নেপালে সেনাশাসন চাইছেন সেনাপ্রধান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ সেপ্টেম্বর, ২০২৫
     ৬:৪৪ পূর্বাহ্ণ

নেপালে সেনাশাসন চাইছেন সেনাপ্রধান

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ সেপ্টেম্বর, ২০২৫ | ৬:৪৪ 46 ভিউ
বিক্ষোভ শেষে থমথমে নেপালে ধীরে ধীরে কাটছে অচলাবস্থা। সংকট সমাধানে চলছে দফায় দফায় আলোচনা। তবুও ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়নি। সাময়িক সময়ের জন্য শিথিল করা হচ্ছে কারফিউও। এরই মধ্যে জানা গেছে-নেপালে সেনাশাসন চাইছেন দেশটির সেনাপ্রধান জেনারেল অশোক রাজ শিখদেল। এমনকি প্রেসিডেন্ট রাম চন্দ্র পাউডেলকে পদত্যাগের জন্য চাপ দেওয়া হচ্ছে। বুধবার নিজের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্ট থেকে বিষয়টি জানিয়েছেন নেপালের খ্যাতিমান প্রবীণ সাংবাদিক কিশোর নেপাল। প্রসঙ্গত, মঙ্গলবার থেকেই প্রেসিডেন্ট পাউডেল ও ভাইস প্রেসিডেন্ট রাম সহায় যাদব সেনা নিরাপত্তায় রয়েছেন। সাংবাদিকের সেই পোস্টটি থেকে আরও জানা গেছে- ‘প্রেসিডেন্ট সেনাপ্রধানকে সাফ জানিয়ে দিয়েছেন, তিনি পদত্যাগ করবেন না। তারা যদি চায় তাকে হত্যা করতে পারে। এমনকি তার মৃত্যুর

জন্য বিক্ষোভকারীদের দায়িও করতে পারে। এরপর তাদের যা ইচ্ছা তা তারা করতে পারে।’ বুধবার সেনা সদর দপ্তরে নিরাপত্তা বাহিনীর এক সভায় এই ঘটনা ঘটে বলে জানান কিশোর নেপাল। পরের দিন বৃহস্পতিবারই অবশ্য জাতির উদ্দেশে দেওয়া জনগণ এবং রাজনৈতিক অংশীদারদের শান্ত থাকার এবং শান্তি ও সাংবিধানিক শৃঙ্খলা রক্ষায় সহায়তার আহবান জানিয়েছেন প্রেসিডেন্ট পাউডেল। কিন্তু টুইটের জের ধরে পানি ঘোলা হয়েছে বেশ কয়েকটি স্থানে। বিক্ষোভের চতুর্থ দিনে (বৃহস্পতিবার) কারফিউ’র মাঝে ২ ঘণ্টা বিরতিতে কাঠমান্ডু এবং রাজধানীর বাইরের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বিক্ষোভ করেছেন জেন-জিরা। স্লোগানে স্লোগানে তরুণরা ঘোষণা দিয়েছেন, ‘আমরা সামরিক শাসন চাই না। গণতন্ত্রের কোনো বিকল্প নেই।’ উল্লেখ্য-নেপালে আজ সকাল ৬টা পর্যন্ত কারফিউ বলবৎ

রয়েছে। নতুন করে কোনো কারফিউর ঘোষণা এখনো দেওয়া হয়নি। এর আগে বৃহস্পতিবার সকাল ৬-৯টা ও বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কেনাকাটা ও যাবতীয় কাজের জন্য কারফিউ শিথিল থাকে। রাস্তায় রাস্তায় তখনো সেনা টহল চলছিল। পুলিশ বা সেনা কেউই তাতে বাধা দেয়নি। কাঠমান্ডুর এক সংবাদ সম্মেলনে এদিন চলমান সংসদ ভেঙে দিয়ে ছয় মাসের মধ্যে নতুন নির্বাচনের আহ্বান জানিয়েছে জেন-জি’র একাংশ। সন্ধ্যায় সেনাসদর দপ্তরে বসার কথা রয়েছে আরেক পক্ষের। এ ঘটনা এমন এক সময়ে ঘটেছে যখন সংকট সমাধানে যুব গোষ্ঠীগুলোর মধ্যে মৌলিক বিভক্তির খবর পাওয়া গেছে। এর কারণ কেউ কেউ দেশে গণতান্ত্রিক শাসনব্যবস্থা চাইলেও কেউ কেউ ২০০৮ সালে বিলুপ্ত রাজতন্ত্র ফিরিয়ে আনার

আহ্বান জানিয়েছেন। সংবাদ সম্মেলনে নেতাদের একজন অনিল বানিয়া বলেছেন-তারা বর্তমান সংবিধানে ‘প্রয়োজনীয় পরিবর্তন’ করতে চান। তিনি আরও বলেন, ‘আমরা বৃদ্ধ নেতাদের ওপর বিরক্ত হয়ে এই আন্দোলন করেছি। আমরা শান্তিপূর্ণ প্রতিবাদের ডাক দিয়েছিলাম, কিন্তু রাজনৈতিক কর্মীরা অগ্নিসংযোগ করেছিল এবং তারপর অবকাঠামো ভাঙচুর করেছিল। অনলাইন জরিপের মাধ্যমে, অন্তর্বর্তকালীন সরকারের প্রধান হিসাবে সাবেক বিচারপতি সুশীলা কার্কিকে ভোট দিয়েছেন। আমরা সংবিধান পরিবর্তন করার চেষ্টা করছি না, বরং এতে প্রয়োজনীয় পরিবর্তন আনব। ছয় মাসের মধ্যে আমরা নির্বাচনে যাব।’ জেনজির আরেক দল অবশ্য অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের সাবেক ব্যবস্থাপনা পরিচালক নেতা কুলমান ঘিসিংয়ের নাম প্রস্তাব করেছেন। এক নেতা দিবাকর দঙ্গল তরুণদের কথা উল্লেখ করে বলেন,

‘আমরা নেতৃত্ব নিতে সক্ষম নই এবং নেতৃত্ব গ্রহণের জন্য যথেষ্ট পরিপক্ব হতে আমাদের সময় লাগবে।’ তিনি আরও বলেন, যুব গোষ্ঠীগুলোর মধ্যে বিভেদ বপন করার চেষ্টা করা হচ্ছে। ‘দলের কিছু সদস্যের ভুল ধারণা আছে যে, তারা অনুপ্রবেশ করে বিভেদ তৈরি করতে পারে। এই রক্তপাত তোমাদের (পুরাতন নেতাদের) কারণে। যদি কেউ রক্তপাত শুরু করে, তাহলে তারা টিকবে না। আমরা রক্তপাত চাই না। আমরা সংসদ ভেঙে দিতে চাই, কিন্তু সংবিধান বাতিল করতে চাই না।’ লেখক পরিচিতি : তীর্থ কৈরালা, সিনিয়র সাংবাদিক, কাঠমান্ডু পোস্ট। উমিদ বাগচাদ, প্রধান সম্পাদক, নেপাল সন্দর্ভ

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জংলির পর সরব বুবলী, দিলেন নতুন ঘোষণা প্রাথমিক শিক্ষকদের পদযাত্রায় পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড-টিয়ার শেল নিক্ষেপ আইসিসির সভায় এশিয়া কাপ চাইল ভারত মেয়ে মানুষের ‘গুড টাচ-ব্যাড টাচ’ বুঝতে পারার কথা: রুমানা পিতা-পুত্রের জুটি দেখল আন্তর্জাতিক ক্রিকেট নতুন ১৬ নির্বাচন পর্যবেক্ষক সংস্থার বিষয়ে দাবি-আপত্তি চেয়ে ইসির গণবিজ্ঞপ্তি প্রসূন আজাদের অভিযোগের জবাব দিলেন পরীমণি টঙ্গীতে তুলার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে অ্যান্টার্কটিকার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চীনের নৌবহরে যুক্ত হলো তৃতীয় রণতরী ফুজিয়ান চট্টগ্রামে এবার নিজ বাড়ির সামনে খুন হলেন ব‍্যবসায়ী দুই দিনের সফরে আজ পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি রাজনীতির মাঠে সক্রিয় চট্টগ্রামের সন্ত্রাসীরা ব্রাজিলে এবারের জলবায়ু সম্মেলন অনেক ঝক্কির ‘জ্যোতিই এখন সর্বেসর্বা’ ক্ষুদ্র প্রতিষ্ঠানের ব্যবসা দখলে সক্রিয় সিন্ডিকেট রমনায় গির্জা লক্ষ্য করে ককটেল নিক্ষেপ নির্বাচনে লড়ব, দুর্নীতির অভিযোগ ‘হাস্যকর’ সোনাদিয়া নিয়ে নতুন ভূরাজনীতি: রেয়ার অর্থ রিজার্ভের মিথ্যা প্রপাগাণ্ডার আড়ালে বিদেশীদের দখল দেওয়ার চক্রান্ত! দ্য উইক-এ শেখ হাসিনার বিস্ফোরক নিবন্ধ: ‘অনির্বাচিত শাসকদের আগেও মোকাবেলা করেছি, দেশ এখন বারুদের স্তূপে’