বাড়ির বাগানেই ছিল ১০২টি বিষধর সাপ! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ ফেব্রুয়ারি, ২০২৫
     ১০:০৯ অপরাহ্ণ

বাড়ির বাগানেই ছিল ১০২টি বিষধর সাপ!

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০:০৯ 101 ভিউ
অস্ট্রেলিয়ায় বাড়ির আশপাশে সাপ দেখতে পাওয়া খুবই সাধারণ একটি ঘটনা। কিন্তু তাই বলে ১০২টি বিষধর সাপ! সিডনির এক বাড়িতে এমন কাণ্ডই ঘটেছে। বাড়িটির মালিক ডেভিড স্টেইন সর্বপ্রথম এ সাপের অস্তিত্ব টের পান। বৃহস্পতিবার সিএনএন জানিয়েছে, স্টেইন তার বাড়ির পেছনের বাগানে গাছের চারপাশে স্তূপ করে রাখা কাঠের গুঁড়োর মধ্যে একাধিক সাপ দেখতে পান। পরে তিনি ‘র‍্যাপটাইল রিলোকেশন সিডনি’ নামে একটি প্রাণী সংরক্ষণ সংস্থার সঙ্গে যোগাযোগ করেন। সংস্থাটির সাপ উদ্ধারকারী সদস্য ডিলান কুপার যখন স্তূপ করে রাখা কাঠের গুঁড়ো খুঁড়ছিলেন, তখন একের পর এক সাপ বেরিয়ে আসতে থাকে! শেষ পর্যন্ত মোট ১০২টি সাপ উদ্ধার করেন তিনি। এর মধ্যে রয়েছে ৫টি পূর্ণবয়স্ক এবং ৯৭টি নবজাতক

সাপ। সংস্থাটির মালিক কোরি কেরেওয়ারো জানিয়েছেন, উদ্ধার করা সাপগুলো ছিল রেড-বেলিড ব্ল্যাক স্নেক। বিষধর এই প্রজাতির স্ত্রী সাপেরা সাধারণত একত্র হয়ে সন্তান প্রসব করে। তবে একসঙ্গে এতগুলো সাপের জন্ম হতে কেউ স্বচক্ষে দেখেছে, এমন ঘটনা বিরল। কেরেওয়ারো বলেন, এটি সত্যিই অদ্ভুত। তিনি জানান, উদ্ধারের সময় একটি গর্ভবতী সাপকে ব্যাগের ভেতরে রাখার পরও এটি নতুন সাপের জন্ম দিয়েছে। সবগুলো সাপকে নিরাপদে সরিয়ে নিতে সাপ উদ্ধারকারী ডিলান কুপারের প্রায় তিন ঘণ্টা সময় লেগেছে। কেরেওয়ারো বলেন, বাড়ির মালিক ডেভিড স্টেইন সঠিক সময়ে সাপ উদ্ধারের জন্য কল করেছিলেন। কারণ নবজাতক সাপগুলো ইতিমধ্যে আশপাশে ছড়িয়ে পড়ার প্রস্তুতি নিচ্ছিল। তিনি একদম সঠিক সময়ে আমাদের খবর দিয়েছেন। ডেভিড স্টেইন সিডনি শহরের কেন্দ্র

থেকে প্রায় ২০ মাইল দূরে হর্সলি পার্কে থাকেন। অস্ট্রেলিয়ান টেলিভিশন শো ‘সানরাইজকে’ তিনি জানান, গত সপ্তাহে তিনি বাগানের মধ্যে সাপগুলোর সন্ধান পান। তিনি বলেন, আমি কাঠের গুঁড়োর স্তূপের ওপর সাপের একটি দল দেখতে পেয়ে আঁতকে উঠি। পরে ক্যামেরা নিয়ে আসতে আসতেই ওগুলো স্তূপের ভেতরে ঢুকে পড়ে। স্টেইন প্রথমে ভেবেছিলেন, মাত্র ছয়টি সাপ আছে। কিন্তু তার স্ত্রী অনলাইনে খোঁজ করে জানতে পারেন, সন্তান প্রসবের সময় এই প্রজাতির একাধিক স্ত্রী সাপ একসঙ্গে জড়ো হয়। এ অবস্থায় স্টেইন আরও বেশি সংখ্যক সাপ রয়েছে বলে সন্দেহ করেন এবং র‍্যাপটাইল রিলোকেশন সিডনির সঙ্গে যোগাযোগ করেন। স্টেইন বলেন, পুরো ঘটনাটা দেখা রোমাঞ্চকর ছিল। তবে এখন ওগুলো চলে যাওয়ায়

আমি স্বস্তি অনুভব করছি। সাপ উদ্ধারকারী সংস্থাটির প্রধান কেরেওয়ারো জানিয়েছেন, স্টেইনের বাড়ি থেকে ধরা সাপগুলোকে এখন একটি জাতীয় উদ্যানে ছেড়ে দেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বন্দর রক্ষার আন্দোলন ক্রমশ তীব্রতর, বিদেশি ইজারা চুক্তির বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে সাধারণ মানুষ আলিয়া মাদ্রাসায় শিক্ষার্থীদের সংঘর্ষের পর শিবিরের বিরুদ্ধে সশস্ত্র বহিরাগত ক্যাডার হলে আনার অভিযোগ আবাসিক এলাকায় ফ্ল্যাট ভাড়া নিয়ে চলছে মাদ্রাসা-বাণিজ্য: শিক্ষা-বসবাসের পরিবেশ বনষ্টে বিপাকে বাসিন্দারা খ্রিস্টানদের উপর নির্যাতনের ঘটনায় উদ্বিগ্ন পোপ, তালিকায় সর্বাগ্রে ইউনুসের বাংলাদেশ রংপুরের পানবাড়ি সার্বজনীন শিব মন্দিরে নৃশংসভাবে শিবমূর্তি ভাঙচুর — সংখ্যালঘুদের উপর উগ্রবাদের নগ্ন উত্থান! ট্রাইব্যুনালের হালচাল: আসামিপক্ষের আইনজীবীকেই উল্টো ‘আসামি বানানোর’ হুমকি তাজুলের শাহরিয়ার কবিরের অপরাধ : মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়ানো আবারও কারাগারে আ.লীগ নেতার মৃত্যু: চিকিৎসার অভাবে ‘হত্যা’র অভিযোগ পরিবারের মুন্সীগঞ্জে ৩য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ: শিক্ষককে গণপিটুনি, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েন না ফেরার দেশে ঢাবি ছাত্রলীগের সাবেক সভাপতি সনজিৎ চন্দ্র দাসের মা, শেষ দেখা না পাওয়ার আক্ষেপ জাতিসংঘের নিয়ম লঙ্ঘন ও সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুদণ্ড: গুতেরেসকে ড. মোমেনের জরুরি চিঠি মানিকগঞ্জে বাউল শিল্পীদের নির্যাতন: উগ্রবাদের উত্থানে সংকটে সংস্কৃতিচর্চা, দায় এড়াতে পারে না ইউনূস সরকার ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে জঙ্গিবাদের আস্ফালন, রক্তাক্ত মানিকগঞ্জ আবুল সরকারসহ সব বাউলকে মুক্তির দাবিতে ২৫৮ নাগরিকের বিবৃতি বাউলদের বিরুদ্ধে সহিংসতার ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ সিপিবির বাউল-পালাকার-বয়াতিরা কাদের শত্রু বাউলশিল্পীদের উপর হামলা, আবুল সরকারের মুক্তি দাবি ফাইনালে সুপার ওভারে হেরে বাংলাদেশের স্বপ্নভঙ্গ আসছে ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’, নামের অর্থ জানুন ভূমিকম্পের সময় কী করা উচিত, জানাল ফায়ার সার্ভিস