গাজীপুরে ওসিকে প্রত্যাহার, গ্রেপ্তার ১৬ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ ফেব্রুয়ারি, ২০২৫
     ১০:০৬ পূর্বাহ্ণ

গাজীপুরে ওসিকে প্রত্যাহার, গ্রেপ্তার ১৬

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০:০৬ 77 ভিউ
গাজীপুর মহানগর পুলিশের কমিশনার ড. মো. নাজমুল করীম খান বলেছেন, গতরাত যে ঘটনাটি ঘটেছে তারজন্যআমি পুলিশের পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। এজন্য ব্যর্থতা স্বীকার করছি। আমি শুনেছি দুই ঘন্টা পরে আমার ওসি আপনাদের ডাকে সাড়া দিয়েছে। আমি এ মহুর্তে আপনাদের সামনে বলতে চাই আমি তাকে প্রাথমিক পর্যায়ে প্রত্যাহার করেছি। পরে অবহেলার সত্যতা পেলে তাকে সাসপেন্ড করবো। আমি আপনাদের নিশ্চয়তা দিতে চাই, যারা ফ্যাসিবাদিদের আতাত করবে। তাদের পুলিশে চাকরি করতে দেয়া যাবে না। এতোদিন যে ফ্যাসিবাদি পুলিশ তৈরি হয়েছে তা থেকে পুলিশকে বেরিয়ে আসতে হবে। পুলিশকে জনগণের পুলিশ হতে হবে। শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে গাজীপুর জেলা শহরের রাজবাড়ী সড়কে বৈষম্যবিরোধী

ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ নেতাকর্মীদের হামলার ঘটনায় আয়োজিত বিশাল বিক্ষোভ সমাবেশে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন। গাজীপুর মহানগর পুলিশের সদর থানার ওসি মো: আরিফুল ইসলামকে সাসপেন্ড ঘোষণা ও গত রাতের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলায় ঘটনায় এখন পর্যন্ত ১৬জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন গাজীপুর মহানগর পুলিশের কমিশনার ড. নাজমুল করিম খান। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের ফলে আপনারা যে বাংলাদেশ ফিরিয়ে দিয়েছেন সেই বাংলাদেশ আমার ও আপনাদের সবার। পুলিশ কমিশনার বলেন, আমি আপনাদের বলতে চাই, আমরা এক এক করে ওই ঘটনায় জড়িতদের খুঁজে বের করবো। আমি নিশ্চয়তা দিতে চাই, এখানে যারা পুলিশ আছে রেসপন্স করতে দেরি করেছে,

তাদের প্রত্যেকের বিরুদ্ধে আমি ব্যবস্থা নিবো। আমি শুনেছি দুই ঘন্টা পরে আমার ওসি আপনাদের ডাকে সাড়া দিয়েছেন, আমি আপনাদের এই মুহুর্তে বলতে চাই, আমি তাকে সাসপেন্ড করবো। আমি আপনাদেরকে নিশ্চয়তা দিতে চাই, যারা এই ফ্যাসিবাদের সাথে আঁতাত করবে, তাদেরকে পুলিশে চাকরি করতে দেয়া যাবে না। এতদিনের যে পুলিশ ফ্যাসিবাদ পুলিশ তৈরী হয়েছে সেই ফ্যাসিবাদ থেকে পুলিশ বের হয়ে আসতে হবে। জনগণের পুলিশ হতে হবে। আপনার কস্ট করে এসেছেন, আপনারা জনগণের নিরাপত্তার জন্য এসেছেন যাদেরকে এভাবে নিজেরা গত ১৭বছর যাবৎ আপনাদের অন্যায় ভাবে অত্যাচার করেছে এই দেশের উপর জুলুম করেছে এখন মাথা চাড়া দিচ্ছে, তাদের এই মাথাচাড়া কোন ভাবে বরদাস্ত করা

হবেনা। আমরা এঘটনায় ইতিমধ্যে আমরা ১৬জনকে গ্রেপ্তার করেছি। আজকে রাতে চিরুণী অভিযান হবে, এই চিরুণী অভিযানের মাধ্যমে প্রত্যেকটি কালপিটকে আমরা খুঁজে বের করবো এবং আইনের আওতায় নিয়ে আসবো ইনশাআল্লাহ্। গাজীপুর মহানগর পুলিশের কমিশনার ডাক্তার মোঃ নাজমুল করীম খান বৈষম্য বিরোধী আন্দোলনের সদস্যদের উদ্দেশ্যে বলেন, আমিও বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নিয়েছিলাম। ফ্যাসিবাদী আন্দোলনের সময় আমাকে ফোর্স রিটায়ারমেন্ট পাঠানো হয়েছিল। আন্দোলনের পর আমি আবার পুলিশের কমিশনার হয়ে ফিরে এসেছি। পুলিশ কমিশনার আরও বলেন, গত ১৭ বছর ধরে যারা অত্যাচার করেছে, দেশের ওপর জুলুম করেছে, তারা মাথাচাড়া দিচ্ছে। কিন্তু তাদের কোনো মাথাচাড়া বরদাশত করা হবে না। ইতিমধ্যে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আওয়ামী ফ্যাসিবাদ দমন করার জন্য ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনা করা হবে। পুলিশ কমিশনারের বক্তব্যের সময় সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলমসহ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সংগঠনটির নেতা-কর্মীদের ভাষ্য, শুক্রবার রাতে গাজীপুর সিটি করপোরেশনের ধীরাশ্রম এলাকায় সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে লুটপাটের খবর পেয়ে শিক্ষার্থীরা বন্ধ করতে গেলে তাঁদের ওপর হামলা হয়। এ ঘটনার প্রতিবাদে আজ সকালে শহরের রাজবাড়ীর মাঠ ও জেলা প্রশাসকের কার‌্যালয়ের সামনে বিভিন্ন সংগঠনের নেতা-কর্মী ও শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল শুরু করেন। বেলা দুইটার দিকে শিক্ষার্থীরা জেলা প্রশাসক কার‌্যালয়ের সামনের

সড়কে বসে বিক্ষোভ শুরু করেন। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সেখানে গিয়ে মহানগর পুলিশের কমিশনার নাজমুল করিম খান হামলার ঘটনায় ব্যবস্থা নেওয়ার কথা জানান। এরপর বিকেল পাঁচটার দিকে মিছিল করতে করতে নেতা-কর্মীরা ফিরে যান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও আহত শিক্ষার্থীদের ভাষ্য, ঢাকার ধানমন্ডিতে ভাঙচুরের ঘটনার পর তাঁরা গাজীপুরের বিভিন্ন এলাকায় প্রচার করেন যে কোথাও ভাঙচুর হলে তাঁদের জানাতে। গতকাল রাতে তাঁদের কাছে খবর আসে, ধীরাশ্রম এলাকায় সাবেক মন্ত্রীর বাড়িতে হামলা ও লুটপাট হচ্ছে। এটি শোনার পর লুটপাট বন্ধ করতে শিক্ষার্থীরা সেখানে গিয়ে হামলার শিকার হন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ক্তিযোদ্ধাদের আক্রমণে কোণঠাসা হয়ে পড়ে পাকিস্তানি জান্তারা ক্ষমতার লোভে ইতিহাস স্বীকারের ভান: জামায়াতের ‘ক্ষমা’ নয়, এটি সুপরিকল্পিত রাজনৈতিক প্রতারণা পরিবারের নিরাপত্তার সংকটে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ বিজয় দিবসে মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার চট্টগ্রামে বিজয় দিবসে ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন বিজয় দিবসের দিন জামায়াত আমিরের অভিনব প্রতারণা ট্রল ও গালিগালাজের শিকার হয়ে যা বললেন শুভশ্রী বিজয় দিবসে মোদির টুইট, একবারও উল্লেখ করলেন না বাংলাদেশের নাম কুয়ালালামপুরে ইমিগ্রেশনের অভিযানে বাংলাদেশিসহ ৯০ অবৈধ অভিবাসী আটক কুয়াশা ও শুষ্ক আবহাওয়া থাকবে কয়দিন? জানাল আবহাওয়া অধিদপ্তর ভারতীয় রুপির রেকর্ড দরপতন বিবিসির বিরুদ্ধে ৫০০ কোটি ডলারের মামলা ট্রাম্পের যে কারণে জিৎ-স্বস্তিকার ৬ বছরের প্রেম ভাঙে অবিনশ্বর বিজয় দিবস ২০২৫ নয় মাস মুক্তিযুদ্ধের পর যেদিন বিজয়ের সূর্য হেসেছিল বাংলার আকাশে দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখবেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা প্রহসন নির্বাচনের তফসিল ঘোষণা, জনগণের রায় ছাড়াই ক্ষমতার বন্দোবস্ত মানবে না দেশ নিয়াজীর আত্মসমর্পণের চুক্তিনামা নিয়ে আসেন ক্যু করে পদচ্যুত করতে ব্যর্থ হয়ে ইউনুসের কাছে রাষ্ট্রপতি এখন অচ্ছুৎ!