরিবহন ব্যয় সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার অনেক বাইরে চলে যাচ্ছে। কারসাজির দায় কার বিশ্লেষকদের মতে, খাদ্যদাম বৃদ্ধির পেছনে উৎপাদন সংকটের চেয়ে বাজার কারসাজির ভূমিকা বেশি। প্রশাসনিক নজরদারির দুর্বলতা অসাধু ব্যবসায়ীদের উৎসাহিত করছে। পাশাপাশি টাকার অবমূল্যায়ন ও আমদানি ব্যয় নিয়ন্ত্রণে সরকারের কার্যকর ভূমিকার অভাব পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। মজুরি বৃদ্ধি টানা মূল্যস্ফীতির কাছে পরাজিত হচ্ছে বলেও মনে করছেন তারা। দেশের মূল্যস্ফীতি এখন আর শুধু একটি অর্থনৈতিক সূচক নয়, এটি সাধারণ মানুষের দৈনন্দিন টিকে থাকার লড়াইয়ের অংশ হয়ে উঠেছে। খাদ্যদাম নিয়ন্ত্রণের বাইরে, মজুরি পিছিয়ে, টাকার মান কমছে এবং বাজার তদারকি দুর্বল হয়ে পড়েছে। সব মিলিয়ে মানুষের জীবনযাত্রা

ক্রমেই দুর্বিষহ হয়ে উঠছে। বিশেষজ্ঞদের মতে, শুধু কঠোর মুদ্রানীতির মাধ্যমে এই সংকট মোকাবিলা করা সম্ভব নয়। প্রয়োজন শক্তিশালী বাজার নজরদারি, সরবরাহ ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং শ্রমজীবী মানুষের আয় বাড়ানোর বাস্তবভিত্তিক উদ্যোগ। তা না হলে উচ্চ মূল্যস্ফীতি দেশের সামাজিক ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য বড় ঝুঁকি হয়ে উঠবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিজয়ের মাস ডিসেম্বর ছয় বছরের শান্তি, মাত্র ছয় মাসেই নরক : নোবেলজয়ী ইউনুস সরকারের আরেকটি অর্জন সুন্দরবনে! সুদখোরের দেশে রিকশাচালকের মৃত্যু : যে লোক নোবেল পেয়েছিল গরিবের রক্ত চুষে আওয়ামী লীগের জনপ্রিয় নেতৃত্বকে দুর্বল করতে পরিকল্পিত আগুন–সন্ত্রাস? জামায়েতকে ভোট না দিলে পিঠের চামড়া থাকবে না —ভোটারদের হুমকি দিচ্ছেন প্রার্থীরা বহুদিন ধরে বিএনপি–জামায়াত এবং সুশীল সমাজের একটি অংশ ২০১৩ সালের ৫ মে আওয়ামী লীগ রাজধানীর মোহাম্মদপুরে দিনেদুপুরে মা মেয়েকে কুপিয়ে হত্যা GSOMIA এবং ACSA চুক্তি সরাসরি নাকচ, ফলে আমেরিকার সাথে পূর্ণ দ্বৈরথ শেখ হাসিনার! ‘দেশ ধ্বংস করে ফেলছে এই স্টুপিড জেনারেশন’—জুলাই থেকে চলমান অরাজকতায় অতিষ্ঠ জনতা, ভাইরাল নারীর ক্ষোভ ঢাকার ডেমরায় ইউপি চেয়ারম্যানের ছোট ভাইকে নির্মমভাবে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ বাজার নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা মাইকিং নিষিদ্ধ, রাতের আঁধারে তড়িঘড়ি দাফন: তবুও দমানো গেল না যুবলীগ নেতা রেজাউলের জানাজার জনস্রোত ৮ ডিসেম্বর ১৯৭১ দেশে পূর্ণাঙ্গ সিরিজ খেলে অবসর নেবেন সাকিব, কাজ করতে চান মানুষের জন্য দুর্নীতির বরপুত্র’র মুখে নীতি কথা শীতের ভরা মৌসুমেও অসহনীয় সবজির দাম মোহাম্মদপুরে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, গৃহকর্মী পলাতক দুবাইয়ের চাকরির প্রলোভনে পাকিস্তানে জঙ্গি প্রশিক্ষণ ঐতিহাসিক অডিওতে জিয়ার স্বীকারোক্তি: বঙ্গবন্ধুর নামেই স্বাধীনতার ঘোষণা, স্লোগান ছিল ‘জয় বাংলা’ ‘ভুয়া তথ্যে চাকরি, ধরা পড়ে পায়ে ধরে কান্না’: শাহরিয়ার কবিরের জালিয়াতির মুখোশ উন্মোচন করলেন ব্যারিস্টার জিন্নাত আলী চৌধুরী