চট্টগ্রামে আবারো নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল – ইউ এস বাংলা নিউজ




চট্টগ্রামে আবারো নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ নভেম্বর, ২০২৪ | ৮:৩১ 36 ভিউ
চট্টগ্রামে ২৪ ঘন্টা পার না হতেই নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা ঝটিকা মিছিল করেছে। সোমবার রাত সাড়ে ১১টার দিকে নগরীর ওয়াসা এলাকায় এ মিছিল করে ছাত্রলীগের ১০ থেকে ১২ জন কর্মী। এলাকার বাসিন্দা জানায়, ব্যাটারি গলির সামনে সড়কে জয় বাংলা স্লোগান দিয়েই মিছিল শুরু করে এক দল তরুণ। এ ঘটনার সত্যতা মেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিতে। ওই ভিডিওতে দেখা যায়, মাস্ক পরিহিত তরুণেরা স্লোগান দিয়ে মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছিল পল্টন রোডে। তারা 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। চলছে লড়াই চলবে, শেখ হাসিনা লড়বে। শেখ হাসিনার সরকার, বারবার দরকার- বলে স্লোগান দেয়।

এর আগে রবিবার রাতেও চট্টগ্রামের প্রবর্তক মোড় এলাকায় মিছিল করে ছাত্রলীগের কর্মীরা। উল্লেখ্য, গত ১৮ অক্টোবর রাতে নগরীর জামালখান থেকে চেরাগী পাহাড় এলাকায় প্রায় অর্ধশত ছাত্রলীগের নেতাকর্মী স্লোগান দিয়ে মিছিল করেছিল। ৫ আগস্টের পর সেদিনই প্রথম ছাত্রলীগ প্রথম মিছিল করে৷ এরপর থেকে চট্টগ্রামে এ নিয়ে তৃতীয়বার ছাত্রলীগের কর্মীদের ঝটিকা মিছিল করতে দেখা যাচ্ছে। এ নিয়ে ফেসবুকে চলছে তুমুল আলোচনা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চ্যাম্পিয়ন্স ট্রফি: কবে আসছে পাকিস্তানের চূড়ান্ত স্কোয়াড? দাভোসে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে ভাষণ দিতে পারেন ট্রাম্প লাভের আশায় অ্যাপসে ১৩ লাখ টাকা বিনিয়োগ, অতঃপর… হুথিকে ট্রাম্পের ‘সন্ত্রাসী’ ঘোষণা, কটাক্ষ করে যা বলল ইয়েমেন মাস্কের ‘নাৎসি’ অঙ্গভঙ্গির পক্ষে সমর্থন জানালেন নেতানিয়াহু বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেলেন যারা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে ভার্চুয়ালি বক্তৃতা করবেন ট্রাম্প সরকারি দলের সঙ্গে পিটিআই’র আলোচনা বন্ধের ঘোষণা ইউক্রেন যুদ্ধ বন্ধ না করলে রাশিয়ার বিরুদ্ধে যে পদক্ষেপ নেবেন ট্রাম্প যুক্তরাষ্ট্রে স্কুলে গুলিতে বন্দুকধারীসহ নিহত ২ বাংলাদেশ ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কী কথা হলো, মুখে কুলুপ জয়শঙ্করের গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১৬২ মরদেহ উদ্ধার গ্রিন কার্ড নিয়ে যে ঘোষণা দিল ট্রাম্প প্রশাসন রানের দখলে শীর্ষে যারা শেখের বেটি একটা পদ্মা সেতু বানিয়ে ৭৮ সেতুর টাকা পাচার করেছে বন্ধ হচ্ছে কেয়া গ্রুপের আরও ২ কারখানা কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন ১২৬ বিডিআর সদস্য ১১৬ অনুচ্ছেদের কারণে বিচারকরা সরকারের কাছে জিম্মি: শিশির মনির কৃষ্ণাঙ্গ যুবক হত্যা, অভিযুক্ত দুই পুলিশ কর্মকর্তাকে ক্ষমা করলেন ট্রাম্প বাংলাদেশ ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কী কথা হলো, মুখে কুলুপ জয়শঙ্করের