ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
২৬ বছর আগের ইলন মাস্কের ‘প্রলাপ’এখন বাস্তব
ভদ্র আচরণে চ্যাটজিপিটি ও অন্যান্য এআই : গবেষণালব্ধ অনুসন্ধান
ই-সিগারেট আমদানি নিষিদ্ধ করল সরকার
স্ক্যাম কী ও কেন!
ভারতে হোটেল থেকে বাংলাদেশি আম্পায়ারের লাশ উদ্ধার
মন্দিরে হামলার ভিডিওটি পশ্চিমবঙ্গের, বাংলাদেশের নয় : রিউমার স্ক্যানার
দেশে নতুন প্রযুক্তি ব্র্যান্ডের পথচলা
আইটি স্পেশালিস্ট তৈরির কারিগর আহমেদ সোহেল
তথ্য-প্রযুক্তির প্রতিযোগিতামুলক এই বিশ্বে উদ্যমী এবং মেধাবী শিক্ষার্থীদেরকে যোগ্য করে গড়ে তুলে চাকুরি প্রদান এবং কমিউনিটির উন্নয়নের লক্ষ্যে আই ডাটাকোর ইনফোটেক ইনস্টিটিউট এর পথচলা শুরু ২০১৮ সালে । ইতিমধ্যে বিপুল শিক্ষার্থীর চাকরি পাওয়ার মাধ্যমে প্রতিষ্ঠানটি ঈর্ষনীয় সাফল্য অর্জন করেছে। সল্প সময়ে সকলের সার্বিক সহযোগিতায় গ্রহনযোগ্য ও প্রতিশ্রুতিশীল প্রতিষ্ঠানে পরিনত হয়েছে আই ডাটাকোর ইনফোটেক ইনস্টিটিউট। ডাটাবেস এডমিনিষ্ট্রেশন তথ্য-প্রযুক্তির অপরিহার্য অংশ। প্রযুক্তির এইক্ষেত্রে প্রশিক্ষন নিয়ে বছরে এক লক্ষ বিশ হাজার থেকে প্রায় বাৎসরিক দুই লক্ষ ডলার আয় করা সম্ভব। আর এ সুবর্ণ সুযোগ এনে দিয়েছে আই ডাটাকোর ইনফোটেক ইনস্টিটিউট। এই স্বনামধন্য প্রতিষ্ঠানের মালিক ও চিফ এক্সেকিউটিভ আহমেদ সোহেল যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ডিপার্টমেন্ট অব
এডুকেশনে ( ডি ও ই ) বিগত সাত আট বৎসর থেকেই কর্মরত। iDataCore InfoTech এর কর্ণধার কমুনিটির পরিচিত মুখ আহমেদ সোহেল নিউইয়র্কের বিখ্যাত সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্ক থেকে বায়োকেমিস্ট্রি ও ম্যাথমেটিক্স এ গ্রাডুয়েশন করে পরবর্তীতে বিশ্ব বিখ্যাত নিউইয়র্ক বিশ্ববিদ্যালয় এ পিএইচডি রিসার্চ এ মনোনিবেশ করেছিলেন। একসময়ে যুক্তরাষ্ট্রের মেডিকেল কলেজে পড়াশুনার প্রচন্ড আকাঙ্খা থেকে দিনরাত পরিশ্রম করে প্রস্তুতি নিচ্ছিলেন.। অবশেষে এক পর্যায়ে তথ্য-প্রযুক্তির দিকে পা বাড়ান। প্রতিযোগিতামুলক এই বিশ্বে ক্রমবর্ধমান বিকশিত আই টি ফিল্ডের লোভনীয় চাকরীর সুযোগ গ্রহণ করেন সোহেল। অত্যন্ত সফলতার সাথে বেশ কয়েকবৎসর চাকরি করার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন এই মেধাবী ছাত্র নিউ ইয়র্কের বাংলাদেশী কমিউনিটির কথা বিবেচনা করে বেশ
কয়েকবৎসর আগে আই ডাটাকোর ইনফোটেক ইনস্টিটিউট প্রতিষ্টিত করেন. সময়ের সাথে পাল্লা দিয়ে প্রতিষ্ঠানটি বিপুল সংখ্যক কমুনিটির মানুষের লোভনীয় বাৎসরিক বেতনের আইটি ফিল্ডের চাকরি পেতে সর্বার্তক সহায়তা করেছেন. নিউ ইয়র্ক কমুনিটির পরিচিত মুখ লায়ন আহমেদ সোহেলের সাথে আলাপচারিতায় তথ্য প্রযুক্তির বিভিন্ন দিক উঠে আসে। আহমেদ সোহেল বলেন একজন সফল ডাটাবেজ এডমিনিষ্ট্রেটর ডিবিএকে ডাটাবেজ এর পাশপাশি প্রযুক্তির অন্যান্য বিষয় সম্পর্কে জ্ঞান রাখতে হয়. সেই আলোকে একজন শিক্ষার্থীকে আমরা ডাটাবেজ ডেবেলোপমেন্ট ,এক্টিভ ডাইরেক্টরি, ভিএমওয়্যার, বিভিন্ন ধরণের টিকেটিং টুলস এর বিষয়ে সার্বিক প্রশিক্ষন দিয়ে থাকি। এবং এরজন্য শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত কোন ফী নেয়া হয়না। বর্তমানে লং আইল্যান্ডের ভ্যালি স্ট্রিমে প্রতিষ্ঠানটির একটি শাখা রয়েছে।
নিউ ইয়র্ক বাঙালি কমুনিটির কথা বিবেচনা করে আই ডাটাকোর ইনফোটেক ইনস্টিটিউট জ্যাকসন হাইটসে প্রতিষ্ঠানটির দ্বিতীয় শাখা চালু করেছে 70-34 Broadway এই address এ. আগামী কিছু দিনের মধ্যেই প্রতিষ্ঠানটি জ্যাকসন হাইটস ব্রাঞ্চটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবে. বর্তমানে শিক্ষার্থীদের সুবিধার্থে শনি ও রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত ক্লাস নিয়ে থাকি। iDataCore infotech এর অনন্য বৈশিষ্ট হল আহমেদ সোহেল ক্লাসে উপস্থিত থেকে প্রশিক্ষন দিয়ে থাকেন . আই ডাটাকার ইনফোটেক এর কর্ণধার আহমেদ সোহেলের পাশাপাশি বেশকয়েকজন অভিজ্ঞ ইন্সট্রাক্টর জড়িত আছেন iDataCore infotech যারা সবাই নিউইয়র্কের বিভিন্ন সিটি জবে সিনিয়র পজিশন এ কর্মরত. আহমেদ সোহেল আরও বলেন আমাদের বাস্তব অভিজ্ঞতাগুলো শিক্ষার্থীদের কাছে তুলে ধরা যেমন সহজ
হয় তেমনি তাদের যেকোন প্রশ্নের সরাসরি উত্তর এবং ব্যাখ্যাকরাও সহজ হয়। ফলে শিক্ষার্থীদের টেকনিকেল ব্যাকগ্রাউন্ড না থাকলেও জটিল বিষয়গুলো আয়ত্ব করতে কোন অসুবিধা হয়না। বিগত দিনে আই ডাটাকার ইনফোটেক শতভাগ সফলতার মূল্যে রয়েছে ক্লাসে স্বশরীরে আমাদের উপস্থিতি এবং আন্তরিকতা। যার ফলস্রুতিতে প্রতিষ্ঠানটি সল্প সময়ে কমিউনিটিতে ব্যাপক আস্থা অর্জন করেছে. বর্তমানে আই ডাটাকার ইনফোটেক বেশ কজন শিক্ষার্থী ফেডারেল, স্টেট গভার্নমেণ্টসহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে অত্যান্ত দক্ষতার সাথে কাজ করে যাচ্ছেন। আই ডাটাকার ইনফোটেক ইনস্টিটিউটটি গতানুগতিক অন্যান্য আইটি প্রতিষ্ঠান থেকে কিছু বৈচিত্রতা নিয়ে শুরু থেকেই পথচলা শুরু করেছে. কারন এই প্রতিষ্ঠানটি নিউ ইয়র্কে বসবাসরত সব পর্যায়ের বাংলাদেশী ভাইবোনদের কথা বিবেচনায় রেখে কয়েক ধরণের
আইটি প্রশিক্ষণ দিয়ে থাকে. প্রতিষ্ঠানটি বর্তমান প্রযুক্তির বিস্ময় আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স ( এ আই ) ও মেশিন লার্নিং ( এম এল) এর বিষয়ে ছাত্রছাত্রীদেরকে ধারণা দিয়ে থাকে. খুব শিগ্রই প্রতিষ্ঠানটি বর্তমান তথ্য প্রযুক্তির এই বিস্ময় – আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের উপরে প্রশিক্ষণ চালু করবে. অন্যদিকে যারা অ্যাডভান্সড লেভেল আইটি ট্রেনিং এর ব্যাপারে কিছুটা ভয় পান তাদর সুবিধার্থে প্রতিষ্ঠানটি সফটওয়্যার টেস্টিং তথা কিউ এ ( QA ) এর পাশাপাশি কম্পিউটারের বেসিক কোর্সের ট্রেনিং ও দিয়ে থাকেন যেখানে ডেস্কটপ সাপোর্ট থেকে শুরু করে মাইক্রোসফট এক্সেল, ওয়ার্ড ডকুমেন্ট, পাওয়ার পয়েন্ট প্রেসেন্টেশন সহ একটা অফিসে কম্পিউটারের উপরে কাজ করার জন্য যা যা দরকার হয় তার সবই শিখানো
হয়. পাশাপাশি প্রতিষ্ঠানটি যারা আর্থিক সংকটের কারনে প্রচন্ড ইচ্ছা থাকা সত্ত্বেও আইটি কোর্স টি শুরু করতে পারছে না তাদের জন্য কোর্স ফী ডিসকাউন্ট সহ বিভিন্ন ধরণের স্কলারশিপ ও বকেয়া পেমেন্ট অপশন রাখা হয়েছে. আহমেদ সোহেল বলেন সবকিছু বিবেচনায় রেখে আমরা একজন শিক্ষার্থী থেকে টিউশন ফী গ্রহন করে থাকি। এখানে অর্থই আমাদের মুল উদ্দেশ্য নয় কমিউনিটির সেবাকেও আমরা প্রাধান্য দিচ্ছি। প্রশিক্ষন নিতে একজন শিক্ষার্থীকে কিরকম যোগ্যতার প্রয়োজন হয় তা তুলে ধরে বলেন কম্পিউটার বিষয়ে জ্ঞান থাকাটা আবশ্যক না হলেও শিক্ষার্থীকে অবশ্যই বাংলাদেশ থেকে নুন্যতম ব্যাচেলর ডিগ্রি এবং ইংরেজিতে পারদর্শি হতে হবে অথবা যুক্তরাষ্ট্রের যেকোন কলেজ থেকে দুই বছরের ক্রেডিট থাকতে হবে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, মেধা আপনার বিকশিত করার দায়িত্ব আমাদের। আহমেদ সোহেল আরও উল্লেখ করেন নিউ ইয়র্কে প্রবাসী বাংলাদেশী অনেক শিক্ষিত লোক যোগ্যতা ও দক্ষতা থাকা সত্বেও সঠিক গাইড লাইনের অভাবে তাদের দক্ষতাকে কাজে লাগাতে পারছেনা। তিনি আক্ষেপ করে বলেন আমাদের প্রতিবেশী দেশের অনেক কম যোগ্য লোক যারা শুধুমাত্র ওয়ার্ক অথোরিজাশন দিয়েও আমেরিকার আইটি জব মার্কেটে রাজত্ব করতেছে অথচ তুলনামূলক ভাবে আমাদের লোকজন অনেক বেশি মেধাবী হওয়া সত্ত্বেও শুধুমাত্র সঠিক গাইড লাইনের অভাবে অনেক পিছিয়ে রয়েছেন. সম্ভাব্য চাকুরি পার্থীরা তথ্য প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান চাকুরি সম্পর্কে অবগত নন। প্রতিষ্ঠানটি কমুনিটির এই বৃহৎ অংশের মানুষকে সঠিক পরামর্শ ও দিকনির্দেশনা দিতে বদ্ধপরিকর। তিনি বলেন আমরা বিশ্বাস করি কোয়ালিটি। যার ফলে বাস্তব অভিজ্ঞতা ও ভাল প্রশিক্ষনের মাধ্যমে শিক্ষার্থীদেরকে আমরা যোগ্য করে গড়ে তুলতে চেষ্টা করি। তিনি বলেন যুক্তরাষ্ট্রে আইটির বিশাল ক্ষেত্র রয়েছে। সে হারে এ ক্ষেত্রে লোক এখনো অপ্রতুল। বাংলাদেশি আমেরিকানদের অনেকেরই প্রচন্ড মেধা থাকা সত্ত্বেও আইটিতে আসতে চায়না ভয়ের কারনে। এখানে ভয়ের কিছু নেই। একটু উদ্যমি হলেই একজন শিক্ষার্থী সফল হতে খুব বেশি সময় লাগে না।আহমেদ সোহেল আই ডাটাকার ইনফোটেক ইনস্টিটিউটকে আরো গতিশীল করার লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন। আই ডাটাকার ইনফোটেক সম্পর্কে বিস্তারিত জানতে 6462620446 এই নম্বরে কল করুন। আজকালের সাথে এক আলাপচারিতায় আহমেদ সোহেল ঘোষনা করেন যে কমুনিটির আইটি বিষয়ে আগ্রহী ভাইবোনদের কথা বিবেচনা করে আই ডাটাকার ইনফোটেক আগামী মাস থেকে মাইক্রোসফট ডাটাবেস কোর্স নিয়ে কয়েকটি ফ্রি ডেমো ক্লাস নেয়ার কথা উল্লেখ করেন !
এডুকেশনে ( ডি ও ই ) বিগত সাত আট বৎসর থেকেই কর্মরত। iDataCore InfoTech এর কর্ণধার কমুনিটির পরিচিত মুখ আহমেদ সোহেল নিউইয়র্কের বিখ্যাত সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্ক থেকে বায়োকেমিস্ট্রি ও ম্যাথমেটিক্স এ গ্রাডুয়েশন করে পরবর্তীতে বিশ্ব বিখ্যাত নিউইয়র্ক বিশ্ববিদ্যালয় এ পিএইচডি রিসার্চ এ মনোনিবেশ করেছিলেন। একসময়ে যুক্তরাষ্ট্রের মেডিকেল কলেজে পড়াশুনার প্রচন্ড আকাঙ্খা থেকে দিনরাত পরিশ্রম করে প্রস্তুতি নিচ্ছিলেন.। অবশেষে এক পর্যায়ে তথ্য-প্রযুক্তির দিকে পা বাড়ান। প্রতিযোগিতামুলক এই বিশ্বে ক্রমবর্ধমান বিকশিত আই টি ফিল্ডের লোভনীয় চাকরীর সুযোগ গ্রহণ করেন সোহেল। অত্যন্ত সফলতার সাথে বেশ কয়েকবৎসর চাকরি করার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন এই মেধাবী ছাত্র নিউ ইয়র্কের বাংলাদেশী কমিউনিটির কথা বিবেচনা করে বেশ
কয়েকবৎসর আগে আই ডাটাকোর ইনফোটেক ইনস্টিটিউট প্রতিষ্টিত করেন. সময়ের সাথে পাল্লা দিয়ে প্রতিষ্ঠানটি বিপুল সংখ্যক কমুনিটির মানুষের লোভনীয় বাৎসরিক বেতনের আইটি ফিল্ডের চাকরি পেতে সর্বার্তক সহায়তা করেছেন. নিউ ইয়র্ক কমুনিটির পরিচিত মুখ লায়ন আহমেদ সোহেলের সাথে আলাপচারিতায় তথ্য প্রযুক্তির বিভিন্ন দিক উঠে আসে। আহমেদ সোহেল বলেন একজন সফল ডাটাবেজ এডমিনিষ্ট্রেটর ডিবিএকে ডাটাবেজ এর পাশপাশি প্রযুক্তির অন্যান্য বিষয় সম্পর্কে জ্ঞান রাখতে হয়. সেই আলোকে একজন শিক্ষার্থীকে আমরা ডাটাবেজ ডেবেলোপমেন্ট ,এক্টিভ ডাইরেক্টরি, ভিএমওয়্যার, বিভিন্ন ধরণের টিকেটিং টুলস এর বিষয়ে সার্বিক প্রশিক্ষন দিয়ে থাকি। এবং এরজন্য শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত কোন ফী নেয়া হয়না। বর্তমানে লং আইল্যান্ডের ভ্যালি স্ট্রিমে প্রতিষ্ঠানটির একটি শাখা রয়েছে।
নিউ ইয়র্ক বাঙালি কমুনিটির কথা বিবেচনা করে আই ডাটাকোর ইনফোটেক ইনস্টিটিউট জ্যাকসন হাইটসে প্রতিষ্ঠানটির দ্বিতীয় শাখা চালু করেছে 70-34 Broadway এই address এ. আগামী কিছু দিনের মধ্যেই প্রতিষ্ঠানটি জ্যাকসন হাইটস ব্রাঞ্চটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবে. বর্তমানে শিক্ষার্থীদের সুবিধার্থে শনি ও রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত ক্লাস নিয়ে থাকি। iDataCore infotech এর অনন্য বৈশিষ্ট হল আহমেদ সোহেল ক্লাসে উপস্থিত থেকে প্রশিক্ষন দিয়ে থাকেন . আই ডাটাকার ইনফোটেক এর কর্ণধার আহমেদ সোহেলের পাশাপাশি বেশকয়েকজন অভিজ্ঞ ইন্সট্রাক্টর জড়িত আছেন iDataCore infotech যারা সবাই নিউইয়র্কের বিভিন্ন সিটি জবে সিনিয়র পজিশন এ কর্মরত. আহমেদ সোহেল আরও বলেন আমাদের বাস্তব অভিজ্ঞতাগুলো শিক্ষার্থীদের কাছে তুলে ধরা যেমন সহজ
হয় তেমনি তাদের যেকোন প্রশ্নের সরাসরি উত্তর এবং ব্যাখ্যাকরাও সহজ হয়। ফলে শিক্ষার্থীদের টেকনিকেল ব্যাকগ্রাউন্ড না থাকলেও জটিল বিষয়গুলো আয়ত্ব করতে কোন অসুবিধা হয়না। বিগত দিনে আই ডাটাকার ইনফোটেক শতভাগ সফলতার মূল্যে রয়েছে ক্লাসে স্বশরীরে আমাদের উপস্থিতি এবং আন্তরিকতা। যার ফলস্রুতিতে প্রতিষ্ঠানটি সল্প সময়ে কমিউনিটিতে ব্যাপক আস্থা অর্জন করেছে. বর্তমানে আই ডাটাকার ইনফোটেক বেশ কজন শিক্ষার্থী ফেডারেল, স্টেট গভার্নমেণ্টসহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে অত্যান্ত দক্ষতার সাথে কাজ করে যাচ্ছেন। আই ডাটাকার ইনফোটেক ইনস্টিটিউটটি গতানুগতিক অন্যান্য আইটি প্রতিষ্ঠান থেকে কিছু বৈচিত্রতা নিয়ে শুরু থেকেই পথচলা শুরু করেছে. কারন এই প্রতিষ্ঠানটি নিউ ইয়র্কে বসবাসরত সব পর্যায়ের বাংলাদেশী ভাইবোনদের কথা বিবেচনায় রেখে কয়েক ধরণের
আইটি প্রশিক্ষণ দিয়ে থাকে. প্রতিষ্ঠানটি বর্তমান প্রযুক্তির বিস্ময় আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স ( এ আই ) ও মেশিন লার্নিং ( এম এল) এর বিষয়ে ছাত্রছাত্রীদেরকে ধারণা দিয়ে থাকে. খুব শিগ্রই প্রতিষ্ঠানটি বর্তমান তথ্য প্রযুক্তির এই বিস্ময় – আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের উপরে প্রশিক্ষণ চালু করবে. অন্যদিকে যারা অ্যাডভান্সড লেভেল আইটি ট্রেনিং এর ব্যাপারে কিছুটা ভয় পান তাদর সুবিধার্থে প্রতিষ্ঠানটি সফটওয়্যার টেস্টিং তথা কিউ এ ( QA ) এর পাশাপাশি কম্পিউটারের বেসিক কোর্সের ট্রেনিং ও দিয়ে থাকেন যেখানে ডেস্কটপ সাপোর্ট থেকে শুরু করে মাইক্রোসফট এক্সেল, ওয়ার্ড ডকুমেন্ট, পাওয়ার পয়েন্ট প্রেসেন্টেশন সহ একটা অফিসে কম্পিউটারের উপরে কাজ করার জন্য যা যা দরকার হয় তার সবই শিখানো
হয়. পাশাপাশি প্রতিষ্ঠানটি যারা আর্থিক সংকটের কারনে প্রচন্ড ইচ্ছা থাকা সত্ত্বেও আইটি কোর্স টি শুরু করতে পারছে না তাদের জন্য কোর্স ফী ডিসকাউন্ট সহ বিভিন্ন ধরণের স্কলারশিপ ও বকেয়া পেমেন্ট অপশন রাখা হয়েছে. আহমেদ সোহেল বলেন সবকিছু বিবেচনায় রেখে আমরা একজন শিক্ষার্থী থেকে টিউশন ফী গ্রহন করে থাকি। এখানে অর্থই আমাদের মুল উদ্দেশ্য নয় কমিউনিটির সেবাকেও আমরা প্রাধান্য দিচ্ছি। প্রশিক্ষন নিতে একজন শিক্ষার্থীকে কিরকম যোগ্যতার প্রয়োজন হয় তা তুলে ধরে বলেন কম্পিউটার বিষয়ে জ্ঞান থাকাটা আবশ্যক না হলেও শিক্ষার্থীকে অবশ্যই বাংলাদেশ থেকে নুন্যতম ব্যাচেলর ডিগ্রি এবং ইংরেজিতে পারদর্শি হতে হবে অথবা যুক্তরাষ্ট্রের যেকোন কলেজ থেকে দুই বছরের ক্রেডিট থাকতে হবে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, মেধা আপনার বিকশিত করার দায়িত্ব আমাদের। আহমেদ সোহেল আরও উল্লেখ করেন নিউ ইয়র্কে প্রবাসী বাংলাদেশী অনেক শিক্ষিত লোক যোগ্যতা ও দক্ষতা থাকা সত্বেও সঠিক গাইড লাইনের অভাবে তাদের দক্ষতাকে কাজে লাগাতে পারছেনা। তিনি আক্ষেপ করে বলেন আমাদের প্রতিবেশী দেশের অনেক কম যোগ্য লোক যারা শুধুমাত্র ওয়ার্ক অথোরিজাশন দিয়েও আমেরিকার আইটি জব মার্কেটে রাজত্ব করতেছে অথচ তুলনামূলক ভাবে আমাদের লোকজন অনেক বেশি মেধাবী হওয়া সত্ত্বেও শুধুমাত্র সঠিক গাইড লাইনের অভাবে অনেক পিছিয়ে রয়েছেন. সম্ভাব্য চাকুরি পার্থীরা তথ্য প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান চাকুরি সম্পর্কে অবগত নন। প্রতিষ্ঠানটি কমুনিটির এই বৃহৎ অংশের মানুষকে সঠিক পরামর্শ ও দিকনির্দেশনা দিতে বদ্ধপরিকর। তিনি বলেন আমরা বিশ্বাস করি কোয়ালিটি। যার ফলে বাস্তব অভিজ্ঞতা ও ভাল প্রশিক্ষনের মাধ্যমে শিক্ষার্থীদেরকে আমরা যোগ্য করে গড়ে তুলতে চেষ্টা করি। তিনি বলেন যুক্তরাষ্ট্রে আইটির বিশাল ক্ষেত্র রয়েছে। সে হারে এ ক্ষেত্রে লোক এখনো অপ্রতুল। বাংলাদেশি আমেরিকানদের অনেকেরই প্রচন্ড মেধা থাকা সত্ত্বেও আইটিতে আসতে চায়না ভয়ের কারনে। এখানে ভয়ের কিছু নেই। একটু উদ্যমি হলেই একজন শিক্ষার্থী সফল হতে খুব বেশি সময় লাগে না।আহমেদ সোহেল আই ডাটাকার ইনফোটেক ইনস্টিটিউটকে আরো গতিশীল করার লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন। আই ডাটাকার ইনফোটেক সম্পর্কে বিস্তারিত জানতে 6462620446 এই নম্বরে কল করুন। আজকালের সাথে এক আলাপচারিতায় আহমেদ সোহেল ঘোষনা করেন যে কমুনিটির আইটি বিষয়ে আগ্রহী ভাইবোনদের কথা বিবেচনা করে আই ডাটাকার ইনফোটেক আগামী মাস থেকে মাইক্রোসফট ডাটাবেস কোর্স নিয়ে কয়েকটি ফ্রি ডেমো ক্লাস নেয়ার কথা উল্লেখ করেন !