বাংলাদেশে বন্যাদূর্গতদের সহায়তায় অর্থ দিলো বাংলাদেশ এসোসিয়েশন অব ডেলোয়ার ভ্যালি – ইউ এস বাংলা নিউজ




বাংলাদেশে বন্যাদূর্গতদের সহায়তায় অর্থ দিলো বাংলাদেশ এসোসিয়েশন অব ডেলোয়ার ভ্যালি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ ফেব্রুয়ারি, ২০২৫ | ৫:৪৪ 72 ভিউ
বাংলাদেশে গত বছরের বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় টিবিএন টুয়েন্টিফোর নিউজ নেটওয়ার্কের ফান্ডে এক হাজার ডলার দিয়েছে বাংলাদেশ এসোসিয়েশন অব ডেলোয়ার ভ্যালি। স্থানীয় সময় শনিবার (২৫ জানুয়ারী) নিউ ইয়র্কে টিবিএন টুয়েন্টিফোরের অফিসে এসে চেক হস্তান্তর করেন সংগঠনটির শীর্ষ কর্মকতারা। মহতি এই উদ্যেগের জন্য তাদের ধন্যবাদ জানান টিবিএন টুয়েন্টিফোর নিউজ নেটওয়ার্কের সিইও আহমাতুল বারো ভ’ইয়া। এসময় তিনি জানান, টিবিএন টুয়েন্টিফোর টেলিভিশনের উদ্যেগে বাংলাদেশে বন্যাদূর্গতদের জন্য ফান্ড গঠন করা হয়েছিল। তার মধ্যে বাংলাদেশ এসোসিয়েশন অব ডেলোয়ার ভ্যালি ১ হাজার ডলারের চেক দিয়েছেন। আশা করি এই অর্থ ক্ষতিগ্রস্থদের কাছে আমরা পৌছে দিবো। এসময় তিনি ভবিষ্যতেও টিবিএন টুয়েন্টিফোর নিউজ নেটওয়ার্কের যে কোন উদ্যেগে পাশে থাকার আহ্বান জানান। নিউ জার্সি,

ডেলোয়ার ও পেনসিলভেনিয়া কেন্দ্রিক সংগঠনটি আমেরিকায় বসবাসরত বাংলাদেশী কমিউনিটির পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জনকল্যানমূলক কার্যক্রমে ভ’মিকা রেখে আসছে বলে জানান সংগঠনের নেতারা। বাংলাদেশে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় অংশ নিতে পেরে সংগঠনটি আনন্দিত বলে জানান বাংলাদেশ এসোসিয়েশন অব ডেলোয়ার ভ্যালি’র প্রেসিডেন্ট ফারহানা আফরোজ। সংগঠনটির ভাইস-প্রেসিডেন্ট শোয়েব আহমেদ জানান, সবার আগ্রহেই এই ফান্ড সংগ্রহ করা হয়েছে। সবাই চেয়েছে বাংলাদেশের মানুষের পাশে দাড়াতে। দেশের মানুষের সাথে সেতুবন্ধন ধরে রাখতে বাংলাদেশ এসোসিয়েশন অব ডেলোয়ার ভ্যালি’র মত সবাইকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন জেনারেল সেক্রেটারী মিনহাজ সিদ্দিকী । এসময় টেলিভিশনটির অফিসে বাংলাদেশী কমিউনিটির শিশুরাও উপস্থিত ছিলেন। বাংলাদেশের বর্নাত্যদের সহায়তা করতে পেরে তারা আনন্দিত বলে জানান। অলাভজনক সংগঠন বাংলাদেশ এসোসিয়েশন অব ডেলোয়ার ভ্যালি ১৯৭১

সাল থেকে বিভিন্ন জনকল্যানমূলক কাজে ট্রাইস্ট্রেট ভিত্তিক ভ’মিকা পালন করে আসছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইয়েমেনে পালটা হামলা চালালো যুক্তরাষ্ট্র-ইসরাইল মস্কোতে ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা, বন্ধ সব বিমানবন্দর সীমান্তে আটার মজুদ বাড়াচ্ছে পাকিস্তান রাজধানীতে যানজট এড়াতে যে নির্দেশনা দিল ডিএমপি ইয়েমেনে পালটা হামলা চালালো যুক্তরাষ্ট্র-ইসরাইল প্রতিবাদের পরও বিদেশিদের হাতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর বৈদেশিক ঋণে প্রাধান্য চীনের এনডিবি বানারীপাড়ায় তিন ডাকাত গ্রেফতার স্থায়ীভাবে পুরো গাজা দখলে নেবে ইসরাইল গাজার শিশুদের চোখের আলো কেড়ে নিচ্ছে ইসরাইলের সেনারা গণমাধ্যমের স্বাধীনতা সূচকে ছয় ধাপ পেছাল পাকিস্তান গাজার শিশুদের পোপ ফ্রান্সিসের শেষ উপহার ‘পোপমোবাইল’ গাড়ি এবার পরমাণু অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি পাকিস্তানি দূতের কর্মবিরতিতে পৌনে ৪ লাখ শিক্ষক আধিপত্যের দ্বন্দ্বে টেঁটা বল্লমে ক্ষতবিক্ষত ৫০ জন চাঁদাবাজি ও মামলায় ফাঁসানোর হুমকি, কলাবাগান থানার ওসিসহ বরখাস্ত ৩ ‘অভিশপ্ত’ কেইন এখন চ্যাম্পিয়ন তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদে লড়ার কথা ভাবছেন না ট্রাম্প হেফাজতে ইসলামকে লিগ্যাল নোটিশ এনসিপি নেত্রীসহ ৬ নারীর অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল তরুণীর