এলজিবিটি কমিউনিটিকে ব্যবহার করে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ, আলোচনায় একাধিক নাম – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ নভেম্বর, ২০২৫
     ৯:০৮ পূর্বাহ্ণ

এলজিবিটি কমিউনিটিকে ব্যবহার করে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ, আলোচনায় একাধিক নাম

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ নভেম্বর, ২০২৫ | ৯:০৮ 55 ভিউ
বাংলাদেশের এলজিবিটি (LGBT) কমিউনিটিকে ব্যবহার করে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি এবং সাবেক আওয়ামী লীগ সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন মানবাধিকার কর্মী ও শিল্পী সন্জিবনী সুধা। সম্প্রতি তার ফেসবুক প্রোফাইল থেকে প্রকাশিত "বাংলাদেশের এলজিবিটি কমিউনিটিকে ব্যবহার ও আওয়ামী লীগ সরকার উৎখাতের ষড়যন্ত্র–৩" শীর্ষক একটি পোস্টে তিনি মোঃ মুনতাসির রহমান নামে এক ব্যক্তির বিরুদ্ধে জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন 'শিবির' এবং সদ্য গঠিত রাজনৈতিক দল 'এনসিপি'-এর সাথে মিলে ষড়যন্ত্রে লিপ্ত থাকার গুরুতর অভিযোগ এনেছেন। পোস্টে সন্জিবনী সুধা দাবি করেন, মোঃ মুনতাসির রহমান এলজিবিটি কমিউনিটির জন্য বিভিন্ন গোপন পার্টির আয়োজন করতেন, যেখানে পরিচয় যাচাই ছাড়াই অনেককে আমন্ত্রণ জানানো হতো। সুধার অভিযোগ, এই পার্টিগুলোর মাধ্যমে মুনতাসির শিবিরকর্মী

এবং এনসিপি-এর কিছু নেতার সাথে পরিচিত হন এবং তাদের তার পার্টিতে আমন্ত্রণ জানাতেন। পোস্টে কয়েকটি চাঞ্চল্যকর ঘটনার উল্লেখ করা হয়েছে: ধর্ষণের অভিযোগ: গত বছর বাসাবো এলাকায় মুনতাসিরের আয়োজিত একটি পার্টিতে একজন নারীকে ধর্ষণের অভিযোগ ওঠে। পোস্ট অনুযায়ী, অভিযুক্ত ধর্ষক ছিলেন একজন শিবিরকর্মী, যার বাবা স্থানীয় জামায়াত নেতা। সাভারের রিসোর্টে হামলা: এ বছরের এপ্রিলে সাভারের একটি রিসোর্টে মুনতাসিরের আয়োজিত পার্টিতে স্থানীয় জনতা ও পুলিশ হামলা চালায়। সুধার দাবি, এই হামলার খবর মুনতাসিরের পরিচিত শিবিরকর্মীরাই ছড়িয়েছিল এবং পার্টিতে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের কয়েকজন সদস্য উপস্থিত থাকায় ঘটনাটি ধামাচাপা দেওয়া হয়। এনসিপি-তে যোগদান ও বহিষ্কার: পোস্টে বলা হয়, শিবির ও এনসিপি-এর সাথে কাজের পুরস্কার হিসেবে মুনতাসিরকে এনসিপি-এর জাতীয়

কার্যনির্বাহী কমিটির যুগ্ম সদস্য সচিব করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে শিবিরকর্মীরাই তার সমকামী পরিচয় প্রকাশ করে দিলে, জনসমর্থন হারানোর ভয়ে এনসিপি তাকে বহিষ্কার করে। নতুন ষড়যন্ত্রের অভিযোগ: এনসিপি থেকে বহিষ্কারের পর মুনতাসির প্রতিশোধ নিতে সিলেটের ট্রান্সনারী সাহারা চৌধুরী রেবিলকে ঢাকায় এনে এলজিবিটি বিয়ের দাবিতে অনশন করান বলে অভিযোগ করা হয়েছে। সুধার মতে, এর উদ্দেশ্য ছিল সমাজে অস্থিরতা তৈরি করা। সন্জিবনী সুধা তার পোস্টে আরও অভিযোগ করেন যে, মুনতাসির রহমান আওয়ামী লীগ সমর্থক বিভিন্ন মানবাধিকার কর্মীর তথ্য শিবিরকর্মীদের কাছে হস্তান্তর করেছেন, যার ফলে ৫ই আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর তাদের অনেকে হুমকির মুখে পড়েন। সুধা তার নিজের সংগঠন 'ইনক্লুসিভ বাংলাদেশ'-এর ফেসবুক পেজটিও এই ষড়যন্ত্রের বিরুদ্ধে

কথা বলায় ১০ বারের বেশি সাসপেন্ড এবং অবশেষে মুছে ফেলা হয়েছে বলে দাবি করেন। পোস্টের শেষে লেখক প্রশ্ন তোলেন, "যারা শেখ হাসিনার সকল ভালো কাজের উপকারভোগী হয়েও, স্বাধীনতা-বিরোধীদের সাথে মিশে নিজের কমিউনিটির মানুষ, তাদের এলাই এবং দেশের চরম ক্ষতি করে—তারা মানুষ নাকি অন্য কিছু?" এই ফেসবুক পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং এলজিবিটি কমিউনিটির অভ্যন্তরীণ রাজনীতি ও বৃহত্তর রাজনৈতিক প্রেক্ষাপটে এর ব্যবহার নিয়ে নতুন করে বিতর্ক উস্কে দিয়েছে। তবে, পোস্টে উল্লেখিত মোঃ মুনতাসির রহমান বা অন্য অভিযুক্তদের পক্ষ থেকে এই বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আরব আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দিকে রাজকীয় ক্ষমা ইরানে সরকার পতন এখনই হচ্ছে না রাজধানীতে আজ কোথায় কী বাংলাদেশিদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র ইরান সংকটে আন্দোলনের ভেতরে যুদ্ধের ছায়া বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ রিশাদের ঘূর্ণিতে থামল ব্রিসবেন, তবু শেষ বলের নাটকে হারল হোবার্ট আবারও আসছে শৈত্যপ্রবাহ, থাকবে যত দিন ইরান-ইসরায়েলের সেনাবাহিনীতে ‘হাই অ্যালার্ট’ স্বর্ণের দামে নতুন ইতিহাস, রেকর্ড গড়েছে রুপাও মারা গেছেন ভারতের বর্ষীয়ান সংগীতশিল্পী সমর হাজারিকা এলপিজি গ্যাস সংকট সহসাই কাটছেনা লোক দেখানো নিলামে গ্রামীণফোনকেই “৭০০ মেগাহার্টজের গোল্ডেন স্পেকট্রাম” দেওয়া হচ্ছে ‘নো বোট, নো ভোট’ স্লোগানে নির্বাচন বয়কটে নামছে আওয়ামী লীগ তরুণদের আন্দোলনে ক্ষমতায় আসা ইউনূসের কর্মসংস্থান ও চাকরী নিয়ে বাস্তবতাবিহীন নিষ্ঠুর রসিকতা বৈধতাহীন সরকারের অধীনে অর্থনৈতিক বিপর্যয় : সর্বনিম্ন বিনিয়োগে ডুবছে বাংলাদেশ মৌলবাদের অন্ধকারে যখন সংস্কৃতি গলা টিপে ধরা—তখনও বাংলাদেশ বেঁচে থাকে অসাম্প্রদায়িক চেতনায়…. সবাইকে পৌষ পার্বণ ও মকর সংক্রান্তির শুভেচ্ছা। ১৬ বছরে যা হয়নি, ১৭ মাসেই সব ভেঙে পড়লো কিভাবে? রপ্তানি খাতে বড় পতন, সামাল দিতে হিমশিম খাচ্ছে সরকার ক্ষমতার শেষ মুহূর্তে তড়িঘড়ি প্রকল্প ব্যয় বৃদ্ধি: দুর্নীতির মচ্ছবে ব্যাস্ত ইউনুস সরকারের বিশেষ সহকারী