নির্বাচন কমিশনকে বিজেপির ‘ললিপপ’ না হওয়ার আহ্বান মমতার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ আগস্ট, ২০২৫
     ৭:৪৪ পূর্বাহ্ণ

নির্বাচন কমিশনকে বিজেপির ‘ললিপপ’ না হওয়ার আহ্বান মমতার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ আগস্ট, ২০২৫ | ৭:৪৪ 56 ভিউ
পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার প্রশাসনিক সভায় মঙ্গলবার তীব্র ভাষায় ভারতীয় নির্বাচন কমিশনের সমালোচনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, ভোট সামনে এলেই বিজেপি নানা কৌশল নেয়—কখনও এনআরসি, কখনও নাগরিক তালিকা থেকে নাম কেটে দেওয়ার মতো উদ্যোগ। এ প্রসঙ্গে তিনি নির্বাচন কমিশনকে উদ্দেশ করে বলেন, “আমি নির্বাচন কমিশনকে সম্মান করি, কিন্তু অনুরোধ করবো বিজেপির ললিপপ হবেন না।” মমতা অভিযোগ করেন, সম্প্রতি বিশেষ ভোটার তালিকা সংশোধনের নামে সাধারণ মানুষের নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে। তার ভাষায়, ‘এটা আসলে এনআরসির মতোই এক চক্রান্ত। কমিশন যদি রাজনৈতিক চাপের মুখে পড়ে, সাধারণ মানুষ তা কোনোদিন মেনে নেবে না।’ ভাষা প্রসঙ্গে মমতা বলেন, ‘আজ যদি মানুষ বাংলায়

কথা বলে, তাদের হোটেল দেওয়া হয় না, চাকরি দেওয়া হয় না, পড়াশোনার সুযোগ দেওয়া হয় না। আমরা বাংলায় কথা বলব। বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের ভাষা যদি এক হয়, আমি কি করতে পারি? বাংলাদেশ তো আর আমি তৈরি করিনি।’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সরাসরি আক্রমণ করে তিনি বলেন, কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গকে অর্থনৈতিকভাবে বঞ্চিত করছে। তার অভিযোগ, ‘আমি প্রধানমন্ত্রীর চেয়ারের সম্মান করি, কিন্তু তাকেও আমাদের চেয়ারের সম্মান করতে হবে। কেন তিনি বলেন বাংলায় চোর আছে তাই টাকা বন্ধ করে দিয়েছেন? উত্তরপ্রদেশ বড় চোর, মহারাষ্ট্র-বিহারও ছোট নয়।’ এর আগে চলতি জুলাই মাসের শেষে বোলপুরের সভা থেকেও মমতা একই অভিযোগ করেছিলেন। সেসময় তিনি বলেছিলেন, নির্বাচন কমিশন বিজেপির এজেন্টে

পরিণত হয়েছে। কলকাতার গণমাধ্যম বিশ্লেষণ করছে, আসন্ন বিধানসভা নির্বাচন সামনে রেখে তৃণমূল কংগ্রেসের কৌশলই আসলে এই বক্তব্যগুলোর পেছনে কাজ করছে। বিজেপির নাগরিকত্বকেন্দ্রিক রাজনীতিকে প্রতিহত করতেই মমতা আবারও ভোটার তালিকা ও এনআরসি ইস্যু সামনে টানছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পশ্চিমবঙ্গের রাজনীতিতে ভাষা ও সংস্কৃতির প্রশ্ন সবসময় প্রভাব ফেলেছে। বিশেষ করে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় মমতার বক্তব্য তীব্র প্রতিধ্বনি তুলতে পারে। তবে বিজেপি এখনো তার মন্তব্যের বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মালয়েশিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন দুই উপদেষ্টার পদত্যাগের দাবি প্রাথমিক শিক্ষকদের এবার শীত নামবে কবে? দ্বাদশ শ্রেণির নির্বাচনি পরীক্ষা স্থগিত সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ৫২২ ঘণ্টা অনশন করলেও কিছু করার নেই— তারেকের উদ্দেশে ইসি সচিব বিএনপি-গণঅধিকারের ৬৪ নেতাকর্মীর জামায়াতে যোগদান বাংলাদেশিসহ মালয়েশিয়া-থাই সমুদ্রসীমায় ৯০ অভিবাসীকে নিয়ে নৌকাডুবি আরএসএফ হামলার মুখে এল-ফাশর ছাড়ল ৩২৪০ পরিবার ধেয়ে আসছে সুপার টাইফুন ‘ফাং-ওয়ং’, সরানো হলো ১ লাখ বাসিন্দাকে যুক্তরাষ্ট্রে বেপরোয়া গাড়ির ধাক্কায় ৪ জনের প্রাণহানি লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ৩ সর্বদলীয় নির্বাচন ছাড়া সেনা মোতায়েন নয়, আসছে ‘অপারেশন ক্লিনহার্ট ২.০’ ঐতিহাসিক সফর: ৫১ বছর পর চট্টগ্রাম বন্দরে পাকিস্তানি যুদ্ধজাহাজ, উষ্ণ অভ্যর্থনা বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ব্রিটিশ লর্ড কার্লাইলের গভীর উদ্বেগ: অংশগ্রহণমূলক নির্বাচন ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান আরাকান আর্মির অনুপ্রবেশের চেষ্টা, সীমান্তে বিজিবির সাথে গোলাগুলি, উত্তেজনা চরমে বাংলাদেশে একতরফা নির্বাচনের ঝুঁকি, মার্কিন হস্তক্ষেপ চাইলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোমেন আওয়ামী লীগের বিক্ষোভ ঘিরে ঢাকায় কঠোর নিরাপত্তা: পুলিশি পোশাকে নামছে ব্যক্তিগত মিলিশিয়া, মোতায়েন প্রায় ৭ হাজার সদস্য ‘আমি মুফতি ইব্রাহিমের ছাত্র নই, এটি ডাহা মিথ্যাচার’ – ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসাইন ইউনুসের পদত্যাগ ও ‘ক্যাঙ্গারু কোর্ট’ বন্ধের দাবিতে ঢাকা লকডাউনের ডাক, কঠোর হুঁশিয়ারি পঙ্কজ দেবনাথের