ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
“পরিমনি হতে এসেছেন” – সাংবাদিকের এমন মন্তব্যে ক্ষোভে ফেটে পড়লেন তরুণী, ভিডিও ভাইরাল
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছোট ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে, যেখানে এক তরুণীকে ঘিরে থাকা সাংবাদিকদের সঙ্গে তীব্র উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়াতে দেখা গেছে। ভিডিওতে একজন সাংবাদিক ওই তরুণীকে উদ্দেশ্য করে বলেন, "আপনার একজন অফিসার বলেছে পরিমনির মতন ভাইরাল হওয়ার জন্য এসেছে।" এই মন্তব্য শোনার সঙ্গে সঙ্গেই তরুণী ক্ষোভে ফেটে পড়েন এবং এর সত্যতা নিয়ে প্রশ্ন তোলেন।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, বোরকা পরা ওই তরুণী একাধিক মাইক্রোফোন ও ক্যামেরার সামনে কথা বলছিলেন। এসময় এক সাংবাদিক ওই মন্তব্যটি করলে তিনি উত্তেজিত হয়ে বারবার প্রশ্ন করতে থাকেন, "কে বলছে? কে বলছে কথাটা?"
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি বাংলা ও ইংরেজি মিশিয়ে নিজের ক্ষোভ প্রকাশ
করেন। তাকে বলতে শোনা যায়, "What fucking lies are you telling me?" (আপনি আমাকে কী জঘন্য মিথ্যা বলছেন?)। তিনি আরও বলেন, "আপনাদের অফিসার কোন সাহসে আমাকে এটা বলে?" ভিডিওতে উপস্থিত অন্য কয়েকজনকে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করতে দেখা যায়। একজন বলেন, "আরে কেউ বলে নাই।" এসময় তরুণীর শারীরিক ভাষাও ছিল বেশ আক্রমণাত্মক এবং তিনি আঙুল তুলে কথা বলছিলেন, যার প্রতিক্রিয়ায় একজন সাংবাদিক তাকে "আঙ্গুল নামিয়ে কথা বলতে" অনুরোধ করেন। তবে এই ঘটনাটি কখন, কোথায় এবং কোন প্রেক্ষাপটে ঘটেছে, তা ভিডিও থেকে স্পষ্ট নয়। ওই তরুণীর পরিচয় বা তিনি সেখানে কী কারণে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন, সে বিষয়েও কোনো তথ্য পাওয়া যায়নি। সামাজিক যোগাযোগ
মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। এক পক্ষ সাংবাদিকের এমন মন্তব্যকে "অপেশাদার" এবং "উস্কানিমূলক" বলে আখ্যা দিয়েছে। তাদের মতে, কোনো ব্যক্তির উদ্দেশ্য নিয়ে নিশ্চিত না হয়ে এমন মন্তব্য করা সাংবাদিকতার নীতির পরিপন্থী। অন্যদিকে, আরেক পক্ষ তরুণীর প্রতিক্রিয়াকে "অতিরিক্ত" এবং "অসংযত" বলে মন্তব্য করেছেন। তবে অধিকাংশ নেটিজেনই ঘটনার পেছনের পুরো সত্য জানার আগে কোনো সিদ্ধান্তে পৌঁছানোর বিষয়ে সতর্ক করেছেন। এই ঘটনাটি সাংবাদিকতার নীতি এবং ব্যক্তিগত আক্রমণের সীমানা নিয়ে নতুন করে বিতর্ক উসকে দিয়েছে।
করেন। তাকে বলতে শোনা যায়, "What fucking lies are you telling me?" (আপনি আমাকে কী জঘন্য মিথ্যা বলছেন?)। তিনি আরও বলেন, "আপনাদের অফিসার কোন সাহসে আমাকে এটা বলে?" ভিডিওতে উপস্থিত অন্য কয়েকজনকে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করতে দেখা যায়। একজন বলেন, "আরে কেউ বলে নাই।" এসময় তরুণীর শারীরিক ভাষাও ছিল বেশ আক্রমণাত্মক এবং তিনি আঙুল তুলে কথা বলছিলেন, যার প্রতিক্রিয়ায় একজন সাংবাদিক তাকে "আঙ্গুল নামিয়ে কথা বলতে" অনুরোধ করেন। তবে এই ঘটনাটি কখন, কোথায় এবং কোন প্রেক্ষাপটে ঘটেছে, তা ভিডিও থেকে স্পষ্ট নয়। ওই তরুণীর পরিচয় বা তিনি সেখানে কী কারণে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন, সে বিষয়েও কোনো তথ্য পাওয়া যায়নি। সামাজিক যোগাযোগ
মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। এক পক্ষ সাংবাদিকের এমন মন্তব্যকে "অপেশাদার" এবং "উস্কানিমূলক" বলে আখ্যা দিয়েছে। তাদের মতে, কোনো ব্যক্তির উদ্দেশ্য নিয়ে নিশ্চিত না হয়ে এমন মন্তব্য করা সাংবাদিকতার নীতির পরিপন্থী। অন্যদিকে, আরেক পক্ষ তরুণীর প্রতিক্রিয়াকে "অতিরিক্ত" এবং "অসংযত" বলে মন্তব্য করেছেন। তবে অধিকাংশ নেটিজেনই ঘটনার পেছনের পুরো সত্য জানার আগে কোনো সিদ্ধান্তে পৌঁছানোর বিষয়ে সতর্ক করেছেন। এই ঘটনাটি সাংবাদিকতার নীতি এবং ব্যক্তিগত আক্রমণের সীমানা নিয়ে নতুন করে বিতর্ক উসকে দিয়েছে।



