হত্যার রহস্য উদঘাটন কথা রাখলেন যশোরের নয়া এসপি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ সেপ্টেম্বর, ২০২৪
     ১০:৩৭ অপরাহ্ণ

হত্যার রহস্য উদঘাটন কথা রাখলেন যশোরের নয়া এসপি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ সেপ্টেম্বর, ২০২৪ | ১০:৩৭ 163 ভিউ
দেশের টালমাটাল পরিস্থিতির মধ্যে গত ৫ আগস্ট যশোরের কেশবপুরের ইজিবাইক চালক সোহাগ হোসেন বায়োজিদ (২৪) খুন হন। ওই সময় তৎপরতা ছিল না পুলিশের। আর হত্যার ঘটনাটি ছিল ক্লুলেস। এমন পরিস্থিতিতে ছেলের খুনিদের চিহ্নিত ও বিচারের দাবিতে গত ৩ সেপ্টেম্বর যশোরের নবগত পুলিশ সুপার জিয়াউদ্দিন আহম্মেদের কাছে গিয়েছিলেন পঙ্গু হায়দার আলী। সাক্ষাৎকালে এসপি কথা দিয়েছিলেন ৭২ ঘণ্টার মধ্যে ছেলের হত্যার রহস্য উদঘাটন করবেন। নিহতের বাবাকে দেওয়া কথা রাখলেন নয়া এসপি। ৭২ ঘণ্টার মধ্যে ক্লুলেস মামলার প্রধান অভিযুক্ত মনিরুল শেখকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে সাতক্ষীরা সদর উপজেলার শিকড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ছিনতাই করা

ইজিবাইকটি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। এ সময় পুলিশ সুপার জিয়াউদ্দিন আহম্মেদ ও অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন উপস্থিত ছিলেন। নিহত সোহাগ কেশবপুরের বুড়িহাটি গ্রামের হায়দার আলীর ছেলে। হত্যাকারী মনিরুল শেখ (২২) একই উপজেলার হাসানপুরের হাবিবুর শেখের ছেলে। পুলিশ সূত্র জানায়, গত ৫ আগস্ট ভোরে কেশবপুরের বুড়িহাটি গ্রামের হায়দার আলীর ছেলে সোহাগ হোসেন বায়োজিদকে (২৪) অজ্ঞাত ব্যক্তি মোবাইল ফোনে হাসানপুর থেকে সাতক্ষীরা ঝাউডাঙ্গা বাজারে যাওয়ার কথা বলে ইজিবাইক ভাড়া করে। এরপর তাকে নিয়ে রওনা দিলে পথিমধ্যে কেশবপুর উপজেলার কাবিলপুর পৌঁছলে বায়োজিদকে গলায় ছুরিকাঘাত করে হত্যা করা হয়। এরপর লাশ রাস্তার পাশে পুকুরে

ফেলে দিয়ে ইজিবাইকটি ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা। ওই ঘটনায় নিহত বায়োজিদের বাবা বাদী হয়ে কেশবপুর থানায় মামলা করেন। এরপর ডিবি পুলিশের একটি টিম বুধবার রাতে সাতক্ষীরা সদর উপজেলার শিকড়ি এলাকায় অভিযান চালিয়ে ঘাতক মনিরুলকে গ্রেফতার ও ছিনতাইকৃত ইজিবাইক উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আসামি মনিরুল ছাগলের ব্যবসায়ী পরিচয় দিয়ে সাতক্ষীরা ঝাউডাঙ্গা বাজারে ছাগল নিয়ে যাওয়ার কথা বলে ইজিবাইক ভাড়া করে। হাসানপুর বাজার থেকে ধনপোতা ঘেরের রাস্তা দিয়ে যাওয়ার সময় ধারালো অস্ত্র দিয়ে চালক সোহাগের গলায় পোচ দিয়ে হত্যা করে লাশ রাস্তার পাশে পানিতে ফেলে দিয়ে ইজিবাইকটি নিয়ে শিকড়ি গ্রামে খোকনের বাড়িতে রেখে বিক্রির চেষ্টা করে। যশোরের নবগত পুলিশ সুপার

জিয়াউদ্দিন আহম্মেদ বলেন, নিহতের বাবা গত ৩ সেপ্টেম্বর আমার দপ্তরে এসেছিলেন। ওনাকে আমি কথা দিয়েছিলাম, আগামী ৭২ ঘণ্টার মধ্যে আপনার ছেলের হত্যার রহস্য ও জড়িতদের আটক করব। যশেোরে যোগদানের পর প্রথম হত্যা মামলা এটি। তাই আমি এটি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম। প্রথম চ্যালেঞ্জে আমি সফল হয়েছি। তিনি বলেন, আমাদের কার্যক্রম বন্ধ নেই। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবর্দা তৎপর আছে জেলা পুলিশ। যেকোনো অপরাধ সংঘটিত হওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত পদক্ষেপ নিচ্ছেন তারা। এরই প্রমাণ এই কেশবপুরের আলোচিত ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন। এদিকে একমাত্র উপার্জনক্ষম সন্তানের হত্যাকারীকে দেখতে পুলিশ সুপারের কার্যালয়ে আসেন নিহত বায়জিদের বাবা-মা ও স্ত্রী। স্ত্রীর কোলে ছিলেন দুই বছর বয়সি বায়োজিদের

সন্তানও। এ সময় তারা সন্তান হত্যার বিচারের দাবি জানান। বারবার ঘাতক মনিরুলের কাছে তারা জানতে চান কেন তাদের ছেলেকে হত্যা করা হয়েছে। কান্নাজড়িত কন্ঠে নিহতের মা নাছিমা বেগম বলেন, কেন আমার বুকটা খালি করে দিলি। তোর কি কোনো মায়া-দয়া নেই। আমার বায়োজিদের ঘরে দুই বছর বয়সি ছেলে রয়েছে। তার কি হবে। আমার বায়োজিদ ইজিবাইক চালিয়েই আমাদের সংসার চালাত। এখন আমাদের কী হবে। কেন তুই এই নিষ্ঠুর কাজটা করলি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আওয়ামী লীগ নেতাকর্মী হত্যা করেছে তাদের খুন সব মাফ সেটাই যদি হয় তাহলে আওয়ামী লীগের ক্ষমা চাওয়ার কী আছে? – সজীব ওয়াজেদ জয় গ্রামীণফোনকে বিশেষ সুবিধা দিয়ে টেলিটককে ধ্বংস করছেন ইউনূস! পিলখানা হত্যাকাণ্ড নিয়ে অবৈধ দখলদার খুনি-ফ্যাসিস্ট ইউনূস গংদের ভিত্তিহীন কল্পকাহিনীর মাধ্যমে রাজনৈতিকভাবে উদ্দেশপ্রণোদিত হয়ে জাতিকে বিভ্রান্ত করার অপতৎপরতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জাতীয়তাবাদ না হলে কোন জাতি এগিয়ে যেতে পারে না। – বঙ্গবন্ধু শেখ মুজিব ইউনুসের গ্রামীণ নেটওয়ার্কে আল-কায়েদা সংযোগ বিডিআর বিদ্রোহ: শেখ হাসিনার সদ্যগঠিত সরকারকে উৎখাতের এক গভীর ষড়যন্ত্র আগুনে সর্বস্বান্ত কড়াইল বস্তিবাসীর পাশে ‘বিপ্লবী’ ছাত্রনেতা রানা শিকদার: ধ্বংসস্তূপের মাঝে পৌঁছে দিলেন শীতবস্ত্র সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনিরের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও সমকামিতার অভিযোগ: প্রধান বিচারপতির দপ্তরে নালিশ বিয়ের প্রলোভনে ধর্ষণ: আইনজীবী শিশির মনিরের বিরুদ্ধে প্রধান বিচারপতির কাছে অভিযোগ ১৪,০০০ বর্গকিমি জুড়ে ‘নো-ফ্লাই জোন’! ধৈর্যের বাঁধ ভেঙেছে! ‘অপারেশন সিন্দূর ২.০’ শুরু করতে প্রস্তুত ভারত নোবেলের আড়ালে শ্রমিক শোষণ: জনসেবার নামে লুটপাট করে ব্যক্তিগত সাম্রাজ্য গড়ার অভিযোগ ইউনূসের বিরুদ্ধে চট্টগ্রাম বন্দরের কৌশলগত টার্মিনাল বিদেশি নিয়ন্ত্রণে: জাতীয় স্বার্থ, অর্থনীতি ও কর্মসংস্থান নিয়ে বড় প্রশ্ন ‘দেশমাতা’র মুখোশ বনাম দেশবিরোধিতার দালিলিক প্রমাণ: একটি নির্মোহ বিশ্লেষণ দিনাজপুরের হাকিমপুরে আ.লীগ নেতা ও সাবেক ইউপি সদস্যকে চোখ উপড়ে নির্মমভাবে হত্যা ‘আওয়ামী লীগ সরকারের ভুল হয়েছে, তবে একপাক্ষিক ক্ষমা কেন চাইবে’: বিবিসিকে সজীব ওয়াজেদ জয় ‘ভারতকে যা দিয়েছি, তা তারা সারাজীবন মনে রাখবে’—প্রতিদানের প্রশ্নে শেখ হাসিনার সেই দ্ব্যর্থহীন বার্তা কি বলেছিল? ফেসবুকে ভাইরাল গুলি ছোড়া যুবক জামায়াতের কর্মী : পুলিশ পে স্কেলের বিষয়ে কমিশনের সবশেষ পদক্ষেপ ৫০ কোটি টাকার প্রকল্প অনুমোদন দিতে পারবেন প্রধান বিচারপতি সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ল