ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’
মগবাজারে ফ্লাইওভার থেকে হাত বোমা নিক্ষেপ, যুবক নিহত
‘একাত্তরের পাক-হানাদার ও আল-শামস বাহিনীর কায়দায়’ মধ্যরাতে মহেশখালীতে রাখাইন পাড়া থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার’
আওয়ামী লীগ মাঠে নামলে আমরা রিকশাওয়ালারাও নামবো” — রিকশাচালক
ভোট আওয়ামী লীগকেই দিবো, আর কাকে দিবো? শেখ হাসিনাকে আবারো চাই” –জনমত
খুলনায় এনসিপির বিভাগীয় প্রধান মোতালেব শিকদার গুলিবিদ্ধ
মহাখালীতে সন্ত্রাসীদের গুলিতে একজন আহত
দুই লক্ষ টাকা চাঁদা চেয়ে না পাওয়ায় আওয়ামী লীগ সমর্থক এক যুবককে মবসন্ত্রাস করে পুলিশে হস্তান্তর
রাষ্ট্রের স্বাধীনতার নেতৃত্বদানকারী দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের এক সমর্থককে জিম্মি করেছে ইউনূসের মব বাহিনী। এরপর তার কাছে দাবি করা হয় লক্ষাধিক টাকা চাঁদা আর নয়তো হুমকি দেওয়া হয় মিথ্যা হত্যা মামলাগুলো নাম জুড়ে দেওয়ার। আহত হবার ভয়ে আওয়ামী লীগের সমর্থক এই মজলুম আশ্রয় নেয় পুলিশের ভ্যানেই।
এভাবেই নির্বিচারে ১৫ মাস পরেও মিথ্যা মামলার ভয় দেখিয়ে সশস্ত্র হামলা ও নির্যাতন করা হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মী ও নিরীহ সমর্থকদের। মব জাস্টিস করে অনেককেই মারাত্মক আহত ও জখম করা হচ্ছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় ও ঢাবিতে দুজন ছাত্রলীগের সদস্যকে মেরে ফেলার পরেও একই অপরাধ এদেশে বারবার সংঘটিত হচ্ছে।
'মবসন্ত্রাস' সারাদেশে এক আতঙ্ক। এই ধরনের
সন্ত্রাসীরা জুলাইয়ে খুনি-ফ্যাসিস্ট ইউনূসের চোখে প্রেসার গ্রুপ এবং আইনের উর্ধ্বে। এদের বিচার করা হয়না, বরং বিভিন্ন স্থানে মেটিকুলাস ডিজাইনে পরিকল্পনা করে বারবার বর্তমান অবৈধ সরকারের তরফ থেকেই লেলিয়ে দেওয়া হয়, এরা স্পষ্টতই ফ্যাসিস্ট ইউনূসের হয়ে কাজ করে৷ কারণ, যতদিন দেশে আওয়ামী লীগ দমনের নামে মব চলবে ততদিন ফ্যাসিস্ট ইউনূসের ক্ষমতাও স্থায়ী হবে। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের কোটি নেতাকর্মী ও সমর্থকদের এমন হয়রানি-নির্যাতন এবং মানবাধিকারের চরম লঙ্ঘন এ জাতি মেনে নিবে না। মহান মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি তৈরি হচ্ছে, রাজাকারদেরও চিহ্নিত করা হচ্ছে; বাংলাদেশকে এবার রাজাকার মুক্ত হতে হবে।
সন্ত্রাসীরা জুলাইয়ে খুনি-ফ্যাসিস্ট ইউনূসের চোখে প্রেসার গ্রুপ এবং আইনের উর্ধ্বে। এদের বিচার করা হয়না, বরং বিভিন্ন স্থানে মেটিকুলাস ডিজাইনে পরিকল্পনা করে বারবার বর্তমান অবৈধ সরকারের তরফ থেকেই লেলিয়ে দেওয়া হয়, এরা স্পষ্টতই ফ্যাসিস্ট ইউনূসের হয়ে কাজ করে৷ কারণ, যতদিন দেশে আওয়ামী লীগ দমনের নামে মব চলবে ততদিন ফ্যাসিস্ট ইউনূসের ক্ষমতাও স্থায়ী হবে। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের কোটি নেতাকর্মী ও সমর্থকদের এমন হয়রানি-নির্যাতন এবং মানবাধিকারের চরম লঙ্ঘন এ জাতি মেনে নিবে না। মহান মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি তৈরি হচ্ছে, রাজাকারদেরও চিহ্নিত করা হচ্ছে; বাংলাদেশকে এবার রাজাকার মুক্ত হতে হবে।



