চট্টগ্রামে বিএনপি-জামায়াতের মব হামলায় ছাত্রলীগ কর্মীর মৃত্যু: পুলিশি অবহেলার অভিযোগ পরিবারের – ইউ এস বাংলা নিউজ




চট্টগ্রামে বিএনপি-জামায়াতের মব হামলায় ছাত্রলীগ কর্মীর মৃত্যু: পুলিশি অবহেলার অভিযোগ পরিবারের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ অক্টোবর, ২০২৫ | ৬:৩২ 14 ভিউ
বিএনপি-জামায়াতের সন্ত্রাসীদের মব হামলার জেরে চট্টগ্রাম মহানগরের ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডের বিশ্ব কলোনির তরুণ ছাত্রলীগ কর্মী মো. রাকিব (১৭) নির্মমভাবে মৃত্যুবরণ করলেন। বাবা-মায়ের একমাত্র সন্তান রাকিব ছিলেন ওয়ার্ড ছাত্রলীগের কর্মী। মঙ্গলবার দিবাগত রাতে সন্ত্রাসীদের হাতে নির্যাতিত হয়ে গুরুতর আহতাবস্থায় পুলিশি হেফাজতে বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করেছেন এই কিশোর, পরিবারের বক্তব্যে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত ২০শে অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে রাকিবকে সেভেন মার্কেট এলাকায় জামায়াত ও বিএনপির সন্ত্রাসীরা নির্মমভাবে মারধর করে। নেতৃত্বে ছিলেন স্থানীয় যুবদল নেতা লিটন ওরফে “জুতাচোর লিটন” এবং তার সহযোগীরা। নির্যাতনের পর গুরুতর আহত রাকিবকে তারা আকবর শাহ থানা পুলিশের হাতে তুলে দেয়। রাকিবের নামে কোনো মামলা

না থাকা সত্ত্বেও পুলিশ তাকে গ্রেপ্তার দেখায়। পুলিশ বিধি অনুযায়ী আহত আসামিকে হাসপাতালে চিকিৎসা দেওয়ার কথা থাকলেও, রাকিবকে চিকিৎসা না দিয়েই সরাসরি জেলহাজতে পাঠানো হয়। সেখানে তিনি অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষ তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে—২১শে অক্টোবর ভোর ৪টায় রাকিবের মৃত্যু হয়। রাকিবের মৃত্যু সংবাদে হাসপাতাল প্রাঙ্গণ কান্নায় ভরে ওঠে। মা-বাবা ও স্বজনদের আহাজারিতে শোক নেমে আসে বিশ্ব কলোনি এলাকায়। তাদের অভিযোগ—একদিকে রাজনৈতিক সন্ত্রাসীরা রাকিবকে পিটিয়ে মেরে ফেলেছে, অন্যদিকে পুলিশের অবহেলায় বাঁচানো যায়নি তাদের একমাত্র সন্তানকে। এ ঘটনায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলেন, “রাকিবের নামে মামলা না থাকা সত্ত্বেও

পুলিশ তাকে গ্রেপ্তার দেখানো ও চিকিৎসা না দেওয়া—এটি চরম মানবাধিকার লঙ্ঘন।” মানবাধিকার সংগঠনগুলোর পক্ষ থেকেও গভীর উদ্বেগ জানানো হয়েছে। তাদের ভাষ্যে, একজন আহত কিশোরকে চিকিৎসা না দিয়ে কারাগারে পাঠানো রাষ্ট্রীয় দায়িত্বহীনতার নজির। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। স্বজন ও স্থানীয়দের অভিযোগ, সাম্প্রতিক সময়ে ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের ওপর যে দমন-পীড়ন চলছে, রাকিবের মৃত্যু সেই দুঃখজনক ধারাবাহিকতারই অংশ। এদিকে, ঘটনার বিষয়ে আকবর শাহ থানা পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সঞ্চয়পত্রের সুদহার কমছে জানুয়ারি থেকে, উদ্বেগ মধ্যবিত্ত ও অবসরপ্রাপ্তদের ড. ইউনূসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজার হুমকির মুখে জনপ্রিয় সাংবাদিক আনিস আলমগীর বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেয়ার ঘোষণা সাবেক মন্ত্রী পুত্র মুবিন-এর ইউনূস আমলে খুন-রাহাজানিতে আতঙ্কিত দেশবাসী: মাসে গড়ে ২৫০টির বেশি খুন ঐতিহাসিক সোশ্যাল মিডিয়া মামলায় সাক্ষ্য দেবেন মার্ক জাকারবার্গ কী ঘটছে সেন্ট মার্টিন্সে? পরিবেশ রক্ষার নামে ধ্বংসলীলা আর বিশেষ উদ্দেশ্যে জনমানবহীন করাই লক্ষ্য? শুভ জন্মদিন, কিংবদন্তি নেতা তোফায়েল আহমেদ গভীর সংকটে পুঁজিবাজার: বাজার ছেড়েছেন ৮২ হাজার বিনিয়োগকারী, বাড়ছে আস্থাহীনতা ও হতাশা চট্টগ্রামে বিএনপি-জামায়াতের মব হামলায় ছাত্রলীগ কর্মীর মৃত্যু: পুলিশি অবহেলার অভিযোগ পরিবারের অবিচলতার সঙ্গে নেতাকর্মীদের আপসহীন সংগ্রামের জন্য ধন্যবাদ জানিয়ে আওয়ামী লীগের বিবৃতি খাবার খাওয়ার পর এলাচ খেলে কী হয়? চীন-যুক্তরাষ্ট্র এখন ভিন্ন ধরনের বাণিজ্য যুদ্ধে আছে- বিশেষজ্ঞদের সতর্কতা সিঙ্গাপুর, মালয়েশিয়া, দুবাই থেকেও আসছে চাঁদার হুমকি সিরিজ নির্ধারণী ম্যাচে ব্যাটিংয়ে পরিবর্তন আনবে বাংলাদেশ? ঢাকায় আরেকটি জাপানি সিনেমা শিক্ষক-শিক্ষার্থীদের জন্য মাউশির সতর্কবার্তা আগামী বছর ২৮ লাখ টন পরিশোধিত জ্বালানি তেল কিনবে সরকার সালমান শাহ: ২৯ বছর পর হত্যা মামলা, রহস্যের জট খুলছে না কেন ল্যুভর থেকে চুরি হওয়া অলংকারের আর্থিক মূল্য প্রকাশ ১০ মাসে পাঁচ লাখ অবৈধ অভিবাসী গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে