জবি শিক্ষার্থীদের আন্দোলনে রাজধানীতে তীব্র যানজট – ইউ এস বাংলা নিউজ




জবি শিক্ষার্থীদের আন্দোলনে রাজধানীতে তীব্র যানজট

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ মে, ২০২৫ | ৫:২৪ 45 ভিউ
তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে দ্বিতীয় দিনের মতো রাজধানীর কাকরাইলে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পুলিশের হামলার বিচার ও দীর্ঘদিনের আবাসন সংকটসহ বাজেট এবং অবকাঠামোগত উন্নয়নের দাবিতে শিক্ষার্থীদের এ লাগাতার আন্দোলন মঙ্গলবার থেকে শুরু হয়। বৃহস্পতিবার (১৫ মে) সকাল থেকে অবস্থান কর্মসূচিতে আরও শিক্ষার্থীদের যোগ দিতে দেখা গেছে। দুপুর গড়ানোর সঙ্গে সঙ্গে আরও ছাত্রছাত্রীরা জড়ো হতে থাকেন। অনেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাসে করে কাকরাইলে উপস্থিত হন।এর আগে বুধবার (১৪ মে) সকাল থেকে শুরু হওয়া অবস্থান কর্মসূচি চলে গভীর রাত পর্যন্ত। শিক্ষার্থীরা কাকরাইল মসজিদ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন এবং সড়কের মাঝখানে বসে বিভিন্ন স্লোগান দেন। অবস্থান কর্মসূচির কারণে মৎস্যভবন থেকে

কাকরাইলমুখী সড়কে শিক্ষার্থীরা ব্যারিকেড দিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে করে কাকরাইল, মৎস্যভবন, হাইকোর্ট, শাহবাগসহ আশপাশের এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র যানজট। অফিসগামী মানুষসহ সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়ছেন। এদিকে শিক্ষার্থীদের অবস্থান কেন্দ্র করে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে কাকরাইল এলাকায়। উল্লেখ্য, মঙ্গলবার (১৩ মে) দুপুরে শিক্ষার্থী ও শিক্ষক প্রতিনিধিদের একটি দল তাদের দাবি নিয়ে ইউজিসিতে গেলেও আশানুরূপ কোনো সাড়া না পাওয়ায় ‘জুলাই ঐক্য’ নামে শিক্ষার্থীদের একটি প্ল্যাটফর্ম ‘লংমার্চ টু যমুনা’ কর্মসূচি ঘোষণা করে। পরদিন বুধবার শিক্ষার্থীরা মৎস্যভবন অতিক্রম করে কাকরাইল মোড়ে পৌঁছালে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে।এ সময় পুলিশের টিয়ারশেল ও

সাউন্ড গ্রেনেড নিক্ষেপ এবং লাঠিচার্জে আহত হন বহু শিক্ষার্থী ও শিক্ষক। অনেককে চিকিৎসা নিতে হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো— ১. বিশ্ববিদ্যালয়ে আবাসনব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য ২০২৫-২৬ অর্থবছর থেকে আবাসন বৃত্তি কার্যকর করা। ২. বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট না করে অনুমোদন দেওয়া। ৩. বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে তা অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা। শিক্ষার্থীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। তবে কাকরাইলসহ আশপাশের এলাকায় জনদুর্ভোগ বাড়তে থাকায় দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগীরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ধার দেওয়া টাকা চাওয়ায় মেয়েকে অপহরণ লিজ দলিলে গণভবন হস্তান্তর করল পূর্ত মন্ত্রণালয় ওষুধ কোম্পানির উপঢৌকনে সর্বনাশ হচ্ছে রোগীর গাজায় একদিনে ইসরাইলি হামলায় নিহত ৮০, অনাহারে ১৪ নির্বাচনের প্রস্তুতি শুরু তিন ঝুঁকিতে কমাচ্ছে না ডলারের দাম দুপুরের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের আভাস মাইলস্টোনে বিমান বিধ্বস্তে নিহত প্রিয়ার কবরে বিমানবাহিনীর শ্রদ্ধা চাঁদা তুলে রিয়াদের পড়ার খরচ মেটাতেন স্থানীয়রা নারায়ণগ‌ঞ্জে রাতে আগুন, পুড়লো ২০ বসতঘর আগামী ৪ দিন কেমন থাকবে, জানাল আবহাওয়া অফিস প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দশম গ্রেড দেওয়ার ঘোষণা ঢেউয়ের আঘাতে বিপর্যস্ত সেন্টমার্টিন, তছনছ হয়ে গেছে ১১ হোটেল-রিসোর্ট ৪৫০ যাত্রী নিয়ে এক ঘণ্টা উড়ে ফিরে এলো বিমান ১৪ হাজার কোটি টাকার উৎস জানতে রিমান্ডে ইউপি চেয়ারম্যান মালয়েশিয়ায় ১৫ বাংলাদেশি আটক সরাসরি চাঁদে আঘাত হানতে পারে গ্রহাণু, মহাজাগতিক বিস্ফোরণের শঙ্কা আপনার অ্যান্ড্রয়েড ফোনে ভূমিকম্পের আগাম বার্তা সক্রিয় করবেন যেভাবে জাল সনদে সাবেক এমপির স্ত্রীকে নিয়োগ, অধ্যক্ষ হাজতে মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক কারাগারে