এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা বাড়াতে লিগ্যাল নোটিশ – ইউ এস বাংলা নিউজ




এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা বাড়াতে লিগ্যাল নোটিশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ অক্টোবর, ২০২৫ | ১১:০৬ 14 ভিউ
জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা ও অন্যান্য চাকরিসংক্রান্ত সুবিধা নিশ্চিত করতে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া এ নোটিশ পাঠান। নোটিশটি শিক্ষা সচিব, আইন সচিব, অর্থ সচিবসহ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে । নোটিশে উল্লেখ করা হয়, বর্তমানে বাংলাদেশে প্রায় ৩০ হাজার এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ৬ লাখ শিক্ষক ও কর্মচারী কর্মরত। ২০০৬ সাল থেকে তারা সরকারি কোষাগার থেকে শতভাগ বেতন পেলেও বাড়িভাড়া ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন। অথচ সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীরা জাতীয় বেতন স্কেল অনুযায়ী এসব সুবিধা ভোগ করছেন। ‌‘মাত্র ৫০০ টাকা বাড়িভাড়া, এটি অবমাননাকর’ নোটিশে

আরও উল্লেখ করা হয়, অর্থ মন্ত্রণালয় গত ৩০ সেপ্টেম্বর প্রজ্ঞাপনের মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য মাত্র ৫০০ টাকা বাড়িভাড়া ভাতা নির্ধারণ করে, যা বর্তমান বাজার পরিস্থিতিতে অত্যন্ত অসম্পূর্ণ ও শিক্ষক সমাজের প্রতি অবমাননাকর আচরণ। এটি সংবিধানের ২৭ (সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান), ২৯ (চাকরিতে সমান সুযোগ) ও ৩১ (আইনানুগ নিরাপত্তা) অনুচ্ছেদের পরিপন্থি বলেও উল্লেখ করা হয়। নোটিশদাতা আইনজীবী বলেন, ‘অন্যান্য সরকারি চাকরিজীবীরা যেখানে জাতীয় বেতন স্কেলের অনুযায়ী বাড়িভাড়া পাচ্ছেন, সেখানে এমপিওভুক্ত শিক্ষকরা সেই অধিকার থেকে বঞ্চিত। এটা একটি বৈষম্যমূলক, অবিচারমূলক এবং আমলাতান্ত্রিক ষড়যন্ত্র।’ তিনি আরও বলেন, ‘দেশ জাতীয় নির্বাচনের দিকে যাচ্ছে, ঠিক এই সময় শিক্ষক-কর্মচারীদের রাস্তায় আন্দোলনে নামতে বাধ্য করা অস্বস্তিকর পরিবেশ তৈরি করবে।’ ৩

দিনের আল্টিমেটাম নোটিশে আগামী তিন দিনের মধ্যে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জাতীয় পে স্কেল ২০১৫ অনুযায়ী বেতনের আনুপাতিক হারে বাড়িভাড়া ভাতা নির্ধারণ করার অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় উচ্চ আদালতে রিট দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। প্রসঙ্গত, গত কয়েক বছর ধরেই এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা তাদের সুযোগ-সুবিধা বাড়ানোর দাবিতে আন্দোলন করে আসছেন। তবে সরকার এখন পর্যন্ত পূর্ণাঙ্গ দাবি মেনে নেয়নি। নতুন করে আইনি চাপের ফলে বিষয়টি নতুন মোড় নিতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নারায়ণগঞ্জে বাস উল্টে খাদে, নারী-শিশুসহ আহত ১০ জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফল প্রকাশে রেকর্ড বাতিল হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা, দায়মুক্তি পাচ্ছেন আসামিরা ইউপিডিএফ নেতা মাইকেল চাকমার ৮ বছরের জেল চসিকের ৩ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ অবশেষে উচ্ছেদ হলো আগারগাঁওয়ের ‘কেকপট্টি’ গাজা শান্তি চুক্তিতে সফলতার জন্য ট্রাম্পকে অভিনন্দন জানালেন মোদি বৃষ্টি আরও কয়েকদিন থাকতে পারে, জানাল আবহাওয়া অফিস একটুর জন্য হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের জাহান্নামের বিষাক্ত বৃক্ষ জাক্কুম একটুর জন্য হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা বাড়াতে লিগ্যাল নোটিশ ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ২২৪, একদিনে হাসপাতালে ৭৮১ রেমিট্যান্স আয়ে ঊর্ধ্বমুখী প্রবণতা ভারতকে ক্ষেপণাস্ত্র দেবে যুক্তরাজ্য, চুক্তি সই ‘ডোনাল্ড ট্রাম্পকে নোবেল দিয়ে দেন, তিনি এটার প্রাপ্য’ তীব্র শব্দে বিভিন্ন জাতির বিনাশ ও বিজ্ঞানের ব্যাখ্যা অভিনেতা প্রিয়াংশুর অর্ধনগ্ন মরদেহ উদ্ধার সন্ত্রাসবিরোধী আইনের অপব্যবহার করছে অন্তর্বর্তী সরকার: হিউম্যান রাইটস ওয়াচ অন্তত ১৪ হাজার শান্তিরক্ষী কমানোর চিন্তা করছে জাতিসংঘ