নির্বাচন কমিশনকে বিজেপির ‘ললিপপ’ না হওয়ার আহ্বান মমতার – ইউ এস বাংলা নিউজ




নির্বাচন কমিশনকে বিজেপির ‘ললিপপ’ না হওয়ার আহ্বান মমতার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ আগস্ট, ২০২৫ | ৭:৪৪ 37 ভিউ
পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার প্রশাসনিক সভায় মঙ্গলবার তীব্র ভাষায় ভারতীয় নির্বাচন কমিশনের সমালোচনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, ভোট সামনে এলেই বিজেপি নানা কৌশল নেয়—কখনও এনআরসি, কখনও নাগরিক তালিকা থেকে নাম কেটে দেওয়ার মতো উদ্যোগ। এ প্রসঙ্গে তিনি নির্বাচন কমিশনকে উদ্দেশ করে বলেন, “আমি নির্বাচন কমিশনকে সম্মান করি, কিন্তু অনুরোধ করবো বিজেপির ললিপপ হবেন না।” মমতা অভিযোগ করেন, সম্প্রতি বিশেষ ভোটার তালিকা সংশোধনের নামে সাধারণ মানুষের নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে। তার ভাষায়, ‘এটা আসলে এনআরসির মতোই এক চক্রান্ত। কমিশন যদি রাজনৈতিক চাপের মুখে পড়ে, সাধারণ মানুষ তা কোনোদিন মেনে নেবে না।’ ভাষা প্রসঙ্গে মমতা বলেন, ‘আজ যদি মানুষ বাংলায়

কথা বলে, তাদের হোটেল দেওয়া হয় না, চাকরি দেওয়া হয় না, পড়াশোনার সুযোগ দেওয়া হয় না। আমরা বাংলায় কথা বলব। বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের ভাষা যদি এক হয়, আমি কি করতে পারি? বাংলাদেশ তো আর আমি তৈরি করিনি।’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সরাসরি আক্রমণ করে তিনি বলেন, কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গকে অর্থনৈতিকভাবে বঞ্চিত করছে। তার অভিযোগ, ‘আমি প্রধানমন্ত্রীর চেয়ারের সম্মান করি, কিন্তু তাকেও আমাদের চেয়ারের সম্মান করতে হবে। কেন তিনি বলেন বাংলায় চোর আছে তাই টাকা বন্ধ করে দিয়েছেন? উত্তরপ্রদেশ বড় চোর, মহারাষ্ট্র-বিহারও ছোট নয়।’ এর আগে চলতি জুলাই মাসের শেষে বোলপুরের সভা থেকেও মমতা একই অভিযোগ করেছিলেন। সেসময় তিনি বলেছিলেন, নির্বাচন কমিশন বিজেপির এজেন্টে

পরিণত হয়েছে। কলকাতার গণমাধ্যম বিশ্লেষণ করছে, আসন্ন বিধানসভা নির্বাচন সামনে রেখে তৃণমূল কংগ্রেসের কৌশলই আসলে এই বক্তব্যগুলোর পেছনে কাজ করছে। বিজেপির নাগরিকত্বকেন্দ্রিক রাজনীতিকে প্রতিহত করতেই মমতা আবারও ভোটার তালিকা ও এনআরসি ইস্যু সামনে টানছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পশ্চিমবঙ্গের রাজনীতিতে ভাষা ও সংস্কৃতির প্রশ্ন সবসময় প্রভাব ফেলেছে। বিশেষ করে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় মমতার বক্তব্য তীব্র প্রতিধ্বনি তুলতে পারে। তবে বিজেপি এখনো তার মন্তব্যের বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ট্রাম্পের হুমকি পাত্তাই দিল না আফগানরা অবশেষে হাত মেলাল ভারত, তবে… রাত ১০টার পরও চলবে মেট্রোরেল ময়লার ভাগাড় থেকে ৫ বস্তা এনআইডি কার্ড উদ্ধার রোহিঙ্গা প্রত্যাবর্তনে জাতিসংঘের সম্মেলন কি ভূরাজনীতিকে প্রভাবিত করবে? বঙ্গোপসাগরে ২ লঘুচাপ সৃষ্টির আভাস, ৫ দিনের পূর্বাভাসে যা জানা গেল পাকিস্তানের বিপক্ষে আবারও সহজ জয় ভারতের গণঅধিকার পরিষদ ও এনসিপি একীভূত হওয়ার ইতিবাচক আলোচনা হচ্ছে : রাশেদ খান ৩ দেশের স্বীকৃতিতে নাখোশ ইসরায়েল ফিলিস্তিনকে ৩ দেশের স্বীকৃতিতে কী লাভ? অর্থবছরের প্রথম ২ মাসে বড় ধরনের রাজস্ব ঘাটতি আমি গর্বিত, আমার সব নায়িকা আজ উদযাপনে শামিল: দেব ডেঙ্গুতে দেশে রেকর্ড মৃত্যু সাজাপ্রাপ্ত ৮ ছাত্রদল নেতা কারাগারে যেসব জেলায় রাতেই ঝড় হতে পারে ‘আ.লীগ ধরলেই ৫ হাজার টাকা পুরস্কার’ বিষয়ে যা জানাল ডিএমপি সংকটের দায় কাঁধে চাপাতেই কি প্রথমবার নারী প্রধানমন্ত্রী বেছে নিচ্ছে জাপান? ছয় মাসে ব্যাংকের চাকরি হারিয়েছেন ৯৭৮ জন বছরের শেষ সূর্যগ্রহণ আজ, বাংলাদেশ সময় কখন শুরু হঠাৎ জাতির উদ্দেশে ভাষণ দেবেন মোদি, বাড়ছে গুঞ্জন