ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
*নির্বাচনী চাপে দায়িত্ব পালনের ফলে চিকিৎসার সুযোগ না পেয়ে মৃত্যু: ইউএনও ফেরদৌস আরার মৃত্যু ঘিরে গুরুতর প্রশ্ন
চবি ল্যাবরেটরি কলেজে উপেক্ষিত যোগ্যতা, প্রশ্নের মুখে নিয়োগ বোর্ড লবিংয়ের কাছে হার মানল যোগ্যতা চবি ল্যাবরেটরি কলেজে নিয়োগবঞ্চিত উচ্চশিক্ষিত প্রার্থী
আত্মশুদ্ধি, মানবপ্রেম ও ঐতিহ্যের মহামিলন
রাজধানীতে আজ কোথায় কী
বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে বিতর্কিত নিয়োগ নয়জন জুলাই সন্ত্রাসীকে প্রভাব খাটিয়ে নিয়োগ
কুপিয়ে হাতকড়াসহ আসামি ছিনতাই, ৫ পুলিশ হাসপাতালে
দুর্গাপূজায় সেনাবাহিনী-বিজিবি সদস্যরা তৎপর রয়েছে
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা পালনে আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাবসহ সব আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে।
২৮-বিজিবি’র সুনামগঞ্জের তাহিরপুরের লাউরগড় বিওপির দায়িত্বপূর্ণ এলাকা রাজারগাঁও শ্রী অদ্বৈত জন্মধাম পূজা মণ্ডপে জনসচেতনতামূলক মতবিনিময় সভায় শনিবার বিকালে প্রধান অতিথির বক্তব্য বিজিবির সিলেট সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী এসব কথা বলেন।
তিনি বলেন,সীমান্তের ৮ কিলোমিটার এলাকার মধ্যে থাকা সব পূজা মণ্ডপে সৌহার্দপূর্ণ পরিবেশে পূজা উদযাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষা, সার্বিক নিরাপত্তা, দুষ্কৃতিকারীদের নাশকতামূলক কর্মকাণ্ডের অপচেষ্টা প্রতিরোধে, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় আহবান আহবান জানান।
বিজিবির দায়িত্বপূর্ণ এলাকার যেকোনো পূজা মণ্ডপে অপ্রীতিকর ঘটনা রোধে মোবাইল ফোনে কল করলেই বিজিবির টহলদল ১৫ মিনিটের মধ্যে মণ্ডপে পৌঁছতে
সক্ষম জানিয়ে বিজিবি সেক্টর কমান্ডার আরও বলেন, এজন্য প্রতিটি বিওপিতে বিজিবির জনবল বৃদ্ধি করা হয়েছে। বিওপি ছাড়াও বেইজ ক্যাম্প তৈরি করা হয়েছে। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ২৮-বিজিবির সুনামগঞ্জের অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির। উপজেলার লাউরগড় মাদ্রাসার মুহতামিম মাওলানা মো. মইনুল ইসলাম, শ্রী অদ্বৈত জন্মধাম পূজা উদযাপন কমিটির সভাপতি মধুসূদন রায় প্রমুখ বক্তব্য রাখেন। সভায় সনাতন ধর্মাবলম্বী নারী পুরুষ, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধান, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা প্রমুখ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, এ বছর আগামী ৯ থেকে ১৩ অক্টোবর পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
সক্ষম জানিয়ে বিজিবি সেক্টর কমান্ডার আরও বলেন, এজন্য প্রতিটি বিওপিতে বিজিবির জনবল বৃদ্ধি করা হয়েছে। বিওপি ছাড়াও বেইজ ক্যাম্প তৈরি করা হয়েছে। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ২৮-বিজিবির সুনামগঞ্জের অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির। উপজেলার লাউরগড় মাদ্রাসার মুহতামিম মাওলানা মো. মইনুল ইসলাম, শ্রী অদ্বৈত জন্মধাম পূজা উদযাপন কমিটির সভাপতি মধুসূদন রায় প্রমুখ বক্তব্য রাখেন। সভায় সনাতন ধর্মাবলম্বী নারী পুরুষ, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধান, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা প্রমুখ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, এ বছর আগামী ৯ থেকে ১৩ অক্টোবর পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।



