ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’
মগবাজারে ফ্লাইওভার থেকে হাত বোমা নিক্ষেপ, যুবক নিহত
‘একাত্তরের পাক-হানাদার ও আল-শামস বাহিনীর কায়দায়’ মধ্যরাতে মহেশখালীতে রাখাইন পাড়া থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার’
আওয়ামী লীগ মাঠে নামলে আমরা রিকশাওয়ালারাও নামবো” — রিকশাচালক
ভোট আওয়ামী লীগকেই দিবো, আর কাকে দিবো? শেখ হাসিনাকে আবারো চাই” –জনমত
খুলনায় এনসিপির বিভাগীয় প্রধান মোতালেব শিকদার গুলিবিদ্ধ
মহাখালীতে সন্ত্রাসীদের গুলিতে একজন আহত
“গান পাউডার ছিটাইলে ভাই আগুন ধরে বেশি, এটা ভাই করা হইছে, এটা পূর্বপরিকল্পিত” – কড়াইল বাসী
কড়াইলে আগুন দিয়েছে ইউনূস বাহিনী। এটি ছিলো ৮০ হাজার বস্তিবাসীকে উচ্ছেদ করণে ২০২৪ সালের নভেম্বরে করা হাইটেক পার্ক প্রকল্প বাস্তবায়নের নিমিত্তে একটি মেটিকুলাস ডিজাইনে করা ষড়যন্ত্র। কড়াইলে এর আগেও আগুন লেগেছে কিন্তু নিয়ন্ত্রণেও এসেছে। কারণ, আগুন নিয়ন্ত্রণ ও ক্ষয়ক্ষতি রোধে আগের সরকার এবং বর্তমান সরকারের তৎপরতার পার্থক্য কড়াইলবাসীই পর্যবেক্ষণ করেছে।
কড়াইল বাসি বলছে, এ আগুন গান পাউডার দিয়ে লাগানো হয়েছে যাতে করে খুবই অল্প সময়ে আগুন ভয়াবহ রুপ নিতে পারে। ইউনূস গংয়ের ভাস্যে আগুনের সূত্রপাত সিগারেটের আগুনে ঘটেছে, কিন্তু কড়াইলবাসীর কাছে এই বিবৃতি অযৌক্তিক। একটি গভীর ষড়যন্ত্র নিয়ে কয়েক জায়গায় একসাথে অগ্নিসংযোগ করেছে ইউনূস বাহিনী, এটাই কড়াইল বাসীর
ধারনা। তাছাড়া আগুন নেভাতেও সরকারের তেমন তৎপরতা দেখা যায়নি বলে জানিয়েছেন বস্তিবাসী জনতা। তারা বলেছেন, জননেত্রী শেখ হাসিনার সরকার থাকলে হেলিকপ্টারে পানি দিয়ে আগুন নেভানো হতো, কিন্তু এবার হেলিকপ্টার দেখেনি কেউ। ধারণা করা হয়, ইউনূস গং চেয়েছিলো যেন আগুন খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে, এতে করে বহু মানুষ উদ্বাস্তু হবে এবং বাকিদের পরবর্তীতে জিম্মি করে কড়াইল ছাড়া করা হবে যার ফলস্বরূপ সুদি ইউনূসের দুর্নীতির নতুন দুয়ার হাইটেক পার্ক প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হবে।
ধারনা। তাছাড়া আগুন নেভাতেও সরকারের তেমন তৎপরতা দেখা যায়নি বলে জানিয়েছেন বস্তিবাসী জনতা। তারা বলেছেন, জননেত্রী শেখ হাসিনার সরকার থাকলে হেলিকপ্টারে পানি দিয়ে আগুন নেভানো হতো, কিন্তু এবার হেলিকপ্টার দেখেনি কেউ। ধারণা করা হয়, ইউনূস গং চেয়েছিলো যেন আগুন খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে, এতে করে বহু মানুষ উদ্বাস্তু হবে এবং বাকিদের পরবর্তীতে জিম্মি করে কড়াইল ছাড়া করা হবে যার ফলস্বরূপ সুদি ইউনূসের দুর্নীতির নতুন দুয়ার হাইটেক পার্ক প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হবে।



