ট্রাম্প যোগ্য নন, ১১১ সাবেক রিপাবলিকান এমপির চিঠি – ইউ এস বাংলা নিউজ




ট্রাম্প যোগ্য নন, ১১১ সাবেক রিপাবলিকান এমপির চিঠি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ সেপ্টেম্বর, ২০২৪ | ৮:১০ 14 ভিউ
যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির ১১১ জন সাবেক আইনপ্রণেতা (এমপি) তাদের দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের পরিবর্তে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিসকে সমর্থন জানিয়ে চিঠি দিয়েছেন। তাদের মতে, এ মুহূর্তে প্রেসিডেন্ট হওয়ার জন্য প্রয়োজনীয় গুণাবলী ও সক্ষমতার দিক থেকে ঘাটতি রয়েছে ট্রাম্পের। বুধবার কমলা হ্যারিসের নির্বাচনি প্রচারণা দপ্তর একটি চিঠি প্রকাশ করেছে। সেখানে স্বাক্ষর রয়েছে এই ১১১ জন সাবেক এমপির। স্বাক্ষরকারী এমপিরাও চিঠির বিষয়বস্তু এবং নিজেদের নাম দস্তখতের বিষয়টি নিশ্চিত করেছেন। চিঠিতে এমপিরা বলেছেন, আমরা বিশ্বাস করি যে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার জন্য প্রয়োজনীয় যেসব গুণাবলী এবং সক্ষমতা প্রয়োজন, সেসব কমলা হ্যারিসের রয়েছে, ডোনাল্ড ট্রাম্পের নেই। এ প্রসঙ্গে ট্রাম্পের গত মেয়াদের শাসনকাল স্মরণ করে চিঠিতে আইনপ্রণেতারা বলেন,

এর আগে যখন তিনি ক্ষমতায় ছিলেন, সেই সময় প্রায় প্রতিদিনই সরকারের মধ্যে কোনো না কোনো ইস্যুতে হট্টগোল বাধতো। এছাড়া ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে (যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন) হামলার পেছনে তার উসকানি ছিল। এর মাধ্যমে তিনি প্রেসিডেন্টের শপথ ভঙ্গ করেছেন। চিঠিতে আইনপ্রণেতারা বলেন, ট্রাম্প যদিও নিজের সম্পর্কে প্রশাংসা করে বলেন যে সমস্যার সমাধানের জন্য তিনি আলোচনায় বিশ্বাসী, কিন্তু তার অনিশ্চিত স্বভাব এ বক্তব্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। এছাড়া জাতীয় নিরাপত্তা ইস্যুতে তার আচরণ এবং তার উপদেষ্টাদের বেপরোয়া ব্যবহার খুবই দায়িত্বহীন, যা বৈশ্বিক স্থিতিশীলতাকে গুরুতর ঝুঁকির মুখে ফেলার আশঙ্কা নিয়মিতই জাগিয়ে তোলে। চিঠিতে বলা হয়, তিনি শুধু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদের জন্যই নন, বরং জনগণের

আস্থার সঙ্গে সম্পর্কিত যে কোনো সরকারি প্রতিষ্ঠানের প্রধানের পদের জন্য আনফিট। আগামী নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচন হবে যুক্তরাষ্ট্রে। এই নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী হয়েছেন ডোনাল্ড ট্রাম্প, যিনি ২০১৬ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত দেশটির প্রেসিডেন্ট ছিলেন; আর ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হয়েছেন কমলা হ্যারিস, যিনি বর্তমানে দেশটির ভাইস প্রেসিডেন্ট পদে রয়েছেন। বুধবার প্রকাশিত চিঠিটিতে যারা স্বাক্ষর করেছেন তাদের বেশিরভাগই রিপাবলিকান পার্টির জ্যেষ্ঠ নেতা। এদের অনেকে ট্রাম্পের সময় দেশটির পার্লামেন্ট কংগ্রেসের সদস্য ছিলেন। এমনকি এমন স্বাক্ষরকারীও বেশ কয়েকজন আছেন, যারা সাবেক রিপাবলিকান মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান, জর্জ এইচ ডব্লিউ বুশ এবং জর্জ বুশের সময়ে কংগ্রেসের এমপি ছিলেন। বস্তুত, আসন্ন নির্বাচনে ট্রাম্পের প্রার্থিতা নিয়ে রিপাবলিকান পার্টিতে দিন

দিন প্রকট হচ্ছে বিভাজন। যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং রিপাবলিকান পার্টির জ্যেষ্ঠ নেতা ডিক চেনি সম্প্রতি জানিয়েছেন, নির্বাচনে তিনি কমলা হ্যারিসকে সমর্থন করবেন। অন্যদিকে, তার মেয়ে এবং বর্তমানে মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের সদস্য লিজ চেনি রিপাবলিকান পার্টিতে ট্রাম্পের সবচেয়ে বড় সমর্থক। এ বিভাজনের ফলে অবশ্য লাভবান হচ্ছেন কমালা হ্যারিস। কারণ গত দুই মাসে প্রায় ২ ডজন রিপাবলিকান এমপি কমলা হ্যারিসের প্রতি সমর্থন জানিয়েছেন। এমনকি রিপাবলিকানপন্থি কয়েকজন কর্পোরেট ব্যবসায়ী নেতাও প্রকাশ্যে কমলা হ্যারিসকে সমর্থন করেছেন। ট্রাম্পবিরোধী রিপাবলিকানদের দলে টানতে ইতোমধ্যে ‘রিপাবলিকানস ফর হ্যারিস’ নামে একটি উইংও খুলেছে কমলার প্রচারণা শিবির। সূত্র: সিএনবিসি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কালো মেঘে ঢেকে গেছে আকাশ, বড় বিপর্যয়ের শঙ্কা পিরোজপুরে প্রাইভেটকার খালে পড়ে শিশুসহ নিহত ৮ মাতৃরূপে ঈশ্বরের উপাসনা আ.লীগ সরকারের রাজনৈতিক ‘হাতিয়ার’ ছিল উচ্চ আদালত আরজি করে কতটা চাপে মমতা ইউনিক আইডি কার্ড থেকে সরানো হলো শেখ মুজিবের ছবি আন্দোলনে আহতদের চিকিৎসাসেবা নিশ্চিতে উপদেষ্টা পরিষদ কমিটি গঠন দুই কোটি কর্মক্ষম মানুষ ভুগছেন মনোরোগে ৪.৫ মাত্রার ভূমিকম্প, পরমাণু অস্ত্রের পরীক্ষা চালাল ইরান? চলতি মাসেই ঢাকায় আসছেন জাতিসংঘের মানবাধিকার প্রধান যে কোনো মুহূর্তে হ্যাক হতে পারে ফোন, হ্যাকার থেকে বাঁচবেন যেভাবে মন্ত্রণালয়ের তুঘলকি সিদ্ধান্ত হুমকিতে ট্রাভেল ব্যবসা দেবী দুর্গার সামনে ‘জাস্টিস’ চাওয়ায় ৯ জন আটক ডিসি নিয়োগে দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি গঠন দুর্গাপূজা শুরু মহাসপ্তমী আজ গরিবদের ইলিশ খাওয়াতে বিশেষ উদ্যোগ হারুনকে নিয়ে যা বললেন হাসনাত আব্দুল্লাহ ক্ষতি পোষাতে নজর নগদ সহায়তার দিকে ১১ কোটি নাগরিকের তথ্য চুরি, জয় ও পলকসহ ১৯ জনের নামে মামলা চীন-ভারত যুদ্ধের কারণে বিয়ে হয়নি রতন টাটার