উত্তরের দরজায় কড়া নাড়ছে শীত, সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ২০ এর কম – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ অক্টোবর, ২০২৫
     ৫:৫৯ পূর্বাহ্ণ

উত্তরের দরজায় কড়া নাড়ছে শীত, সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ২০ এর কম

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ অক্টোবর, ২০২৫ | ৫:৫৯ 80 ভিউ
শেষ হচ্ছে শরতের দিন। আর মাত্র দু’দিন পরই প্রকৃতিতে আসবে হেমন্তকাল। শীতকাল আসতে আরও মাস দুয়েক বাকি। কিন্তু এরই মধ্যে উত্তরের দরজায় কড়া নাড়তে শুরু করেছে শীত। কমতে শুরু করেছে সর্বনিম্ন তাপমাত্রাও। এরই মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে। আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার। সকাল ও রাতে হালকা ঠান্ডা হাওয়া বইছে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা কুয়াশার চাদরে ঢেকে থাকছে। আর রাতে বন্ধ রাখতে হচ্ছে ফ্যানের সুইচ। আবহাওয়াবিদরা বলছেন, এখন যতই দিন যাবে ততই শীত বেশি অনুভূত হতে থাকবে। গত কয়েকদিন আগে বিদায় নিয়েছে মৌসুমি

জলবায়ু। বিদায় বেলায় দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি হয়েছে। প্রতি বছর আশ্বিন মাসের শেষের দিকে পঞ্চগড়সহ উত্তরের জেলাগুলোতে ঝড়-বৃষ্টি হয়ে থাকে। স্থানীয়ভাবে এটাকে বলা হয় ‘আশিন সাঁতাও’। এই আশিন সাঁতাও এর পর থেকেই মূলত এই অঞ্চলে শীত অনুভূত হতে থাকে। এবারও এর ব্যতিক্রম হয়নি। থেমে থেমে বৃষ্টি হয়েছে কয়েকদিন, বয়ে গেছে হালকা ঝড়ও। এরপর থেকে গত কয়েকদিন ধরেই এই অঞ্চলে সন্ধ্যার পর থেকেই কুয়াশা শুরু হচ্ছে। রাত ও সকালে বইতে শুরু করেছে শীতল হাওয়া। তবে এখনো তা রয়েছে হালকামানের, যা ধীরে ধীরে মাঝারি দিকে ধাবিত হচ্ছে। এরই মধ্যে হেমন্তের আবহাওয়া বিরাজ করছে প্রকৃতিতে। মাঠে মাঠে পাকতে শুরু করেছে আগাম জাতের আমন ধান।

ইতোমধ্যে কিছু অঞ্চলে ধান কাটাও শুরু হয়েছে। ধান কেটে নেয়ার পর সেই জমি চাষ করে শীতকালীন শাকসবজি আবাদে প্রস্তুতি নিচ্ছেন কৃষকরা। জেলা সদরের ব্যারিস্টার বাজার এলাকার মাদ্রাসা শিক্ষক ও ইমাম শাহিনুর রহমান জানান, ভোরে ফজরের নামাজের আগে যখন বের হই তখন দেখা যায় বেশ কুয়াশা। শীতও অনুভূত হয় সে সময়। তবে তীব্র শীত না হওয়ায় সকালের কুয়াশা ও শীত বেশ উপভোগ করার মতো। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, মঙ্গলবার সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে হয়েছে তেঁতুলিয়ায়। এসময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ। গত কয়েকদিন ধরে রাতের তাপমাত্রা ক্রমশ কমে আসছে, যা শীতের

আগাম বার্তা দিচ্ছে। আগামী দিনগুলোতে ক্রমান্বয়ে সর্বনিম্ন তাপমাত্রা কমতে থাকবে এবং পুরো শীত অনুভূত হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শিবির ক্যাডারদের হাতে কারাগার, কারাগারে আটকে আওয়ামী লীগের উপর চলছে পরিকল্পিত গণহত্যা জাতিসংঘের প্রতিবেদনে স্বীকৃত সত্য : দক্ষিণ এশিয়ায় মূল্যস্ফীতির শিরোমণি বাংলাদেশ এখন রাজাকারের সাথে কে যোগ দিছে? বলেন আপনারা দেশের মানুষ” – জনতার কথা যারা মেধার কথা বলে রাজপথ জ্বালিয়েছিল, তারাই আজ কোটা খেয়ে সরকারি অফিসে— কোটা আন্দোলনের মুখোশে ক্ষমতার সিঁড়ি, সাধারণ ছাত্রদের ভাগ্যে শুধু ধোঁকা! বাংলাদেশ: ইউনুস এবং ইতিহাসের উপর আক্রমণ” (Bangladesh: Yunus and Assault on History) নামক একটি বই সম্প্রতি প্রকাশিত হয়েছে ভুল ইতিহাসের অভিযোগ তুলে বাতিল করল ১৫ হাজার বীর মুক্তিযোদ্ধার ভিডিও সাক্ষাৎকার চবি ল্যাবরেটরি কলেজে উপেক্ষিত যোগ্যতা, প্রশ্নের মুখে নিয়োগ বোর্ড লবিংয়ের কাছে হার মানল যোগ্যতা চবি ল্যাবরেটরি কলেজে নিয়োগবঞ্চিত উচ্চশিক্ষিত প্রার্থী তারেক রহমানের নাগরিকত্ব বিতর্ক: নির্বাচনের প্রশ্নচিহ্ন বাংলাদেশের ভূ-রাজনীতিতে গোপন ষড়যন্ত্র ও আমেরিকার প্রস্তাবে গাঁজায় সেনা মোতায়েনের আগ্রহ ইউনুস সরকারের আত্মশুদ্ধি, মানবপ্রেম ও ঐতিহ্যের মহামিলন আরব আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দিকে রাজকীয় ক্ষমা ইরানে সরকার পতন এখনই হচ্ছে না রাজধানীতে আজ কোথায় কী বাংলাদেশিদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র ইরান সংকটে আন্দোলনের ভেতরে যুদ্ধের ছায়া বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ রিশাদের ঘূর্ণিতে থামল ব্রিসবেন, তবু শেষ বলের নাটকে হারল হোবার্ট আবারও আসছে শৈত্যপ্রবাহ, থাকবে যত দিন ইরান-ইসরায়েলের সেনাবাহিনীতে ‘হাই অ্যালার্ট’ স্বর্ণের দামে নতুন ইতিহাস, রেকর্ড গড়েছে রুপাও